আবু বকর ছিদ্দিক, চট্টগ্রাম
চট্টগ্রামের ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানা থেকে সার পরিবহনকালে আবারও ভেজাল মেশানোর অভিযোগ পাওয়া গেছে। পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে বগুড়া জেলার বাফার গুদামে পরিবহনের সময় এসব সরকারি সারে ভেজাল মেশানো হয়।
এমন অভিযোগ গতকাল সোমবার বগুড়া বাফার গুদামে নেওয়া ৭ ট্রাক সার জব্দ করা হয়। সেখানে ১০০ টন সার ছিল। এ ঘটনায় ৩ ব্যবস্থাপকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
বগুড়া বাফার গুদামের ইনচার্জ মহাজন মোস্তাফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামের টিএসপি সার কারখানা থেকে বগুড়া বাফার গুদামে টিএসপি সার পরিবহন করে পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমআইচআর করপোরেশন। সাতটি ট্রাকে প্রায় এক শ টন সার আনে তারা। সারগুলো সন্দেহ হলে আমরা লিখিতভাবে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছি।’
চট্টগ্রামের টিএসপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘বগুড়া বাফার গুদামের কিছু ভেজাল সার জব্দের বিষয়টি শোনার পরপরই তিন ব্যবস্থাপকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন টিএসপির (প্রশাসন) ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক রেজাউল করিম ও বিপণন বিভাগের ব্যবস্থাপক আব্দুল আউয়াল। কমিটির সদস্যদের আজ (গতকাল) রাতেই ঘটনাস্থল বগুড়া পৌঁছার কথা রয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সার পরিবহনকাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স এমএইচআর করপোরেশনের মালিক মো. মোয়াজ্জম হোসেন বলেন, ‘পরিবহনকালে ভেজাল মেশানো সম্পর্কে আমার জানা নেই। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে সার পরিবহন ব্যবসা করে আসছি।’
এর আগে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে একই সার কারখানা থেকে ৫ ট্রাকে ৭০ টন সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। কিন্তু পথেই সেই টিএসপি সার পরিবর্তন করে নকল সার যশোর বাফার গুদামে পাঠানো হয়। গুদামে ওই সার খালাসের সময় ট্রাকগুলো জব্দ করা হয়।
যশোর বাফার সার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেন তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানান। পরে ভেজাল সার প্রমাণিত হওয়ায় পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করা হয়। কিন্তু কয়েক মাস না যেতেই আবারও ভেজাল সার মেশানোর অভিযোগ উঠল।
চট্টগ্রামের ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার কারখানা থেকে সার পরিবহনকালে আবারও ভেজাল মেশানোর অভিযোগ পাওয়া গেছে। পতেঙ্গা টিএসপি সার কারখানা থেকে বগুড়া জেলার বাফার গুদামে পরিবহনের সময় এসব সরকারি সারে ভেজাল মেশানো হয়।
এমন অভিযোগ গতকাল সোমবার বগুড়া বাফার গুদামে নেওয়া ৭ ট্রাক সার জব্দ করা হয়। সেখানে ১০০ টন সার ছিল। এ ঘটনায় ৩ ব্যবস্থাপকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়।
বগুড়া বাফার গুদামের ইনচার্জ মহাজন মোস্তাফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রামের টিএসপি সার কারখানা থেকে বগুড়া বাফার গুদামে টিএসপি সার পরিবহন করে পরিবহন ঠিকাদার প্রতিষ্ঠান চট্টগ্রামের দেওয়ান হাটের মেসার্স এমআইচআর করপোরেশন। সাতটি ট্রাকে প্রায় এক শ টন সার আনে তারা। সারগুলো সন্দেহ হলে আমরা লিখিতভাবে চট্টগ্রাম টিএসপি সার কারখানা কর্তৃপক্ষকে জানিয়েছি।’
চট্টগ্রামের টিএসপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান বলেন, ‘বগুড়া বাফার গুদামের কিছু ভেজাল সার জব্দের বিষয়টি শোনার পরপরই তিন ব্যবস্থাপকের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন টিএসপির (প্রশাসন) ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, উৎপাদন বিভাগের ব্যবস্থাপক রেজাউল করিম ও বিপণন বিভাগের ব্যবস্থাপক আব্দুল আউয়াল। কমিটির সদস্যদের আজ (গতকাল) রাতেই ঘটনাস্থল বগুড়া পৌঁছার কথা রয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
সার পরিবহনকাজে নিয়োজিত ঠিকাদার মেসার্স এমএইচআর করপোরেশনের মালিক মো. মোয়াজ্জম হোসেন বলেন, ‘পরিবহনকালে ভেজাল মেশানো সম্পর্কে আমার জানা নেই। দীর্ঘদিন অত্যন্ত সুনামের সঙ্গে সার পরিবহন ব্যবসা করে আসছি।’
এর আগে চলতি বছরের মার্চের প্রথম সপ্তাহে একই সার কারখানা থেকে ৫ ট্রাকে ৭০ টন সার পাঠানো হয় যশোর বাফার গুদামে। কিন্তু পথেই সেই টিএসপি সার পরিবর্তন করে নকল সার যশোর বাফার গুদামে পাঠানো হয়। গুদামে ওই সার খালাসের সময় ট্রাকগুলো জব্দ করা হয়।
যশোর বাফার সার গুদামের ইনচার্জ মো. আখতার হোসেন তাৎক্ষণিক বিষয়টি টিএসপি কর্তৃপক্ষসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের লিখিতভাবে জানান। পরে ভেজাল সার প্রমাণিত হওয়ায় পরিবহন ঠিকাদার মেসার্স সৈয়দ এমকে এন্টারপ্রাইজকে কালো তালিকাভুক্ত করা হয়। কিন্তু কয়েক মাস না যেতেই আবারও ভেজাল সার মেশানোর অভিযোগ উঠল।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে