বিনোদন প্রতিবেদক, ঢাকা
এবার ঈদ উপলক্ষে কোনো টিভি নাটকেই কাজ করেননি অর্চিতা স্পর্শিয়া। ব্যস্ত ছিলেন ওয়েবের কাজে। ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ও সিরিজ। সিনেমার নাম ‘এখানে নোঙর’, আর সিরিজের নাম ‘ওপেন কিচেন’।
‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী রনি। সিনেমাটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার গল্পটা দারুণ। ক্রিটিক্যাল বা কমপ্লিকেটেড কোনো গল্প না। একেবারেই সাধারণ কমার্শিয়াল গল্প। তবে, গল্পে থ্রিলার আছে, যা দর্শককে আটকে রাখবে। সিনেমাটিতে কোনো রকম ফিল্টারিং না করে একেবারে র একটা প্রেজেন্টেশন রাখা হয়েছে।’
শুটিং অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার পরিচালক মেহেদী রনি আমার পুরোনো বন্ধু। তার সঙ্গে এর আগে বড় পর্দার সিনেমা করেছি। সে তখন সিনেমাটোগ্রাফার ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবার তার পরিচালনায় কাজ করলাম। গল্পটি যেমন ভালো, তেমনি সময় নিয়ে খুব যত্নসহকারে কাজটি করেছে নির্মাতা। শুটিং হয়েছে মানিকগঞ্জে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজটি করতে হয়েছে। ইউনিটের সবারই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডায়।’
এ সিনেমায় প্রথমবারের মতো স্পর্শিয়া কাজ করেছেন আদর আজাদের বিপরীতে। আদর প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘আদরের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড। খুব ভালো করেছে।’
অন্যদিকে, বঙ্গতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টয়া, শাওন, তামিম মৃধা, আরশ খান।
সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। পরে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়।’
ওয়েবের কাজে ব্যস্ত থাকার কারণে এবার ঈদের কোনো টেলিভিশন নাটকে কাজ করতে পারেননি স্পর্শিয়া। তিনি বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নাটকের কাজ করা হয়নি। আর আমি এমনিতেই কাজ কম করি, বেছে বেছে পছন্দমতো কাজ করার চেষ্টা করি। মন সায় না দিলে সেই কাজ করি না।’
স্পর্শিয়ার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া কথা চলছে নতুন কয়েকটি কাজ নিয়ে। শিগগিরই সে কাজের ব্যাপারে জানাবেন তিনি।
এবার ঈদ উপলক্ষে কোনো টিভি নাটকেই কাজ করেননি অর্চিতা স্পর্শিয়া। ব্যস্ত ছিলেন ওয়েবের কাজে। ওটিটিতে মুক্তি পেয়েছে তাঁর অভিনীত সিনেমা ও সিরিজ। সিনেমার নাম ‘এখানে নোঙর’, আর সিরিজের নাম ‘ওপেন কিচেন’।
‘এখানে নোঙর’ ওয়েব সিনেমাটির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করছেন মেহেদী রনি। সিনেমাটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার গল্পটা দারুণ। ক্রিটিক্যাল বা কমপ্লিকেটেড কোনো গল্প না। একেবারেই সাধারণ কমার্শিয়াল গল্প। তবে, গল্পে থ্রিলার আছে, যা দর্শককে আটকে রাখবে। সিনেমাটিতে কোনো রকম ফিল্টারিং না করে একেবারে র একটা প্রেজেন্টেশন রাখা হয়েছে।’
শুটিং অভিজ্ঞতা জানিয়ে স্পর্শিয়া বলেন, ‘সিনেমার পরিচালক মেহেদী রনি আমার পুরোনো বন্ধু। তার সঙ্গে এর আগে বড় পর্দার সিনেমা করেছি। সে তখন সিনেমাটোগ্রাফার ছিল। তখন থেকেই তার সঙ্গে আমার ভালো সম্পর্ক। এবার তার পরিচালনায় কাজ করলাম। গল্পটি যেমন ভালো, তেমনি সময় নিয়ে খুব যত্নসহকারে কাজটি করেছে নির্মাতা। শুটিং হয়েছে মানিকগঞ্জে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে কাজটি করতে হয়েছে। ইউনিটের সবারই অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছিল ঠান্ডায়।’
এ সিনেমায় প্রথমবারের মতো স্পর্শিয়া কাজ করেছেন আদর আজাদের বিপরীতে। আদর প্রসঙ্গে স্পর্শিয়া জানান, ‘আদরের সঙ্গে কাজ করতে গিয়ে যেটা মনে হয়েছে, সে কাজের প্রতি খুব ডেডিকেটেড। খুব ভালো করেছে।’
অন্যদিকে, বঙ্গতে মুক্তি পেয়েছে স্পর্শিয়া অভিনীত রোমান্টিক কমেডি ধাঁচের সিরিজ ‘ওপেন কিচেন’। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন টয়া, শাওন, তামিম মৃধা, আরশ খান।
সিরিজটি নিয়ে স্পর্শিয়া বলেন, ‘অনেক দিন পর পুরোনো বন্ধুদের সঙ্গে কাজ করলাম। অনেক আনন্দ নিয়েই কাজ করেছি। গল্পটি তিন বন্ধুকে নিয়ে। পরে তাদের সঙ্গে আরও দুজন যুক্ত হয়।’
ওয়েবের কাজে ব্যস্ত থাকার কারণে এবার ঈদের কোনো টেলিভিশন নাটকে কাজ করতে পারেননি স্পর্শিয়া। তিনি বলেন, ‘এবার ঈদ উপলক্ষে ওয়েবের কাজ নিয়েই ব্যস্ত ছিলাম। তাই নাটকের কাজ করা হয়নি। আর আমি এমনিতেই কাজ কম করি, বেছে বেছে পছন্দমতো কাজ করার চেষ্টা করি। মন সায় না দিলে সেই কাজ করি না।’
স্পর্শিয়ার অভিনীত ‘ফিরে দেখা’ ও ‘ক্ষমা নেই’ সিনেমা দুটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া কথা চলছে নতুন কয়েকটি কাজ নিয়ে। শিগগিরই সে কাজের ব্যাপারে জানাবেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে