বিনোদন ডেস্ক
‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বলিউডে ১০টি সিনেমায় অভিনয়ের পর তিনি পা রাখলেন তেলুগু সিনেমায়। ‘দেভারা: পার্ট ১’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে জাহ্নবীর। এতে তিনি এনটিআর জুনিয়রের নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেভারা। এরই মধ্যে এসেছে সিনেমার ট্রেলার ও তিনটি গান। প্রতিটিতে প্রশংসিত হয়েছে জাহ্নবীর উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় সরব হলেন এনটিআর জুনিয়রও।
দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলুগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে। অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলুগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলুগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’
এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’
জাহ্নবী সম্পর্কে এনটিআরের এ বক্তব্য কতটা সত্যি, সেটা বোঝা যাবে সিনেমা মুক্তির পর। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ‘দাভুদি’ ও ‘পতথাভিকম’ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সবাই। সে জায়গা থেকেই অনেকের অনুমান, দেভারা মুক্তির পর সর্বভারতীয় স্তরে সাড়া ফেলবেন জাহ্নবী। এ সিনেমায় দেখানো হয়েছে একটি উপকূলীয় অঞ্চলের গল্প।
ওই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে দেভারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ভাই ভৈরা। একপর্যায়ে দেভারা মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব দেয় তার সহজসরল ছেলে ভারাদার কাছে। নেতিবাচক চরিত্রটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর জাহ্নবীকে দেখা যাবে থাঙ্গাম নামের চরিত্রে।
‘ধাড়াক’ দিয়ে ২০১৮ সালে অভিনয়ে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। বলিউডে ১০টি সিনেমায় অভিনয়ের পর তিনি পা রাখলেন তেলুগু সিনেমায়। ‘দেভারা: পার্ট ১’ দিয়ে দক্ষিণি সিনেমায় অভিষেক হচ্ছে জাহ্নবীর। এতে তিনি এনটিআর জুনিয়রের নায়িকা। ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে দেভারা। এরই মধ্যে এসেছে সিনেমার ট্রেলার ও তিনটি গান। প্রতিটিতে প্রশংসিত হয়েছে জাহ্নবীর উপস্থিতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর প্রশংসায় সরব হলেন এনটিআর জুনিয়রও।
দেভারার মুক্তি উপলক্ষে একটি চ্যাট শোর আয়োজন করা হয়। সন্দীপ রেড্ডি ভাঙার উপস্থাপনায় এ শোয়ে হাজির ছিলেন এনটিআর জুনিয়র, সাইফ আলী খান, জাহ্নবী ও নির্মাতা করতালা শিবা। এতে জাহ্নবীর তেলুগু ভাষায় দক্ষতা ও তাঁর অভিনয়ের প্রশংসায় সরব হয়েছেন এনটিআর। উপস্থাপক ভাঙা দেভারায় অভিনয়ের অভিজ্ঞতা জানতে চান জাহ্নবীর কাছে। অভিনেত্রী উত্তর দেওয়ার আগেই তাঁর কথা কেড়ে নিয়ে এনটিআর বলেন, ‘জাহ্নবীকে দেখে আমি নিজেই চমকে গেছি। এ মেয়েটা মুম্বাই থেকে এসেছে। অথচ কী চমৎকার তেলুগু সংলাপ বলতে পারে, কীভাবে শিখল সে! যদিও তার শিকড় দক্ষিণ ভারতে, অল্প অল্প তেলুগু পারে, এটুকু জানতাম। কিন্তু তার সাবলীল সংলাপ বলার দক্ষতা আমাকে সত্যিই অবাক করেছে।’
এনটিআরের মুখে এমন কথা শুনে অবাক হন জাহ্নবীও। হাসতে হাসতে তিনি বলেন, ‘দিনটাই ভালো হয়ে গেল আমার। সব চিন্তা দূর হয়ে গেল।’
জাহ্নবী সম্পর্কে এনটিআরের এ বক্তব্য কতটা সত্যি, সেটা বোঝা যাবে সিনেমা মুক্তির পর। তবে সম্প্রতি প্রকাশ পাওয়া ‘দাভুদি’ ও ‘পতথাভিকম’ গানে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন সবাই। সে জায়গা থেকেই অনেকের অনুমান, দেভারা মুক্তির পর সর্বভারতীয় স্তরে সাড়া ফেলবেন জাহ্নবী। এ সিনেমায় দেখানো হয়েছে একটি উপকূলীয় অঞ্চলের গল্প।
ওই অঞ্চলের মানুষের জীবন রক্ষায় এগিয়ে আসে দেভারা। তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় তারই ভাই ভৈরা। একপর্যায়ে দেভারা মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব দেয় তার সহজসরল ছেলে ভারাদার কাছে। নেতিবাচক চরিত্রটিতে অভিনয় করেছেন সাইফ আলী খান। আর জাহ্নবীকে দেখা যাবে থাঙ্গাম নামের চরিত্রে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে