পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে দুদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যা চলবে আরও কয়েক দিন। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এদিকে, শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারছেন না তাঁরা। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তীব্র শীত উপেক্ষা করে অনেকেই কাজে নামছেন।
গতকাল মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দায় দেখা গেছে বরফগলা ঠান্ডা পানির মধ্যেও পাথর উত্তোলনে নেমেছেন হাজারো শ্রমিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতেই দিনভর পাথর তুলতে পারছেন তাঁরা।
রফিকুল ইসলাম নামে এক পাথর শ্রমিক বলেন, ‘কাজের মধ্যে নামলে আর ঠান্ডা লাগে না। আর পাথর তুলতে না পারলে খাব কি? কিস্তির টাকাও দেব কিভাবে?
গত সোমবার সন্ধ্যার পর তেমনটা কুয়াশা নজরে আসেনি। তবে শেষ রাতে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। কুয়াশা ভেদ করে গতকাল মঙ্গলবার সকাল সাতটার পরই সূর্যের দেখা মেলে। সূর্যের তেজ থাকলেও উত্তরের হিমেল বাতাসে আবহাওয়া ছিল শীতল। অনেককেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
জানা গেছে, এখন পর্যন্ত ২১ হাজার ৬০০ শীতবস্ত্র ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। নগদ টাকায় আরও দুই হাজার কম্বল কেনা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। তবে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যরা দায়িত্ব গ্রহণ না করায় শীতার্তদের মধ্যে বিতরণ শুরু হয়নি। এদিকে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমে চলতি মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে।
পঞ্চগড়ে দুদিন ধরে চলছে মৃদু শৈত্যপ্রবাহ, যা চলবে আরও কয়েক দিন। গতকাল মঙ্গলবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের মধ্যে সর্বনিম্ন। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।
এদিকে, শৈত্যপ্রবাহের কারণে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে তীব্র শীত অনুভূত হওয়ায় কাজে যেতে পারছেন না তাঁরা। পরিবারের সদস্যদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে তীব্র শীত উপেক্ষা করে অনেকেই কাজে নামছেন।
গতকাল মঙ্গলবার সকালে তেঁতুলিয়ার সীমান্ত নদী মহানন্দায় দেখা গেছে বরফগলা ঠান্ডা পানির মধ্যেও পাথর উত্তোলনে নেমেছেন হাজারো শ্রমিক। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের তেজ বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তিতেই দিনভর পাথর তুলতে পারছেন তাঁরা।
রফিকুল ইসলাম নামে এক পাথর শ্রমিক বলেন, ‘কাজের মধ্যে নামলে আর ঠান্ডা লাগে না। আর পাথর তুলতে না পারলে খাব কি? কিস্তির টাকাও দেব কিভাবে?
গত সোমবার সন্ধ্যার পর তেমনটা কুয়াশা নজরে আসেনি। তবে শেষ রাতে মাঝারি ধরনের কুয়াশায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। কুয়াশা ভেদ করে গতকাল মঙ্গলবার সকাল সাতটার পরই সূর্যের দেখা মেলে। সূর্যের তেজ থাকলেও উত্তরের হিমেল বাতাসে আবহাওয়া ছিল শীতল। অনেককেই খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যায়।
জানা গেছে, এখন পর্যন্ত ২১ হাজার ৬০০ শীতবস্ত্র ও নগদ ১০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। নগদ টাকায় আরও দুই হাজার কম্বল কেনা হয়েছে। ইতিমধ্যে ইউনিয়ন পর্যায়ে বিতরণ করা হয়েছে। তবে নবনির্বাচিত চেয়ারম্যান, সদস্যরা দায়িত্ব গ্রহণ না করায় শীতার্তদের মধ্যে বিতরণ শুরু হয়নি। এদিকে বিচ্ছিন্নভাবে কিছু ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠন শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিনে এই তাপমাত্রা আরও কমে চলতি মাসের শেষের দিকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে