বন্দর ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) ২৭টি ওয়ার্ডে জয়ী কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে ৯ জন (শহর বন্দর) নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফল পাওয়ার পরপরই ওয়ার্ডগুলোতে শুরু হয় কাউন্সিলরদের সমর্থকদের বিজয় উল্লাস।
সিদ্ধিরগঞ্জে নির্বাচিত কাউন্সিলরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মো. ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে মো. গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৭ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান খান, ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান ও ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী ইফতেখার আলম খোকন।
শহরের ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ঝুড়ি প্রতীকের অহিদুল ইসলাম ছক্কু, ১২ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকের শওকত হাসেম শকু, ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের মনিরুজ্জামান মনির। ১৫ নম্বর ওয়ার্ডের ঝুড়ি প্রতীকের অসিত বরণ বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের রিয়াদ হাসান। ১৭ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের কামরুল হাসান মুন্না।
বিজয়ীদের মধ্যে নতুন কাউন্সিলর হয়েছেন অহিদুল ইসলাম ছক্কু, মনিরুজ্জামান মনির, রিয়াদ হাসান এবং কামরুল হাসান মুন্না। কাউন্সিলর পদে থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন সফিউদ্দিন প্রধান এবং কবির হোসেন।
বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন লাটিম প্রতীকের মোখলেসুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে করাত প্রতীকের শাহেন শাহ, ২১ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের শাহিন মিয়া, ২২ নম্বর ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের সুলতান আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের আবুল কাউসার আশা, ২৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের আফজাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের সামসুজ্জোহা ও ২৭ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকের সিরাজুল ইসলাম।
বন্দরে নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, মোখলেসুর রহমান, শাহেন শাহ, আবুল কাউসার আশা এবং সিরাজুল ইসলাম। কাউন্সিলর পদে থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন, ফয়সাল মোহাম্মদ সাগর, গোলাম নবী মুরাদ, হান্নান সরকার এবং সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।
সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে (১,২ ও ৩) আসনে গ্লাস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাকসুদা মোজাফফর, (৪,৫ ও ৬) আসনে মোবাইল ফোন প্রতীকের মনোয়ারা বেগম, (৭,৮ ও ৯) আসনে চশমা প্রতীকের আয়েশা আক্তার দিনা, (১০,১১ ও ১২) আসনে মোবাইল ফোন প্রতীকের মিনোয়ারা বেগম, (১৩, ১৪ ও ১৫) আসনে বই প্রতীকের শারমিন হাবিব বিন্নী, (১৬,১৭ ও ১৮) আসনে আনারস প্রতীকের আফসানা আফরোজ বিভা, (১৯,২০ ও ২১) আসনে বই প্রতীকের শিউলি নওশা, (২২,২৩ ও ২৪) আসনে বই প্রতীকের শাওন অংকন ও (২৫,২৬, ২৭) আসনে আনারস প্রতীকের সানিয়া আক্তার।
সংরক্ষিত কাউন্সিলরদের একমাত্র নতুন বিজয়ী হয়েছেন সানিয়া আক্তার। তিনি বর্তমান কাউন্সিলর হোসেনে আরা বেগমকে পরাজিত করেছেন।
গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) ২৭টি ওয়ার্ডে জয়ী কাউন্সিলর ও ৯টি ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীর নাম বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। বিজয়ীদের মধ্যে ৯ জন (শহর বন্দর) নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বেসরকারি ফল পাওয়ার পরপরই ওয়ার্ডগুলোতে শুরু হয় কাউন্সিলরদের সমর্থকদের বিজয় উল্লাস।
সিদ্ধিরগঞ্জে নির্বাচিত কাউন্সিলরা হলেন ১ নম্বর ওয়ার্ডে মো. আনোয়ার ইসলাম, ২ নম্বর ওয়ার্ডে মো. ইকবাল হোসেন, ৩ নম্বর ওয়ার্ডে শাহজালাল বাদল, ৪ নম্বর ওয়ার্ডে নূর উদ্দিন মিয়া, ৫ নম্বর ওয়ার্ডে মো. গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৭ নম্বর ওয়ার্ডে মো. মিজানুর রহমান খান, ৮ নম্বর ওয়ার্ডে রুহুল আমিন, ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান ও ১০ নম্বর ওয়ার্ডে প্রার্থী ইফতেখার আলম খোকন।
শহরের ১১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন ঝুড়ি প্রতীকের অহিদুল ইসলাম ছক্কু, ১২ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকের শওকত হাসেম শকু, ১৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, ১৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের মনিরুজ্জামান মনির। ১৫ নম্বর ওয়ার্ডের ঝুড়ি প্রতীকের অসিত বরণ বিশ্বাস, ১৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের রিয়াদ হাসান। ১৭ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের আব্দুল করিম বাবু, ১৮ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের কামরুল হাসান মুন্না।
বিজয়ীদের মধ্যে নতুন কাউন্সিলর হয়েছেন অহিদুল ইসলাম ছক্কু, মনিরুজ্জামান মনির, রিয়াদ হাসান এবং কামরুল হাসান মুন্না। কাউন্সিলর পদে থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন সফিউদ্দিন প্রধান এবং কবির হোসেন।
বন্দরের ১৯ নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন লাটিম প্রতীকের মোখলেসুর রহমান, ২০ নম্বর ওয়ার্ডে করাত প্রতীকের শাহেন শাহ, ২১ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের শাহিন মিয়া, ২২ নম্বর ওয়ার্ডে টিফিন ক্যারিয়ার প্রতীকের সুলতান আহমেদ, ২৩ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের আবুল কাউসার আশা, ২৪ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের আফজাল হোসেন, ২৫ নম্বর ওয়ার্ডে ঠেলাগাড়ি প্রতীকের এনায়েত হোসেন, ২৬ নম্বর ওয়ার্ডে ঘুড়ি প্রতীকের সামসুজ্জোহা ও ২৭ নম্বর ওয়ার্ডে লাটিম প্রতীকের সিরাজুল ইসলাম।
বন্দরে নতুন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন, মোখলেসুর রহমান, শাহেন শাহ, আবুল কাউসার আশা এবং সিরাজুল ইসলাম। কাউন্সিলর পদে থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন, ফয়সাল মোহাম্মদ সাগর, গোলাম নবী মুরাদ, হান্নান সরকার এবং সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান।
সংরক্ষিত নারী কাউন্সিলরদের মধ্যে (১,২ ও ৩) আসনে গ্লাস প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন মাকসুদা মোজাফফর, (৪,৫ ও ৬) আসনে মোবাইল ফোন প্রতীকের মনোয়ারা বেগম, (৭,৮ ও ৯) আসনে চশমা প্রতীকের আয়েশা আক্তার দিনা, (১০,১১ ও ১২) আসনে মোবাইল ফোন প্রতীকের মিনোয়ারা বেগম, (১৩, ১৪ ও ১৫) আসনে বই প্রতীকের শারমিন হাবিব বিন্নী, (১৬,১৭ ও ১৮) আসনে আনারস প্রতীকের আফসানা আফরোজ বিভা, (১৯,২০ ও ২১) আসনে বই প্রতীকের শিউলি নওশা, (২২,২৩ ও ২৪) আসনে বই প্রতীকের শাওন অংকন ও (২৫,২৬, ২৭) আসনে আনারস প্রতীকের সানিয়া আক্তার।
সংরক্ষিত কাউন্সিলরদের একমাত্র নতুন বিজয়ী হয়েছেন সানিয়া আক্তার। তিনি বর্তমান কাউন্সিলর হোসেনে আরা বেগমকে পরাজিত করেছেন।
গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম মেশিনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে