লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।
কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।
সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।
সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’
দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।
লক্ষ্মীপুরের ৯টি ইউনিয়ন পরিষদে (ইউপি) এক যুগের বেশি সময় ধরে নির্বাচন হচ্ছে না। সীমানা জটিলতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ে এই সমস্যার সমাধান করে নির্বাচনের দাবি জানিয়েছে এলাকাবাসী।
দীর্ঘ সময় ধরে নির্বাচন না হওয়া ইউপিগুলোর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর সদর উপজেলার ছয় ইউপি চররুহিতা, দালাল বাজার, দক্ষিণ হামছাদী, বাংগাখাঁ, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ। এ ছাড়া কমলনগরের তিন ইউপি সাহেবেরহাট, চরকালকিনি ও পাটওয়ারীহাট। এর মধ্যে সদরের তেওয়ারীগঞ্জে ২০১৬ সালে সবশেষ ভোট হয়। এ ছাড়া অন্য আটটি ইউপিতে সবশেষ ভোট হয় ২০১১ সালে।
কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট ইউনিয়নের বেশির ভাগ অংশ মেঘনায় বিলীন হয়ে যাওয়ায় প্রতিটি ওয়ার্ডের নতুন সীমানা নির্ধারণ করা যাচ্ছে না। এ কারণে ভোট হচ্ছে না। এসব সমস্যার সমাধান কবে হবে, তাও নিশ্চিত নয় এলাকার মানুষের কাছে।
এলাকাবাসী জানায়, দীর্ঘ সময়ে ভোট না হওয়ায় এসব ইউনিয়নের জনপ্রতিনিধিরা একক আধিপত্য বিস্তার করে চলছে। আবার কোনটিতে জনপ্রতিনিধি মৃত্যুর পর নামমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যান থাকলেও ঠিকমতো আসেন না পরিষদে। ফলে এলাকার উন্নয়ন কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কর্মকাণ্ডে পদে পদে ভোগান্তি পোহাতে হচ্ছে এসব ইউনিয়নের কয়েক লাখ মানুষ।
এদিকে কমলনগর উপজেলার চরকালকিনি, সাহেবেরহাট ও পাটওয়ারীরহাট সহ তিনটি ইউনিয়নের বেশির ভাগ এলাকায় নদীগর্ভে বিলীন। কিন্তু ওয়ার্ড বিন্যাস করে ভোট দিতে পারলেও অন্য কারণে ভোট হচ্ছে না। যখন সমস্যা নিরসনের পথে থাকে, তখনই গোপনে জটিলতা বাড়িয়ে ভোট বন্ধ রাখা হয়।
সদরের লাহারকান্দির বাসিন্দা মাহফুজুর রহমান ও কামাল উদ্দিন জানান, এলাকার রাস্তাঘাটের উন্নয়ন তো হচ্ছেই না, এমনকি সন্তানদের জন্ম নিবন্ধন নিতেও ভোগান্তি পোহাতে হয়। বিভিন্ন উৎসব ও দুর্যোগের সময় অন্য ইউনিয়নের মতো তারা সরকারি সাহায্য-সহযোগিতা থেকেও বঞ্চিত হন। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় এই সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা।
সদরের বাংগাখাঁ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন কাজল বলেন, ‘সীমানা জটিলতার কারণে নির্বাচন বন্ধ রয়েছে। তবে তাতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে না। সব সময় নাগরিকদের সেবা দেওয়ার জন্য নিয়োজিত রয়েছি।’
দালাল বাজার ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল বলেন, ‘নির্বাচন হলে কোনো সমস্যা নেই। সীমানা জটিলতায় নির্বাচন বন্ধ রয়েছে। এখানে আমার কোনো হাত নেই। ইউনিয়নের মানুষ শান্তিতে রয়েছে। অসুবিধা তো নেই।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন জানান, সীমানা জটিলতা শেষ হলেই ইউপি নির্বাচন হবে। এসব জটিলতা নিরসন হলে নির্বাচন হতে কোনো বাধা থাকবে না। নির্বাচন করতে নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে।
জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, ইউনিয়নগুলোর সীমানা বিরোধ জটিলতা কাটিয়ে ও ওয়ার্ড বিন্যাস করে নির্বাচন আয়োজনে ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুততম সময়ে তফসিল ঘোষণা করার চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে