লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগঞ্জে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। রামগঞ্জ পৌর মেয়র মো. আবুল খায়েরের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চলছে। গত রোববার জমির মালিকানা দাবিদার মহসিন হোসেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান। তবে পৌর মেয়র বলছেন, সরকারি খাসজমিতে পৌরসভার জন্য এলজিইডির পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মহসিন হোসেন অভিযোগ করে বলেন, রামগঞ্জ উপজেলার ৬৫ নম্বর আঙ্গারপাড়া মৌজার ১৭০ নম্বর খতিয়ানের ৭০৫ নম্বর দাগে ৪১ শতাংশ জমি ক্রয়সূত্রে তাঁরা সাতজন মালিক। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জমিটি কেনা হয়। যার দলিল নম্বর ৩১০। ওই জমিটি এমআরআর জরিপে সরকারের নামে রেকর্ড হলে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। মামলা নম্বর দেঃ ১৭ / ১৯৯৭। এতে তাঁদের মালিকানার পক্ষে দোতরফা সূত্রে আদালত রায় ও ডিক্রি জারি করেন। এর বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক আপিল করলে আদালত পুনর্বিবেচনার জন্য ২০১১ সালে নিম্ন আদালতে পাঠান। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে সিভিল ডিভিশন দায়ের করলে আদালত আপিলের রায় ডিক্রি স্থগিত করেন।
মহসিন আরও বলেন, বিবাদীরা জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থিতাবস্থার আদেশ দেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে শুনানি শেষে নিষ্পত্তির লক্ষ্যে পুনর্বিবেচনার জন্য লক্ষ্মীপুর আদালতে পাঠান। এ ছাড়া ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে বলা হয়।
কিন্তু গত ডিসেম্বর থেকে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের ওই জমিতে পৌরসভার জন্য মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারাধীন মামলার ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে পৌর মেয়র কাজ চালিয়ে যাচ্ছেন। বাধা দেওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে কাজ করায় সর্বশেষ গত ২৭ মার্চ তাঁদের আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আদালত অবমাননার নোটিশ দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ৷ এ অবস্থায় আদালতের আদেশ মেনে এ জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের বলেন, ‘সরকারি খাস জমিতে এলজিইডির টেন্ডারে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়ে আমি অবগত নই।’
লক্ষ্মীপুরের রামগঞ্জে সুপ্রিম কোর্টের স্থিতাবস্থার আদেশ উপেক্ষা করে পৌরসভার মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। রামগঞ্জ পৌর মেয়র মো. আবুল খায়েরের নেতৃত্বে বিরোধপূর্ণ জমিতে নির্মাণকাজ চলছে। গত রোববার জমির মালিকানা দাবিদার মহসিন হোসেন সংবাদ সম্মেলন করে এ অভিযোগ জানান। তবে পৌর মেয়র বলছেন, সরকারি খাসজমিতে পৌরসভার জন্য এলজিইডির পক্ষ থেকে মার্কেট নির্মাণ করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে মহসিন হোসেন অভিযোগ করে বলেন, রামগঞ্জ উপজেলার ৬৫ নম্বর আঙ্গারপাড়া মৌজার ১৭০ নম্বর খতিয়ানের ৭০৫ নম্বর দাগে ৪১ শতাংশ জমি ক্রয়সূত্রে তাঁরা সাতজন মালিক। ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি জমিটি কেনা হয়। যার দলিল নম্বর ৩১০। ওই জমিটি এমআরআর জরিপে সরকারের নামে রেকর্ড হলে লক্ষ্মীপুর আদালতে মামলা করেন। মামলা নম্বর দেঃ ১৭ / ১৯৯৭। এতে তাঁদের মালিকানার পক্ষে দোতরফা সূত্রে আদালত রায় ও ডিক্রি জারি করেন। এর বিরুদ্ধে তৎকালীন জেলা প্রশাসক আপিল করলে আদালত পুনর্বিবেচনার জন্য ২০১১ সালে নিম্ন আদালতে পাঠান। ওই রায়ের বিরুদ্ধে তাঁরা উচ্চ আদালতে সিভিল ডিভিশন দায়ের করলে আদালত আপিলের রায় ডিক্রি স্থগিত করেন।
মহসিন আরও বলেন, বিবাদীরা জমি থেকে দখলচ্যুত করার চেষ্টা করলে তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্থিতাবস্থার আদেশ দেন। ২০২১ সালের ৫ ডিসেম্বর উচ্চ আদালতে শুনানি শেষে নিষ্পত্তির লক্ষ্যে পুনর্বিবেচনার জন্য লক্ষ্মীপুর আদালতে পাঠান। এ ছাড়া ওই জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার জন্য জেলা প্রশাসনকে বলা হয়।
কিন্তু গত ডিসেম্বর থেকে রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের ওই জমিতে পৌরসভার জন্য মার্কেট নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। গত ২৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বিচারাধীন মামলার ভূমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন। কিন্তু সেই আদেশ অমান্য করে পৌর মেয়র কাজ চালিয়ে যাচ্ছেন। বাধা দেওয়ায় তাঁদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
আদালতের আদেশ অমান্য করে কাজ করায় সর্বশেষ গত ২৭ মার্চ তাঁদের আইনজীবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রশাসনকে আদালত অবমাননার নোটিশ দেন। এতে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে দ্রুতগতিতে নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন ৷ এ অবস্থায় আদালতের আদেশ মেনে এ জমিতে নির্মাণকাজ বন্ধ রাখার দাবি জানান তিনি।
এ ব্যাপারে পৌর মেয়র আবুল খায়ের বলেন, ‘সরকারি খাস জমিতে এলজিইডির টেন্ডারে মার্কেট নির্মাণ করা হচ্ছে। এর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকার বিষয়ে আমি অবগত নই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে