রংপুর প্রতিনিধি
ক্লাসের শেষ বেঞ্চের ওপর রাখা বইয়ে মাথা হেলান দিয়ে দুহাতে চেপে বসে আছে জান্নাতুল ফেরদৌস (১১)। পিঠে হাত দিতেই মাথা তুলে তাকায় সে। চোখেমুখে ক্লান্তির ছাপ। চোখ স্থির করে বলে, ‘টাকা নাই, টিফিনে খাই নাই। স্কুলে দুধ দেয়, টিফিনে তা-ই খাই। কিন্তু পাঁচ দিন ধরে স্যারেরা দুধ দেয় না। খিদাতে মাথা ঘুরায়, বইয়ে হেলান দিছি। আর কি আমরা দুধ পাব না?’
জান্নাতুল ফেরদৌস রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে স্কুল ফিডিংয়ের বিষয়ে খোঁজ নিতে গেলে এভাবে কষ্টের কথা বলে সে।
তারাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ বিদ্যালয়কে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হলেও এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে টিফিনে অনেক শিক্ষার্থীকে খালি পেটে ক্লাস করতে হচ্ছে।
কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিভৃত পল্লিতে স্কুল। এখানে ৯০ ভাগ দিনমজুর পরিবার। স্কুল মিল্ক ফিডিং চালুর পর আগের থেকে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছিল। কিন্তু এক সপ্তাহ ধরে তা বন্ধ থাকায় শিক্ষার্থীরা টিফিনে বাড়ি গিয়ে আর ফিরছে না।’
শুধু কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়; মিল্ক ফিডিংয়ের আওতায় থাকা রংপুর বিভাগের ৫৬টি বিদ্যালয়ে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, তাঁরা চার মাস থেকে বিল পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটের কারণে দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুধ সরবরাহ আহ্বান করা হলে রংপুর বিভাগের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ সরবরাহের কাজ পান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেট নামের একটি প্রতিষ্ঠান।
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রজেক্ট সুপারভাইজার আতিকুর রহমান বলেন, ‘অর্থের সংকটের কারণে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ আছে। কারণ, আমরা তিন-চার মাস থেকে কোনো বিল পাইনি। প্রায় তিন কোটি টাকা বকেয়া থাকায় দুধ সরবরাহ করতে পারছি না।’
জানতে চাইলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) ডা. হিরন্ময় বিশ্বাস বলেন, ‘দুধ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি আমার জানা নেই। কালকে একজন বলছে। টেকনিক্যাল কারণে দুধ বোধ হয় শট পড়ছে।’
বিল বকেয়ার প্রশ্নে হিরন্ময় বিশ্বাস বলেন, ‘অফিশিয়াল জটিলতার কারণে ফান্ড পেতে দেরি হচ্ছে। নতুন অর্থবছরের তিন মাসের বিল পাওনা রয়েছে, আমরা চেষ্টা করছি। ফান্ড অথরাইজড পাইনি, পেলেই তারা বিল পেয়ে যাবে। তাদের দুধ সরবরাহ চালু রাখতে বলেছি।’
ক্লাসের শেষ বেঞ্চের ওপর রাখা বইয়ে মাথা হেলান দিয়ে দুহাতে চেপে বসে আছে জান্নাতুল ফেরদৌস (১১)। পিঠে হাত দিতেই মাথা তুলে তাকায় সে। চোখেমুখে ক্লান্তির ছাপ। চোখ স্থির করে বলে, ‘টাকা নাই, টিফিনে খাই নাই। স্কুলে দুধ দেয়, টিফিনে তা-ই খাই। কিন্তু পাঁচ দিন ধরে স্যারেরা দুধ দেয় না। খিদাতে মাথা ঘুরায়, বইয়ে হেলান দিছি। আর কি আমরা দুধ পাব না?’
জান্নাতুল ফেরদৌস রংপুরের তারাগঞ্জ উপজেলার কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। গত মঙ্গলবার বেলা ৩টার দিকে স্কুল ফিডিংয়ের বিষয়ে খোঁজ নিতে গেলে এভাবে কষ্টের কথা বলে সে।
তারাগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থান। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এ বিদ্যালয়কে স্কুল ফিডিংয়ের আওতায় আনা হলেও এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে টিফিনে অনেক শিক্ষার্থীকে খালি পেটে ক্লাস করতে হচ্ছে।
কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিভৃত পল্লিতে স্কুল। এখানে ৯০ ভাগ দিনমজুর পরিবার। স্কুল মিল্ক ফিডিং চালুর পর আগের থেকে শিক্ষার্থীর উপস্থিতি বেড়েছিল। কিন্তু এক সপ্তাহ ধরে তা বন্ধ থাকায় শিক্ষার্থীরা টিফিনে বাড়ি গিয়ে আর ফিরছে না।’
শুধু কাশিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নয়; মিল্ক ফিডিংয়ের আওতায় থাকা রংপুর বিভাগের ৫৬টি বিদ্যালয়ে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠানের দাবি, তাঁরা চার মাস থেকে বিল পাচ্ছেন না। ফলে আর্থিক সংকটের কারণে দুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা যায়, টেন্ডারের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে দুধ সরবরাহ আহ্বান করা হলে রংপুর বিভাগের ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ সরবরাহের কাজ পান রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেট নামের একটি প্রতিষ্ঠান।
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিডেটের প্রজেক্ট সুপারভাইজার আতিকুর রহমান বলেন, ‘অর্থের সংকটের কারণে এক সপ্তাহ ধরে দুধ সরবরাহ বন্ধ আছে। কারণ, আমরা তিন-চার মাস থেকে কোনো বিল পাইনি। প্রায় তিন কোটি টাকা বকেয়া থাকায় দুধ সরবরাহ করতে পারছি না।’
জানতে চাইলে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) উপপ্রকল্প পরিচালক (ডিপিডি) ডা. হিরন্ময় বিশ্বাস বলেন, ‘দুধ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি আমার জানা নেই। কালকে একজন বলছে। টেকনিক্যাল কারণে দুধ বোধ হয় শট পড়ছে।’
বিল বকেয়ার প্রশ্নে হিরন্ময় বিশ্বাস বলেন, ‘অফিশিয়াল জটিলতার কারণে ফান্ড পেতে দেরি হচ্ছে। নতুন অর্থবছরের তিন মাসের বিল পাওনা রয়েছে, আমরা চেষ্টা করছি। ফান্ড অথরাইজড পাইনি, পেলেই তারা বিল পেয়ে যাবে। তাদের দুধ সরবরাহ চালু রাখতে বলেছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে