রকিব হাসান নয়ন, মেলান্দহ
জামালপুরের মেলান্দহে বন্যায় নদ-নদীর পানি বেড়ে খেতের ধান তলিয়ে গেছে। উপজেলার ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নের নদীর তীরবর্তী অন্তত ১০০ বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে বলে জানা গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে, ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বেশির ভাগ ধান কাটা শেষ হয়েছে। কতটুকু ধান তলিয়ে গেছে, এটা তাদের জানা নেই।
জানা গেছে, ভারতের আসামের পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে। এতে কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি বৃদ্ধি পায়। এতে পানিতে তলিয়ে গেছে ধান, পাটসহ বিভিন্ন ধরনের ফসল।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এ বছর উপজেলায় ২০ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ২০ হাজার ২০০ হেক্টর।
স্থানীয় কৃষকেরা বলছেন, হঠাৎ করেই নদীর পানি বেড়ে যাওয়ায় ঝাউগড়া ও ঘোষেরপাড়া ইউনিয়নের কাপাসহাঁটিয়া, শেখসাদি, টুপকারচর, ফকিরপাড়া, বেলতৈল, বীর ঘোষেরপাড়া, বাগবাড়ি, পূর্ব কাপাসহাটিয়া, তালুকপাড়া, রৌমারী ও ইলশামারী বিল ও তার আশপাশের অন্তত ১০০ বিঘা জমির পাকা ধান হঠাৎ বন্যার পানিতে তলিয়ে গেছে।
সরেজমিন ঘোষেরপাড়া ইউনিয়নে বীর ঘোষেরপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, খালে বন্যার পানি ঢুকে খালের আশপাশের ধানসহ জমি তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন শ্রমিকেরা। ধান কেটে কৃষকেরা নৌকা দিয়ে উঁচু জায়গায় তুলছেন।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ‘এ বছর বোরো ধানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বন্যার পানি ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে আমার ধানখেত তলিয়ে গিয়েছিল। ১ হাজার ৬০০ টাকা করে শ্রমিক নিয়ে পানির মধ্য থেকে ধান কেটে তুলেছি।’
ঝাউগড়া ইউনিয়নের কাপাস হাঁটিয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘সাত বিঘা জমিতে বোরো ধান লাগিয়ে ছিলাম। হঠাৎ পানিতে ডুবে গেছে সব জমির ধান। ১ হাজার ৪০০ টাকা মজুরি দিয়ে শ্রমিক এবং ১ হাজার ২০০ টাকার নৌকা ভাড়া নিয়ে ২ বিঘার ধান কেটে রাস্তায় তুলেছি। বাকি ধান এখনো পানির নিচে ডুবে আছে।’
কৃষক কোব্বাত বলেন, ‘১২ বিঘা জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। ১২ বিঘার মধ্যে ৬ বিঘার ধান কাটছি। শ্রমিক পাওয়া যাচ্ছে না। ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মজুরিতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানি কিছুটা কমেছে। যদি এখন ধান না কাটি, তাহলে নষ্ট হবে।’
ঘোষেরপাড়া এলাকায় কৃষক শহিদুল বলেন, ‘আমি ধান কাটা শেষ করেছি। কিন্তু আমার ধানের খড় পানিতে তলিয়ে গেছে। এখন তো খড় একটাও নাই। সবগুলোই পানিতে তলিয়ে আছে। আগের দিন সকালে খড় শুকাতে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখি সব তলিয়ে গেছে। এখন খড় না পাওয়া গেলে গরু পালন করা খুব কঠিন হয়ে যাবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে রৌমারী ও ইলশামারী বিলে ৮০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছিল। প্রায় সব ধান কাটা শেষ। ১২ একর জমির ধান কাটা বাকি রয়েছে। বাকিটা ১-২ দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। কতটুকু জমির ধান তলিয়ে গেছে, এটা আমাদের জানা নেই। তবে পানি কমতে শুরু করেছে।’
জামালপুরের মেলান্দহে বন্যায় নদ-নদীর পানি বেড়ে খেতের ধান তলিয়ে গেছে। উপজেলার ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নের নদীর তীরবর্তী অন্তত ১০০ বিঘা জমির পাকা ধান তলিয়ে গেছে বলে জানা গেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকেরা।
উপজেলা কৃষি অফিস থেকে বলা হয়েছে, ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বেশির ভাগ ধান কাটা শেষ হয়েছে। কতটুকু ধান তলিয়ে গেছে, এটা তাদের জানা নেই।
জানা গেছে, ভারতের আসামের পাহাড়ি ঢলের পানি বাংলাদেশে প্রবেশ করছে। এতে কয়েক দিন ধরে যমুনার পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীর সঙ্গে সংযুক্ত নদীগুলোর পানি বৃদ্ধি পায়। এতে পানিতে তলিয়ে গেছে ধান, পাটসহ বিভিন্ন ধরনের ফসল।
মেলান্দহ উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন, এ বছর উপজেলায় ২০ হাজার ৩২০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাষ হয়েছে ২০ হাজার ২০০ হেক্টর।
স্থানীয় কৃষকেরা বলছেন, হঠাৎ করেই নদীর পানি বেড়ে যাওয়ায় ঝাউগড়া ও ঘোষেরপাড়া ইউনিয়নের কাপাসহাঁটিয়া, শেখসাদি, টুপকারচর, ফকিরপাড়া, বেলতৈল, বীর ঘোষেরপাড়া, বাগবাড়ি, পূর্ব কাপাসহাটিয়া, তালুকপাড়া, রৌমারী ও ইলশামারী বিল ও তার আশপাশের অন্তত ১০০ বিঘা জমির পাকা ধান হঠাৎ বন্যার পানিতে তলিয়ে গেছে।
সরেজমিন ঘোষেরপাড়া ইউনিয়নে বীর ঘোষেরপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, খালে বন্যার পানি ঢুকে খালের আশপাশের ধানসহ জমি তলিয়ে গেছে। পানিতে তলিয়ে যাওয়া ধান কাটছেন শ্রমিকেরা। ধান কেটে কৃষকেরা নৌকা দিয়ে উঁচু জায়গায় তুলছেন।
ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওবায়দুর রহমান বলেন, ‘এ বছর বোরো ধানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। বন্যার পানি ও বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার পানিতে আমার ধানখেত তলিয়ে গিয়েছিল। ১ হাজার ৬০০ টাকা করে শ্রমিক নিয়ে পানির মধ্য থেকে ধান কেটে তুলেছি।’
ঝাউগড়া ইউনিয়নের কাপাস হাঁটিয়া গ্রামের কৃষক আমিনুল ইসলাম বলেন, ‘সাত বিঘা জমিতে বোরো ধান লাগিয়ে ছিলাম। হঠাৎ পানিতে ডুবে গেছে সব জমির ধান। ১ হাজার ৪০০ টাকা মজুরি দিয়ে শ্রমিক এবং ১ হাজার ২০০ টাকার নৌকা ভাড়া নিয়ে ২ বিঘার ধান কেটে রাস্তায় তুলেছি। বাকি ধান এখনো পানির নিচে ডুবে আছে।’
কৃষক কোব্বাত বলেন, ‘১২ বিঘা জমির পাকা ধান পানিতে ডুবে গেছে। ১২ বিঘার মধ্যে ৬ বিঘার ধান কাটছি। শ্রমিক পাওয়া যাচ্ছে না। ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকা মজুরিতেও শ্রমিক পাওয়া যাচ্ছে না। পানি কিছুটা কমেছে। যদি এখন ধান না কাটি, তাহলে নষ্ট হবে।’
ঘোষেরপাড়া এলাকায় কৃষক শহিদুল বলেন, ‘আমি ধান কাটা শেষ করেছি। কিন্তু আমার ধানের খড় পানিতে তলিয়ে গেছে। এখন তো খড় একটাও নাই। সবগুলোই পানিতে তলিয়ে আছে। আগের দিন সকালে খড় শুকাতে দিয়েছিলাম। পরের দিন সকালে দেখি সব তলিয়ে গেছে। এখন খড় না পাওয়া গেলে গরু পালন করা খুব কঠিন হয়ে যাবে।’
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘ঘোষেরপাড়া ও ঝাউগড়া ইউনিয়নে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়। এর মধ্যে রৌমারী ও ইলশামারী বিলে ৮০ হেক্টর জমিতে ধান আবাদ হয়েছিল। প্রায় সব ধান কাটা শেষ। ১২ একর জমির ধান কাটা বাকি রয়েছে। বাকিটা ১-২ দিনের মধ্যে কাটা শেষ হয়ে যাবে। কতটুকু জমির ধান তলিয়ে গেছে, এটা আমাদের জানা নেই। তবে পানি কমতে শুরু করেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে