ময়মনসিংহ প্রতিনিধি
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর ডিবি রোড, কৃষ্টপুর, সাবেহ আলী রোড, নাটক ঘরলেন, সানকিপাড়া, গুলকীবাড়ি রোড, চরপাড়া, নয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
সাধারণ মানুষ ও নাগরিক নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেন ও খাল খনন না হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান উন্নয়নকাজ শেষ হলেই নগরবাসীর ভোগান্তি দূর হবে।
গতকাল ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে মহানগরীর মিন্টু কলেজ থেকে শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুরোহিতপাড়ার বাইলেন রোডে হাঁটুপানি জমে মানুষের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরে ঢুকে পড়ে।
নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পুরোহিতপাড়ার বাসিন্দা কায়সার মামুন বলেন, ‘পুরোহিতপাড়ার বাইলেনের রাস্তাটি ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে গেছে। এই এলাকায় ৭০-৮০ হাজার লোকের বাস। সকাল থেকে বৃষ্টির পানি অনেকের ঘরবাড়িতে উঠে ভোগান্তির সৃষ্টি হয়। ঘরে রান্না-বান্নাও হচ্ছে না পানির জন্য। রাস্তার মধ্যে পানি ওঠায় যানবাহনও চলাচল করতে পারছে না। এমন ভোগান্তি আমরা চাই না।’
ডিবি রোড এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আজকের বৃষ্টিতে শুধু বাসাবাড়ি নয় মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। রাস্তায় পানির জন্য বাসা থেকে বের হওয়াও সম্ভব হচ্ছে না।
বাবুল সরকার বলেন, ‘আমরা কেমন নগরীতে বাস করছি, তা ভেবে পাই না। নিয়মিত ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু সুবিধা কোথায়? ১০ থেকে ১৫ বছর ধরে দেখছি ছায়াবানী হলের সামনে জলাবদ্ধতা। কোনো প্রতিকার নেই।’
অটোরিকশাচালক হোসেন আলী বলেন, এলাকার ড্রেনগুলো প্রতি বছরেই পর্যায়ক্রমে ছোট হচ্ছে। ময়লায় ভরে যাচ্ছে। তদারকি না থাকায় পানি চলাচল করতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
জেলা জনউদ্যোগ-এর আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘আমরা সবাই জানি সিটি করপোরেশনের ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে এবং জলাবদ্ধতা দূর হবে তা বলা মুশকিল। আসলে সিটি করপোরেশন যেভাবে ড্রেন সংস্কারের কাজ করছে তাতে মনে হচ্ছে না যে জলাবদ্ধতা দূর হবে। কাজের মান দেখে মনে হয় পানি জমিয়ে রাখার জন্য তারা তা করছে। বিজ্ঞানসম্মত উপায়ে ড্রেন খনন না হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কোনোভাবেই দূর হবে না।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল খান বলেন, ‘অতিবৃষ্টিতে আমার ওয়ার্ডসহ শহরের প্রায় জায়গায়তেই জলাবদ্ধতা হয়েছে। তবে এই জলাবদ্ধতার পানি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। আমরা নিয়মিত ড্রেন পরিষ্কার করছি। সাধারণ মানুষের যে অভিযোগ জলাবদ্ধতার তা নিরসনে মেয়র বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ পুরো সুফল পাবেন।’
সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বেশি বৃষ্টি হলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে ময়মনসিংহ মহানগরীর বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে পড়েছে পানি। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরীর ডিবি রোড, কৃষ্টপুর, সাবেহ আলী রোড, নাটক ঘরলেন, সানকিপাড়া, গুলকীবাড়ি রোড, চরপাড়া, নয়াপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।
সাধারণ মানুষ ও নাগরিক নেতাদের অভিযোগ, পরিকল্পিতভাবে ড্রেন ও খাল খনন না হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়। তবে সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান উন্নয়নকাজ শেষ হলেই নগরবাসীর ভোগান্তি দূর হবে।
গতকাল ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে মহানগরীর মিন্টু কলেজ থেকে শুরু হয়ে ত্রিশাল বাসস্ট্যান্ড পর্যন্ত জলাবদ্ধতা সৃষ্টি হয়। পুরোহিতপাড়ার বাইলেন রোডে হাঁটুপানি জমে মানুষের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরে ঢুকে পড়ে।
নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের পুরোহিতপাড়ার বাসিন্দা কায়সার মামুন বলেন, ‘পুরোহিতপাড়ার বাইলেনের রাস্তাটি ১৬ এবং ১৭ নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে গেছে। এই এলাকায় ৭০-৮০ হাজার লোকের বাস। সকাল থেকে বৃষ্টির পানি অনেকের ঘরবাড়িতে উঠে ভোগান্তির সৃষ্টি হয়। ঘরে রান্না-বান্নাও হচ্ছে না পানির জন্য। রাস্তার মধ্যে পানি ওঠায় যানবাহনও চলাচল করতে পারছে না। এমন ভোগান্তি আমরা চাই না।’
ডিবি রোড এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আজকের বৃষ্টিতে শুধু বাসাবাড়ি নয় মসজিদ, মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। রাস্তায় পানির জন্য বাসা থেকে বের হওয়াও সম্ভব হচ্ছে না।
বাবুল সরকার বলেন, ‘আমরা কেমন নগরীতে বাস করছি, তা ভেবে পাই না। নিয়মিত ট্যাক্স দিয়ে যাচ্ছি, কিন্তু সুবিধা কোথায়? ১০ থেকে ১৫ বছর ধরে দেখছি ছায়াবানী হলের সামনে জলাবদ্ধতা। কোনো প্রতিকার নেই।’
অটোরিকশাচালক হোসেন আলী বলেন, এলাকার ড্রেনগুলো প্রতি বছরেই পর্যায়ক্রমে ছোট হচ্ছে। ময়লায় ভরে যাচ্ছে। তদারকি না থাকায় পানি চলাচল করতে না পেরে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
জেলা জনউদ্যোগ-এর আহ্বায়ক নজরুল ইসলাম চুন্নু বলেন, ‘আমরা সবাই জানি সিটি করপোরেশনের ড্রেন সংস্কারের কাজ চলমান রয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে এবং জলাবদ্ধতা দূর হবে তা বলা মুশকিল। আসলে সিটি করপোরেশন যেভাবে ড্রেন সংস্কারের কাজ করছে তাতে মনে হচ্ছে না যে জলাবদ্ধতা দূর হবে। কাজের মান দেখে মনে হয় পানি জমিয়ে রাখার জন্য তারা তা করছে। বিজ্ঞানসম্মত উপায়ে ড্রেন খনন না হলে মানুষের দীর্ঘদিনের ভোগান্তি কোনোভাবেই দূর হবে না।’
ময়মনসিংহ সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল খান বলেন, ‘অতিবৃষ্টিতে আমার ওয়ার্ডসহ শহরের প্রায় জায়গায়তেই জলাবদ্ধতা হয়েছে। তবে এই জলাবদ্ধতার পানি খুব বেশিক্ষণ স্থায়ী হয় না। আমরা নিয়মিত ড্রেন পরিষ্কার করছি। সাধারণ মানুষের যে অভিযোগ জলাবদ্ধতার তা নিরসনে মেয়র বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন সেগুলো বাস্তবায়ন হলে সাধারণ মানুষ পুরো সুফল পাবেন।’
সিটি করপোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু বলেন, বেশি বৃষ্টি হলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হয়। সিটি করপোরেশন জলাবদ্ধতা নিরসনে কাজ করে যাচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৬ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৬ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১০ দিন আগে