বিনোদন প্রতিবেদক, ঢাকা
পয়লা বৈশাখের সর্বজনস্বীকৃত গান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’। পরবর্তী সময়ে ফিডব্যাকের ‘মেলায় যাই রে’ পেয়েছিল বাঁধভাঙা জনপ্রিয়তা। পয়লা বৈশাখে প্রতিবছরই প্রকাশ পায় একগুচ্ছ নতুন গান। এবারও এর ব্যতিক্রম হবে না।
বন্যার মঙ্গলবারতা
বৈশাখ উপলক্ষে আসছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘মঙ্গলবারতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি। সংগীতায়োজনে সৈকত বিশ্বাস। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। বন্যার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী।
পার্থ বড়ুয়ার ‘তুরু রুতু তুরু রু’
পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘তুরু রুতু তুরু রু’। গেয়েছে ব্যান্ড এফ মাইনর। এটি মূলত চৈত্রসংক্রান্তি ও বাংলা নতুন বছরের আগমনে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’ উৎসবকে ঘিরে প্রেমের গান। গানটি প্রকাশিত হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।
সন্দীপনের ‘ও ঢাকি’
সন্দীপন গেয়েছেন ‘ও ঢাকি বাজা রে ঢাক, বছর ঘুরে এল রে পয়লা বৈশাখ’। গান লিখেছেন মনিউল হক মঈন, সুর ও সংগীতে আছেন বিনোদ রায়। গানটি প্রকাশ করেছে সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল।
হাবিবের ‘জমবে মেলা’
প্রথমবারের মতো বৈশাখের গান নিয়ে এসেছেন হাবিব। ‘জমবে মেলা’ নামে তাঁর এ গান ‘গলুই’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে গানটি। ‘জমবে মেলা’ গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জারিন।
গুরু-শিষ্যের নিবেদন
গুরু-শিষ্যের নিবেদন হিসেবে অণিমা রায়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের গানটি সংগীত আয়োজন করেছেন তানভীর তারেক।
আসবে আরও গান
‘এল রে বৈশাখ’ নামে নতুন গান নিয়ে আসছেন দোলা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন, সুরও করেছেন তিনি। সংগীতায়োজনে আদিব কবির। ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ পাবে। বৈশাখ উপলক্ষে প্রকাশিত সাব্বির জামান ও মিমির দ্বৈতকণ্ঠের গান ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’। সংগীতায়োজনে সজীব দাস। লিটন অধিকারী রিন্টুর কথা ও কুমার বিশ্বজিতের সুরে কিশোরের কণ্ঠে প্রকাশ পেল ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের গান। ‘তোমার প্রেমের জন্য’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন শিল্পী সমরজিৎ রায়।
পয়লা বৈশাখের সর্বজনস্বীকৃত গান রবীন্দ্রনাথ ঠাকুরের ‘এসো হে বৈশাখ’। পরবর্তী সময়ে ফিডব্যাকের ‘মেলায় যাই রে’ পেয়েছিল বাঁধভাঙা জনপ্রিয়তা। পয়লা বৈশাখে প্রতিবছরই প্রকাশ পায় একগুচ্ছ নতুন গান। এবারও এর ব্যতিক্রম হবে না।
বন্যার মঙ্গলবারতা
বৈশাখ উপলক্ষে আসছে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে ‘মঙ্গলবারতা’। রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের ‘সকাতরে ঐ কাঁদিছে সকলে’ এবং ইংরেজ কবি জন নিউটনের প্রচলিত ভক্তিগীতি ‘অ্যামেজিং গ্রেস’কে এক করে তৈরি হয়েছে গানটি। সংগীতায়োজনে সৈকত বিশ্বাস। প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন। বন্যার সঙ্গে কণ্ঠ দিয়েছেন স্বপ্নীল সজীবসহ একদল শিল্পী।
পার্থ বড়ুয়ার ‘তুরু রুতু তুরু রু’
পার্থ বড়ুয়ার সংগীতায়োজনে প্রকাশ পাচ্ছে নতুন গান ‘তুরু রুতু তুরু রু’। গেয়েছে ব্যান্ড এফ মাইনর। এটি মূলত চৈত্রসংক্রান্তি ও বাংলা নতুন বছরের আগমনে ত্রিপুরা সম্প্রদায়ের ‘বৈসু’ উৎসবকে ঘিরে প্রেমের গান। গানটি প্রকাশিত হয়েছে ‘আইপিডিসি আমাদের গান’ ইউটিউব চ্যানেলে।
সন্দীপনের ‘ও ঢাকি’
সন্দীপন গেয়েছেন ‘ও ঢাকি বাজা রে ঢাক, বছর ঘুরে এল রে পয়লা বৈশাখ’। গান লিখেছেন মনিউল হক মঈন, সুর ও সংগীতে আছেন বিনোদ রায়। গানটি প্রকাশ করেছে সুরের পিয়াসী এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল।
হাবিবের ‘জমবে মেলা’
প্রথমবারের মতো বৈশাখের গান নিয়ে এসেছেন হাবিব। ‘জমবে মেলা’ নামে তাঁর এ গান ‘গলুই’ সিনেমার জন্য তৈরি করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে মুক্তি পেয়েছে গানটি। ‘জমবে মেলা’ গানে হাবিবের সঙ্গে কণ্ঠ দিয়েছেন জারিন।
গুরু-শিষ্যের নিবেদন
গুরু-শিষ্যের নিবেদন হিসেবে অণিমা রায়ের ইউটিউব চ্যানেলে মুক্তি পেলো রবীন্দ্রনাথের গান ‘চাঁদের হাসির বাঁধ ভেঙেছে’। সাদী মহম্মদ ও অণিমা রায়ের গানটি সংগীত আয়োজন করেছেন তানভীর তারেক।
আসবে আরও গান
‘এল রে বৈশাখ’ নামে নতুন গান নিয়ে আসছেন দোলা। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটি লিখেছেন, সুরও করেছেন তিনি। সংগীতায়োজনে আদিব কবির। ইউটিউবে আরটিভি মিউজিক চ্যানেলে গানটি প্রকাশ পাবে। বৈশাখ উপলক্ষে প্রকাশিত সাব্বির জামান ও মিমির দ্বৈতকণ্ঠের গান ‘হৃদয়ের শুদ্ধতায় বৈশাখ’। সংগীতায়োজনে সজীব দাস। লিটন অধিকারী রিন্টুর কথা ও কুমার বিশ্বজিতের সুরে কিশোরের কণ্ঠে প্রকাশ পেল ‘কান্দে রে ভাই কান্দে’ শিরোনামের গান। ‘তোমার প্রেমের জন্য’ শিরোনামে একটি গান প্রকাশ করছেন শিল্পী সমরজিৎ রায়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে