কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকা। দুর্গম পাহাড়ি এ এলাকায় ১০ বছর ধরে আইন লঙ্ঘন করে চলছে একটি ইটভাটার কার্যক্রম। এ ইটভাটার ৫০ থেকে ১০০ গজের মধ্যেই রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। তার পাশেই রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিক এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এ ইটভাটার কারণে পরিবেশদূষণ ও শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চন্দ্রঘোনা-বাংগালহালিয়া সড়ক থেকে কারিগরপাড়ার ডান দিকে প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই এলাকায়। অভিযোগ উঠেছে, প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গ্রামের মধ্যখানে এ ইটভাটা স্থাপন করা হয়েছে।
ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে তাঁরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা পরিচালনা করা দেশের কোনো নীতিমালায় আছে কি না, জানা নেই। এককথায় ওই প্রধান শিক্ষকদ্বয় এ ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা ওলামং মারমা বলেন, ‘আমাদের পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। প্রশাসন এসব অনিয়ম দেখে না।’
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের কারিগরপাড়া রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘এ ইটভাটা রেঞ্জের আওতাধীন বনাঞ্চলের ভেতরই করা হয়েছে। বন আইনের মধ্যে এভাবে ইটভাটা বসানোর কোনো সুযোগ নেই। ইটভাটা নিয়ে কিছু বললে মালিকপক্ষ ওপর মহলের ভয় দেখায়।’
রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমার বলেন, ‘ইটভাটা পরিচালনা করতে হলে পরিবেশের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনুমিত বাধ্যতামূলক। তবে তারা কীভাবে চালাচ্ছে, আমি তা জানি না।’
ইটভাটার এক মালিক বন্টুর কাছে মোবাইল ফোনে পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন ঝামেলায় আছি। পরে আপনাকে ফোন করব। এই বলে কল কেটে দেন।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘যেহেতু এ বিষয়ে হাইকোর্টের আদেশ দেওয়া আছে, তাই আমরা দেখব—এই ইটভাটা অবৈধ কি না। তারপর পরবর্তী ব্যবস্থা নেব।’
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ভালুকিয়া এলাকা। দুর্গম পাহাড়ি এ এলাকায় ১০ বছর ধরে আইন লঙ্ঘন করে চলছে একটি ইটভাটার কার্যক্রম। এ ইটভাটার ৫০ থেকে ১০০ গজের মধ্যেই রয়েছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। তার পাশেই রয়েছে সরকারি কমিউনিটি ক্লিনিক এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠান। এ ইটভাটার কারণে পরিবেশদূষণ ও শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, চন্দ্রঘোনা-বাংগালহালিয়া সড়ক থেকে কারিগরপাড়ার ডান দিকে প্রায় পাঁচ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই এলাকায়। অভিযোগ উঠেছে, প্রায় পাঁচ একর জায়গাজুড়ে গ্রামের মধ্যখানে এ ইটভাটা স্থাপন করা হয়েছে।
ওই সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করলে তাঁরা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ইটভাটা পরিচালনা করা দেশের কোনো নীতিমালায় আছে কি না, জানা নেই। এককথায় ওই প্রধান শিক্ষকদ্বয় এ ব্যাপারে অসহায়ত্ব প্রকাশ করেন।
স্বাস্থ্যসেবা নিতে আসা ওলামং মারমা বলেন, ‘আমাদের পরিবেশ যেমন ক্ষতি হচ্ছে, তেমনি স্বাস্থ্যেরও ক্ষতি হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। প্রশাসন এসব অনিয়ম দেখে না।’
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের কারিগরপাড়া রেঞ্জ কর্মকর্তা কামাল হোসেন বলেন, ‘এ ইটভাটা রেঞ্জের আওতাধীন বনাঞ্চলের ভেতরই করা হয়েছে। বন আইনের মধ্যে এভাবে ইটভাটা বসানোর কোনো সুযোগ নেই। ইটভাটা নিয়ে কিছু বললে মালিকপক্ষ ওপর মহলের ভয় দেখায়।’
রাইখালী ইউপি চেয়ারম্যান মংক্য মারমার বলেন, ‘ইটভাটা পরিচালনা করতে হলে পরিবেশের ছাড়পত্র এবং জেলা প্রশাসকের অনুমিত বাধ্যতামূলক। তবে তারা কীভাবে চালাচ্ছে, আমি তা জানি না।’
ইটভাটার এক মালিক বন্টুর কাছে মোবাইল ফোনে পরিচয় দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখন ঝামেলায় আছি। পরে আপনাকে ফোন করব। এই বলে কল কেটে দেন।’
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান বলেন, ‘যেহেতু এ বিষয়ে হাইকোর্টের আদেশ দেওয়া আছে, তাই আমরা দেখব—এই ইটভাটা অবৈধ কি না। তারপর পরবর্তী ব্যবস্থা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৮ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৮ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে