রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা)
খুলনার তেরখাদা উপজেলা সদর, কাটেংগা ও জয়সেনা বাজারের অধিকাংশ রাস্তার পাশে নেই নালার ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই শহরগুলোর বিভিন্ন জায়গায় জমে কাদাপানি। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে জানা গেছে, তেরখাদা উপজেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই তিনটি বাজারে আসে বিভিন্ন প্রয়োজনে। কিন্তু বর্তমানে বাজারের অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তাসহ বাজারের যেখানে-সেখানে কাদাপানি জমে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে পথচারীরা।
গত কয়েকদিনের বৃষ্টিতে বাজার তিনটির রাস্তার অধিকাংশ জায়গায় কাদাপানি জমতে দেখা গেছে। এদিকে জয়সেনা বাজারের প্রধান সড়ক, কাটেংগা বাজারের তেরখাদা-খুলনা সড়ক, তেরখাদা-গাজীরহাট সড়ক ও তেরখাদা থানাসংলগ্ন প্রধান সড়কের ওপর কাদাপানি জমে রয়েছে। কোনো রাস্তার পাশে নালার ব্যবস্থা নেই। যে কারণে এসব রাস্তায় দীর্ঘসময় কাদাপানি জমে থাকে।
স্থানীয়দের অভিযোগ, নালার ব্যবস্থা ও বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারগুলোর ব্যস্ততম সড়কে কাদাপানি জমে যায়। যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদের চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো বলেন, ‘আমরা বাজারের এসব সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাঁরা সমস্যার দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন; কিন্তু কবেনাগাদ আসলে কাজ শুরু হবে তা বলেননি।’
কাটেংগা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী হেদায়েত মোল্লা বলেন, ‘তেরখাদা উপজেলার অন্যতম বাজার হচ্ছে কাটেংগা বাজার। এখান থেকে সরকার বড় অংকের রাজস্ব পায়, কিন্তু বাজারটির আশানুরূপ উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের বাঁচানোর জন্য অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।’
জয়সেনা বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য শেখ তোফায়েল আহমেদ বলেন, ‘জয়সেনা বাজারে নালার ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়। এসব নিরসনে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।’
কয়েকজন পথচারী বলেন, ‘কাটেংগা বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা একেবারেই কষ্টসাধ্য। বাজার করতে যাওয়াও কষ্টের। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দাবি, উপজেলা সদরের তিনটি বাজারের ত্রুটিপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক।’
এ ব্যাপারে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বাজারগুলোর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে ব্যবস্থা নেব। আশা করছি অচিরেই এসব সমস্যার সমাধান হবে।’
খুলনার তেরখাদা উপজেলা সদর, কাটেংগা ও জয়সেনা বাজারের অধিকাংশ রাস্তার পাশে নেই নালার ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই শহরগুলোর বিভিন্ন জায়গায় জমে কাদাপানি। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
সরেজমিনে জানা গেছে, তেরখাদা উপজেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই তিনটি বাজারে আসে বিভিন্ন প্রয়োজনে। কিন্তু বর্তমানে বাজারের অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তাসহ বাজারের যেখানে-সেখানে কাদাপানি জমে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে পথচারীরা।
গত কয়েকদিনের বৃষ্টিতে বাজার তিনটির রাস্তার অধিকাংশ জায়গায় কাদাপানি জমতে দেখা গেছে। এদিকে জয়সেনা বাজারের প্রধান সড়ক, কাটেংগা বাজারের তেরখাদা-খুলনা সড়ক, তেরখাদা-গাজীরহাট সড়ক ও তেরখাদা থানাসংলগ্ন প্রধান সড়কের ওপর কাদাপানি জমে রয়েছে। কোনো রাস্তার পাশে নালার ব্যবস্থা নেই। যে কারণে এসব রাস্তায় দীর্ঘসময় কাদাপানি জমে থাকে।
স্থানীয়দের অভিযোগ, নালার ব্যবস্থা ও বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারগুলোর ব্যস্ততম সড়কে কাদাপানি জমে যায়। যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদের চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।
কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো বলেন, ‘আমরা বাজারের এসব সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাঁরা সমস্যার দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন; কিন্তু কবেনাগাদ আসলে কাজ শুরু হবে তা বলেননি।’
কাটেংগা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী হেদায়েত মোল্লা বলেন, ‘তেরখাদা উপজেলার অন্যতম বাজার হচ্ছে কাটেংগা বাজার। এখান থেকে সরকার বড় অংকের রাজস্ব পায়, কিন্তু বাজারটির আশানুরূপ উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের বাঁচানোর জন্য অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।’
জয়সেনা বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য শেখ তোফায়েল আহমেদ বলেন, ‘জয়সেনা বাজারে নালার ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়। এসব নিরসনে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।’
কয়েকজন পথচারী বলেন, ‘কাটেংগা বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা একেবারেই কষ্টসাধ্য। বাজার করতে যাওয়াও কষ্টের। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দাবি, উপজেলা সদরের তিনটি বাজারের ত্রুটিপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক।’
এ ব্যাপারে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বাজারগুলোর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে ব্যবস্থা নেব। আশা করছি অচিরেই এসব সমস্যার সমাধান হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে