ফরিদপুর সংবাদদাতা ও নগরকান্দা প্রতিনিধি
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় ফরিদপুরের সালথা উপজেলার ৪ নম্বর ভাওয়াল ইউনিয়ন পরিষদ। তারপর কয়েক যুগ পার হলেও এখনো হয়নি পরিষদের নিজস্ব কোনো ভবন। যে কারণে মাঝেমধ্যেই পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দুটি বিদ্যালয়ের ভবনে; তা-ও আবার স্কুল বন্ধ রেখে।
এতে একদিকে পরিষদের সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়ছেন সেবা নিতে আসা প্রত্যাশীরা। অন্যদিকে স্কুল ভবন দখল করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ভাওয়াল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় পরিষদের কার্যক্রম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দখল করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ভাওয়াল স্কুল মাঝেমধ্যেই বন্ধ রেখে পরিষদের কাজ চালানো হচ্ছে। ইউসুফদিয়া স্কুলের তিনটি শ্রেণিকক্ষ দখল করে এই কার্যক্রম চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলে শুরু হয় ভাওয়াল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ১৯৮৭ সালে এখানে চেয়ারম্যান নির্বাচিত হন মো. দেলোয়ার হোসেন মিয়া। তাঁর বাড়ি ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে হওয়ায় নিজের সুবিধামতো ইউসুফদিয়া সরকারি কমিউনিটি হাসপাতালের কয়েকটি রুম দখল করে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। তখন থেকে ২০১৬ সাল পর্যন্ত সেখানেই চলে পরিষদের সব কাজ। ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হন ফারুকুজ্জামান ফকির মিয়া। তাঁর বাড়ি ইউনিয়নের ভাওয়াল গ্রামে হওয়ায় তিনিও সুবিধামতো বাড়ির পাশে ভাওয়ালের কদমতলা বাজারে অস্থায়ী কার্যালয় ভাড়া নিয়ে পরিষদের কাজ পরিচালনা করে আসছেন। বর্তমানে কদমতলা বাজারে অস্থায়ী কার্যালয় থাকলেও বেশির ভাগ জনসমাগমের সময় ভাওয়াল ও ইউসুফদিয়া স্কুল দখল করেই চলছে কার্যক্রম। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষের ভিড়ে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম।
ভাওয়াল ইউনিয়নের শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. রাসেল রানা বলেন, ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় ভাওয়াল স্কুলের শিক্ষা কার্যক্রম মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে। এতে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়ছে জনগণ।
ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা বেগম বলেন, সরকারি এই জাতীয় কাজগুলো করতেই হবে। আর পরিষদের তেমন জায়গাও নেই। যার কারণে এ বিদ্যালয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া স্মার্ট এনআইডি কার্ড বিতরণ, ভোটার তালিকার ছবি তোলা, বয়স্ক-প্রতিবন্ধী বাছাইয়ের কাজও করা হয়।
ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল সালাউদ্দীন বলেন, এই বিদ্যালয়ে মাঝেমধ্যেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। এতে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়।
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, ‘জনগণের তৃণমূল সেবার কেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমার ইউনিয়নে বোর্ড অফিস নেই। ২০১৬ সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৭ সালে আমি ইউনিয়ন পরিষদের জন্য জায়গা লিখে দিই ৩৫ শতাংশ। তবে এখনো কোনো ভবন পাইনি।’ তিনি আরও বলেন, ‘জনগণের সেবা দিতে আমার খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে বয়স্ক-প্রতিবন্ধী ভাতা বাছাই এবং ভোটার হালনাগাদ কার্যক্রম যেকোনো একটা বিদ্যালয়ে গিয়ে করতে হয়। তখন স্কুল বন্ধ রেখে জনগণের এই সেবাটা দিতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা তেলোয়াত হোসেন বলেন, ‘ভাওয়াল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় স্মার্ট কার্ড বিতরণ করছি শিক্ষাপ্রতিষ্ঠানে। এখন ভোটার হালনাগাদ চলছে। পরিষদের ভবন থাকলে সুবিধা হতো। আমরা সেখানে কাজ করতে পারতাম। যেহেতু এটাও একটা জাতীয় কাজ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের রুমে কাজ করতে হচ্ছে।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, ‘বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি আরও একটু যাচাই-বাছাই করে দেখব। যেন জনগণ সেবা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা কার্যক্রম ঠিকমতো চলে। দুটি বিষয়কে সমন্বয় করে সমাধান করা যায়, সে পথটি আমরা খোঁজার চেষ্টা করব।’
ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হয় ফরিদপুরের সালথা উপজেলার ৪ নম্বর ভাওয়াল ইউনিয়ন পরিষদ। তারপর কয়েক যুগ পার হলেও এখনো হয়নি পরিষদের নিজস্ব কোনো ভবন। যে কারণে মাঝেমধ্যেই পরিষদের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে দুটি বিদ্যালয়ের ভবনে; তা-ও আবার স্কুল বন্ধ রেখে।
এতে একদিকে পরিষদের সেবাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বিপাকে পড়ছেন সেবা নিতে আসা প্রত্যাশীরা। অন্যদিকে স্কুল ভবন দখল করায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, ভাওয়াল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় পরিষদের কার্যক্রম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন দখল করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এর মধ্যে ভাওয়াল স্কুল মাঝেমধ্যেই বন্ধ রেখে পরিষদের কাজ চালানো হচ্ছে। ইউসুফদিয়া স্কুলের তিনটি শ্রেণিকক্ষ দখল করে এই কার্যক্রম চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ব্রিটিশ আমলে শুরু হয় ভাওয়াল ইউনিয়ন পরিষদের কার্যক্রম। ১৯৮৭ সালে এখানে চেয়ারম্যান নির্বাচিত হন মো. দেলোয়ার হোসেন মিয়া। তাঁর বাড়ি ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে হওয়ায় নিজের সুবিধামতো ইউসুফদিয়া সরকারি কমিউনিটি হাসপাতালের কয়েকটি রুম দখল করে পরিষদের কার্যক্রম পরিচালনা শুরু করেন। তখন থেকে ২০১৬ সাল পর্যন্ত সেখানেই চলে পরিষদের সব কাজ। ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হন ফারুকুজ্জামান ফকির মিয়া। তাঁর বাড়ি ইউনিয়নের ভাওয়াল গ্রামে হওয়ায় তিনিও সুবিধামতো বাড়ির পাশে ভাওয়ালের কদমতলা বাজারে অস্থায়ী কার্যালয় ভাড়া নিয়ে পরিষদের কাজ পরিচালনা করে আসছেন। বর্তমানে কদমতলা বাজারে অস্থায়ী কার্যালয় থাকলেও বেশির ভাগ জনসমাগমের সময় ভাওয়াল ও ইউসুফদিয়া স্কুল দখল করেই চলছে কার্যক্রম। ইউনিয়ন পরিষদের সেবা নিতে আসা মানুষের ভিড়ে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় দুটির শিক্ষা কার্যক্রম।
ভাওয়াল ইউনিয়নের শান্তির আহ্বান স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মো. রাসেল রানা বলেন, ইউনিয়ন পরিষদের ভবন না থাকায় ভাওয়াল স্কুলের শিক্ষা কার্যক্রম মাঝেমধ্যে বন্ধ রাখতে হচ্ছে। এতে যেমন শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি ভোগান্তিতে পড়ছে জনগণ।
ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উম্মে সালমা বেগম বলেন, সরকারি এই জাতীয় কাজগুলো করতেই হবে। আর পরিষদের তেমন জায়গাও নেই। যার কারণে এ বিদ্যালয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করা হয়। এ ছাড়া স্মার্ট এনআইডি কার্ড বিতরণ, ভোটার তালিকার ছবি তোলা, বয়স্ক-প্রতিবন্ধী বাছাইয়ের কাজও করা হয়।
ইউসুফদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল সালাউদ্দীন বলেন, এই বিদ্যালয়ে মাঝেমধ্যেই ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হয়। এতে স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের পড়াশোনা ব্যাহত হয়।
ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুকুজ্জামান ফকির মিয়া বলেন, ‘জনগণের তৃণমূল সেবার কেন্দ্র হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমার ইউনিয়নে বোর্ড অফিস নেই। ২০১৬ সালে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। ২০১৭ সালে আমি ইউনিয়ন পরিষদের জন্য জায়গা লিখে দিই ৩৫ শতাংশ। তবে এখনো কোনো ভবন পাইনি।’ তিনি আরও বলেন, ‘জনগণের সেবা দিতে আমার খুব কষ্ট হচ্ছে। বিশেষ করে বয়স্ক-প্রতিবন্ধী ভাতা বাছাই এবং ভোটার হালনাগাদ কার্যক্রম যেকোনো একটা বিদ্যালয়ে গিয়ে করতে হয়। তখন স্কুল বন্ধ রেখে জনগণের এই সেবাটা দিতে হয়। এতে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়।
সালথা উপজেলা নির্বাচন কর্মকর্তা তেলোয়াত হোসেন বলেন, ‘ভাওয়াল ইউনিয়ন পরিষদের নিজস্ব ভবন না থাকায় স্মার্ট কার্ড বিতরণ করছি শিক্ষাপ্রতিষ্ঠানে। এখন ভোটার হালনাগাদ চলছে। পরিষদের ভবন থাকলে সুবিধা হতো। আমরা সেখানে কাজ করতে পারতাম। যেহেতু এটাও একটা জাতীয় কাজ। তাই শিক্ষাপ্রতিষ্ঠানের রুমে কাজ করতে হচ্ছে।’
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেন শাহিন বলেন, ‘বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টি আরও একটু যাচাই-বাছাই করে দেখব। যেন জনগণ সেবা থেকে বঞ্চিত না হয় এবং শিক্ষা কার্যক্রম ঠিকমতো চলে। দুটি বিষয়কে সমন্বয় করে সমাধান করা যায়, সে পথটি আমরা খোঁজার চেষ্টা করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে