চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভাতা দেওয়ার নামে ২০০ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও ভাতার আওতায় আনেননি বলে জানিয়েছেন কয়েকজন।
উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৩ হাজার ৪৩৯ এবং বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতার জন্য ৩ হাজার ৫০৩ জন আবেদন করেছেন। এর মধ্যে ওই ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৫৫৩ ও বিধবা ভাতার জন্য ৩৩৭ জন আবেদন করেছেন।
অনলাইনে ভাতাভোগীদের উন্মুক্ত আবেদনের কথা বলা হলেও গ্রামের সহজ-সরল এ সব মানুষ ছুটছেন ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে। ফলে সুযোগ বুঝে এসব অসহায় মানুষের কাছ থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী অর্থ হাতিয়ে নিচ্ছেন।
বোয়ালিয়া ইউনিয়নের শাহপুর গ্ৰামের সুমিয়ারা খাতুন জানান, অনলাইনে আবেদনের কিছুদিন পর গ্ৰাম পুলিশের মাধ্যমে তাঁকে ডেকে পাঠান উপজেলা সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী শফিকুল ইসলাম। পরে শফিকুল তাঁর কাছ থেকে ২ হাজার টাকা নেন। এই টাকা না দিলে ভাতার কার্ড করা হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁকে। পরে বাড়ির হাঁস বিক্রি করে এই টাকা দেন সুমিয়ারা।
একই গ্রামের গোলবানু বেগমের ছেলে বাহরুল ইসলাম বলেন, ‘মায়ের বয়স্ক ভাতার কার্ডের জন্য হাঁস-মুরগি বিক্রি করে ২ হাজার টাকা শফিকুলকে দিয়েছি। এখন পর্যন্ত কার্ড পাইনি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বোয়ালিয়া ইউনিয়নের সমাজকর্মী মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ সব মিথ্যা। ভাতাভোগী বাছাইয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কারও কাছে টাকা নিইনি।’
জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভাতা কার্ড করে দেওয়ার ক্ষেত্রে সমাজসেবা অফিসের কারও বিরুদ্ধে টাকা নেওয়ার কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, ‘এবার শতভাগ ভাতাভোগী ভাতার আওতায় আসবেন। যাদের এবার নেওয়া হয়নি, তাঁদেরকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাঁরাও ভাতার আওতায় আসবেন। এ ব্যাপারে কাউকে কোনো অর্থ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইউনিয়ন সমাজকর্মী মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে বয়স্ক ও বিধবা ভাতার কার্ড দিতে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভাতা দেওয়ার নামে ২০০ থেকে ২ হাজার টাকা করে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। আবার অনেকের কাছ থেকে টাকা নিয়েও ভাতার আওতায় আনেননি বলে জানিয়েছেন কয়েকজন।
উপজেলার একটি পৌরসভা ও ৮টি ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৩ হাজার ৪৩৯ এবং বিধবা বা স্বামী নিগৃহীতা ভাতার জন্য ৩ হাজার ৫০৩ জন আবেদন করেছেন। এর মধ্যে ওই ইউনিয়নে বয়স্ক ভাতার জন্য ৫৫৩ ও বিধবা ভাতার জন্য ৩৩৭ জন আবেদন করেছেন।
অনলাইনে ভাতাভোগীদের উন্মুক্ত আবেদনের কথা বলা হলেও গ্রামের সহজ-সরল এ সব মানুষ ছুটছেন ইউনিয়ন পরিষদ কার্যালয় ও সমাজসেবা কার্যালয়ে। ফলে সুযোগ বুঝে এসব অসহায় মানুষের কাছ থেকে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কিছু কর্মকর্তা-কর্মচারী অর্থ হাতিয়ে নিচ্ছেন।
বোয়ালিয়া ইউনিয়নের শাহপুর গ্ৰামের সুমিয়ারা খাতুন জানান, অনলাইনে আবেদনের কিছুদিন পর গ্ৰাম পুলিশের মাধ্যমে তাঁকে ডেকে পাঠান উপজেলা সমাজসেবার ইউনিয়ন সমাজকর্মী শফিকুল ইসলাম। পরে শফিকুল তাঁর কাছ থেকে ২ হাজার টাকা নেন। এই টাকা না দিলে ভাতার কার্ড করা হবে না বলে সাফ জানিয়ে দেন তাঁকে। পরে বাড়ির হাঁস বিক্রি করে এই টাকা দেন সুমিয়ারা।
একই গ্রামের গোলবানু বেগমের ছেলে বাহরুল ইসলাম বলেন, ‘মায়ের বয়স্ক ভাতার কার্ডের জন্য হাঁস-মুরগি বিক্রি করে ২ হাজার টাকা শফিকুলকে দিয়েছি। এখন পর্যন্ত কার্ড পাইনি।’
তবে এসব অভিযোগ অস্বীকার করে বোয়ালিয়া ইউনিয়নের সমাজকর্মী মো. শফিকুল ইসলাম বলেন, ‘এ সব মিথ্যা। ভাতাভোগী বাছাইয়ে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমি কারও কাছে টাকা নিইনি।’
জানতে চাইলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ভাতা কার্ড করে দেওয়ার ক্ষেত্রে সমাজসেবা অফিসের কারও বিরুদ্ধে টাকা নেওয়ার কোনো লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
সমাজসেবা কর্মকর্তা আরও বলেন, ‘এবার শতভাগ ভাতাভোগী ভাতার আওতায় আসবেন। যাদের এবার নেওয়া হয়নি, তাঁদেরকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাঁরাও ভাতার আওতায় আসবেন। এ ব্যাপারে কাউকে কোনো অর্থ না দেওয়ার পরামর্শ দেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে