সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার হাওরের পানি নামতে পারছে না। পানি না নামায় বোরোর বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। ফলে বিলম্ব হচ্ছে বোরো চাষ।
অন্যদিকে পানি না নামায় ফসল রক্ষা বাঁধের কাজও শুরু করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে বাঁধের সমীক্ষার কাজ শুরু হয়েছে গত শনিবার থেকে।
চলতি বছর ভয়াবহ বন্যার কারণে জেলার ফসল রক্ষা বাঁধগুলোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাঁধ সংস্কারেরও অনুপযোগী হয়ে পড়েছে। নতুন করে তৈরি করা না গেলে ঠিকমতো বোরোর আবাদ করা সম্ভব হবে না বলে কৃষকদের আশঙ্কা।
অন্যান্য বছর অক্টোবরের শেষ দিক থেকেই বোরোর বীজতলা তৈরি শুরু হয়। এ বছর হাওরাঞ্চল থেকে পানি এখনো নামেনি। এতে করে বোরো চাষাবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। চাষাবাদে বিলম্ব হলে বোরো ফসল বন্যার কবলে পড়ার শঙ্কা রয়েছে। অনেক কৃষক বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিয়েও বসে আছেন। হাওরে এখনো পানি থাকার কারণে ফসল রক্ষা বাঁধ সমীক্ষার কাজ এখনো শুরু করেনি পাউবো। সময়মতো সমীক্ষার কাজ শেষ করে বাঁধ নির্মাণ না করা হলে গত বছরের মতো এবারও ফসল নিয়ে শঙ্কায় কৃষকেরা।
চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় বোরো চাষের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার হেক্টর জমি।
পাউবো সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে জেলার ৪১টি হাওরে ১১৯ কোটি টাকা ব্যয়ে ৭২৬টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতকাজ সম্পন্ন হয়। এ বছর বাঁধ নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ এসেছে বলে জানিয়েছে পাউবো।
গত বছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ১৩টি ফসল রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ক্ষতি হয় ফসলের। চলতি বছর ইতিহাসের ভয়াবহ বন্যার কারণে গত বছরের নির্মিত ফসল রক্ষা বাঁধের অস্তিত্বের দেখা মিলছে না। এসব বাঁধ পুনরায় মেরামত না করে নতুন করে তৈরি করার দাবি কৃষকদের।
ধর্মপাশা উপজেলার মুক্তারপুর গ্রামের কৃষক আব্দুল বাতেন বলেন, ‘আমাদের সোনামড়ল হাওরের একটি বাঁধ সবচেয়ে বড়। আগাম বন্যায় নষ্ট হইছে না। তবে জুন মাসের বন্যায় বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বাঁধটা এবার নতুন করে তৈরি করা না হলে ফসল ঝুঁকির মধ্যে থাকবে।’
অন্যদিকে হাওরগুলো এখনো পানিতে টইটম্বুর। তাই বোরোর বীজতলা তৈরির সময় হলেও এখন পর্যন্ত কৃষক বীজতলা তৈরির কাজ শুরু করতে পারেননি।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের লাল মিয়া বলেন, ‘হাওরে এখনো বন্যার পানি। অন্য বছর এই সময় বীজতলা তৈরি করে ফেলি। এবার পানির কারণে বীজতলাই তৈরি করতে পারছি না।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, হাওরের অধিকাংশ জায়গায় এখনো পানি রয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে বাঁধ সমীক্ষার কাজ। তবে এবার বন্যার কারণে পুরোনো বাঁধের ক্ষতি বেশি হয়েছে।
সুনামগঞ্জ জেলার হাওরের পানি নামতে পারছে না। পানি না নামায় বোরোর বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। ফলে বিলম্ব হচ্ছে বোরো চাষ।
অন্যদিকে পানি না নামায় ফসল রক্ষা বাঁধের কাজও শুরু করতে পারছে না পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে বাঁধের সমীক্ষার কাজ শুরু হয়েছে গত শনিবার থেকে।
চলতি বছর ভয়াবহ বন্যার কারণে জেলার ফসল রক্ষা বাঁধগুলোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব বাঁধ সংস্কারেরও অনুপযোগী হয়ে পড়েছে। নতুন করে তৈরি করা না গেলে ঠিকমতো বোরোর আবাদ করা সম্ভব হবে না বলে কৃষকদের আশঙ্কা।
অন্যান্য বছর অক্টোবরের শেষ দিক থেকেই বোরোর বীজতলা তৈরি শুরু হয়। এ বছর হাওরাঞ্চল থেকে পানি এখনো নামেনি। এতে করে বোরো চাষাবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। চাষাবাদে বিলম্ব হলে বোরো ফসল বন্যার কবলে পড়ার শঙ্কা রয়েছে। অনেক কৃষক বীজতলা তৈরির জন্য প্রস্তুতি নিয়েও বসে আছেন। হাওরে এখনো পানি থাকার কারণে ফসল রক্ষা বাঁধ সমীক্ষার কাজ এখনো শুরু করেনি পাউবো। সময়মতো সমীক্ষার কাজ শেষ করে বাঁধ নির্মাণ না করা হলে গত বছরের মতো এবারও ফসল নিয়ে শঙ্কায় কৃষকেরা।
চলতি মৌসুমে সুনামগঞ্জ জেলায় বোরো চাষের প্রাথমিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার হেক্টর জমি।
পাউবো সূত্র জানায়, ২০২১-২২ অর্থবছরে জেলার ৪১টি হাওরে ১১৯ কোটি টাকা ব্যয়ে ৭২৬টি প্রকল্পের মাধ্যমে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতকাজ সম্পন্ন হয়। এ বছর বাঁধ নির্মাণের জন্য প্রাথমিকভাবে ১০০ কোটি টাকা বরাদ্দ এসেছে বলে জানিয়েছে পাউবো।
গত বছর আগাম বন্যা ও পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলার প্রায় ১৩টি ফসল রক্ষা বাঁধে ভাঙন দেখা দেয়। ক্ষতি হয় ফসলের। চলতি বছর ইতিহাসের ভয়াবহ বন্যার কারণে গত বছরের নির্মিত ফসল রক্ষা বাঁধের অস্তিত্বের দেখা মিলছে না। এসব বাঁধ পুনরায় মেরামত না করে নতুন করে তৈরি করার দাবি কৃষকদের।
ধর্মপাশা উপজেলার মুক্তারপুর গ্রামের কৃষক আব্দুল বাতেন বলেন, ‘আমাদের সোনামড়ল হাওরের একটি বাঁধ সবচেয়ে বড়। আগাম বন্যায় নষ্ট হইছে না। তবে জুন মাসের বন্যায় বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এই বাঁধটা এবার নতুন করে তৈরি করা না হলে ফসল ঝুঁকির মধ্যে থাকবে।’
অন্যদিকে হাওরগুলো এখনো পানিতে টইটম্বুর। তাই বোরোর বীজতলা তৈরির সময় হলেও এখন পর্যন্ত কৃষক বীজতলা তৈরির কাজ শুরু করতে পারেননি।
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের লাল মিয়া বলেন, ‘হাওরে এখনো বন্যার পানি। অন্য বছর এই সময় বীজতলা তৈরি করে ফেলি। এবার পানির কারণে বীজতলাই তৈরি করতে পারছি না।’
পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. শামসুদ্দোহা বলেন, হাওরের অধিকাংশ জায়গায় এখনো পানি রয়েছে। এর মধ্যেই শুরু হয়েছে বাঁধ সমীক্ষার কাজ। তবে এবার বন্যার কারণে পুরোনো বাঁধের ক্ষতি বেশি হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে