বিনোদন প্রতিবেদক, ঢাকা
দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। এখন তিনি শুটিং করছেন লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাননি। কারণ এক মাসের মধ্যে শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।
ববি প্রথমে অংশ নিয়েছেন ‘বেঈমান’ সিনেমার শুটিংয়ে। লন্ডন থেকে ববি জানান, এ সিনেমায় তাঁর চরিত্রের নাম নেহা। তাঁকে ঘিরেই সিনেমার গল্প। স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে এক রাজাকার। যুদ্ধশিশু হিসেবে বেড়ে ওঠে নেহার মা। সেই রাজাকার এখন লন্ডনে পলাতক। নানির গ্লানি আর মায়ের সারা জীবনের ক্ষোভের প্রতিশোধ নিতে সেই রাজাকারের সন্ধানে নেহা ছুটে যায় লন্ডনে।
ববি জানান, ইতিমধ্যে সিনেমার বেশির ভাগ অংশের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘খুব সুন্দর লোকেশনে শুটিং হচ্ছে। ইউনিটের সবাই অনেক হেল্পফুল। খুব আনন্দ নিয়ে কাজ করছি। তবে এখানে এখনো অনেক ঠান্ডা। তাই প্রথম দিকে কষ্ট হচ্ছিল শুট করতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।’
বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন ববি। তবে এ সিনেমায় তাঁর বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা ববির।
দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান ববি। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল ববিকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তাঁর। এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।
দীর্ঘদিন প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি না পেলেও একের পর এক নতুন সিনেমার শুটিং করছেন ইয়ামিন হক ববি। এখন তিনি শুটিং করছেন লন্ডনে। গত ১৮ ফেব্রুয়ারি লন্ডনে পৌঁছেই শুটিংয়ে অংশ নিতে হয়েছে তাঁকে। বিশ্রাম নেওয়ার সুযোগও পাননি। কারণ এক মাসের মধ্যে শেষ করতে হবে দুই সিনেমার কাজ। দুটি সিনেমাই পরিচালনা করছেন মিনহাজ কিবরিয়া। একটি সিনেমার নাম ‘বেঈমান’, আরেকটি ‘নাইট ইন লন্ডন’।
ববি প্রথমে অংশ নিয়েছেন ‘বেঈমান’ সিনেমার শুটিংয়ে। লন্ডন থেকে ববি জানান, এ সিনেমায় তাঁর চরিত্রের নাম নেহা। তাঁকে ঘিরেই সিনেমার গল্প। স্বাধীনতাযুদ্ধের সময় নেহার নানিকে ধর্ষণ করে এক রাজাকার। যুদ্ধশিশু হিসেবে বেড়ে ওঠে নেহার মা। সেই রাজাকার এখন লন্ডনে পলাতক। নানির গ্লানি আর মায়ের সারা জীবনের ক্ষোভের প্রতিশোধ নিতে সেই রাজাকারের সন্ধানে নেহা ছুটে যায় লন্ডনে।
ববি জানান, ইতিমধ্যে সিনেমার বেশির ভাগ অংশের কাজ শেষ হয়েছে। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘খুব সুন্দর লোকেশনে শুটিং হচ্ছে। ইউনিটের সবাই অনেক হেল্পফুল। খুব আনন্দ নিয়ে কাজ করছি। তবে এখানে এখনো অনেক ঠান্ডা। তাই প্রথম দিকে কষ্ট হচ্ছিল শুট করতে। ধীরে ধীরে মানিয়ে নিয়েছি।’
বেঈমান সিনেমায় ববির সঙ্গে রয়েছেন আমান রেজা। এ সিনেমার কাজ শেষ করেই শুরু করবেন ‘নাইট ইন লন্ডন’-এর কাজ। এতে ববিকে দেখা যাবে একজন যৌনকর্মীর চরিত্রে। চরিত্রটি চ্যালেঞ্জিং বলেই সিনেমাটিতে কাজ করতে রাজি হয়েছেন ববি। তবে এ সিনেমায় তাঁর বিপরীতে কে কাজ করবেন তা জানাননি। চমক হিসেবেই রাখতে চাইলেন সেই খবর। দুটি সিনেমার শুটিং ও ডাবিং শেষে এ মাসের ১৮ তারিখে দেশে ফেরার কথা ববির।
দেশে ফিরেই জমে থাকা কাজগুলো শেষ করতে চান ববি। লন্ডন যাওয়ার আগে শুরু করেছিলেন ‘মেঘনা কন্যা’ সিনেমার কাজ। ফুয়াদ চৌধুরীর পরিচালনায় বরিশালে শুটিংয়ে গিয়ে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে শুটিং শেষ না করেই ঢাকায় ফিরতে হয়েছিল ববিকে। লন্ডন থেকে ফিরে বাকি অংশের কাজ করার কথা তাঁর। এ ছাড়া সম্প্রতি তিনি চুক্তিবদ্ধ হয়েছেন ‘ফ্রড: দ্য বাটপার’ সিনেমায়। এটি পরিচালনা করবেন শফিক হাসান। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে এর শুটিং শুরুর কথা।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে