আজকের পত্রিকা ডেস্ক
বছরের প্রথম দিন গতকাল রোববার দেশব্যাপী বই উৎসব হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে বই না পেয়ে খালি হাতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে নতুন বছরের শুরুতে রংপুরে প্রাথমিক ও মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের নতুন সকালে বই হাতে মেতে উঠে শিক্ষার্থীরা। গতকাল রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এ সময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর উপস্থিত ছিলেন।
গাইবান্ধা: গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল গাইবান্ধা শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং সরকারি বালক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
কুড়িগ্রাম: বছরের প্রথম দিনে কুড়িগ্রামে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম।
কালীগঞ্জ (লালমনিরহাট): বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষার্থী বই পায়নি। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণি ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও কারিগরি (ট্রেড) কোনো বই শিক্ষার্থীরা পায়নি।
দিনাজপুর: গতকাল সকালে জিলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আখতার পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম প্রমুখ।
নীলফামারী: নীলফামারীতে বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই পেল শিক্ষার্থীরা। গতকাল সকালে পৃথক স্থানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রাথমিকের ৬৯ দশমিক ৫০ ভাগ এবং মাধ্যমিকে পাঁচ ভাগ বই ঘাটতি রেখে এ উৎসব পালিত হয়।
পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই পাচ্ছে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। গতকাল সকালে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বছরের প্রথম দিন গতকাল রোববার দেশব্যাপী বই উৎসব হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। তবে বই না পেয়ে খালি হাতে বাড়ি ফেরা শিক্ষার্থীদের সংখ্যাও কম নয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: কনকনে শীত আর ঘন কুয়াশাকে উপেক্ষা করে নতুন বছরের শুরুতে রংপুরে প্রাথমিক ও মাধ্যমিকে পড়ুয়া শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে নতুন বই বিতরণ কার্যক্রম শুরু হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন বছরের নতুন সকালে বই হাতে মেতে উঠে শিক্ষার্থীরা। গতকাল রংপুর জিলা স্কুলে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর। এ সময় জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন ও রংপুরের মাধ্যমিক ও উচ্চশিক্ষার পরিচালক আব্দুল মতিন লস্কর উপস্থিত ছিলেন।
গাইবান্ধা: গাইবান্ধায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে। গতকাল গাইবান্ধা শহরের কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্-শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং সরকারি বালক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
কুড়িগ্রাম: বছরের প্রথম দিনে কুড়িগ্রামে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গতকাল বেলা ১১টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বই উৎসবে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল আলম।
কালীগঞ্জ (লালমনিরহাট): বছরের প্রথম দিনে সবার হাতে নতুন বই তুলে দেওয়ার কথা থাকলেও লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় অনেক শিক্ষার্থী বই পায়নি। জানা গেছে, প্রাথমিক পর্যায়ে তৃতীয় ও পঞ্চম শ্রেণি ও মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ শ্রেণি, এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) ও কারিগরি (ট্রেড) কোনো বই শিক্ষার্থীরা পায়নি।
দিনাজপুর: গতকাল সকালে জিলা স্কুল প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বই বিতরণ অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক আখতার পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম প্রমুখ।
নীলফামারী: নীলফামারীতে বছরের প্রথম দিনে বই উৎসবের মধ্য দিয়ে নতুন বই পেল শিক্ষার্থীরা। গতকাল সকালে পৃথক স্থানে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন বই বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। প্রাথমিকের ৬৯ দশমিক ৫০ ভাগ এবং মাধ্যমিকে পাঁচ ভাগ বই ঘাটতি রেখে এ উৎসব পালিত হয়।
পঞ্চগড়: পঞ্চগড়ে নতুন শিক্ষাবর্ষে জেলায় প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনালে ২৩ লাখ ৫১ হাজার নতুন বই পাচ্ছে ২ লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। গতকাল সকালে করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে