মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা সালমা বেগম (৪০) ও তাঁর মেয়ে ফাতিমা আক্তার (৭) মারা গেছেন। গতকাল সোমবার সকালে তাঁদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সালমা বেগম ও ফাতিমা আক্তারের বাড়ি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভাজনা কদমতলা গ্রামে। লঞ্চডুবিতে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে বরিশালে বড় মেয়ের বাসায় বেড়াতে আসার জন্য সদরঘাটের উদ্দেশে রওনা হন সালমা বেগম। সঙ্গে ছিল সাত বছরের মেয়ে ফাতিমা আক্তার। মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সদরঘাটের লঞ্চে না ওঠে ভুলে ওঠে পড়েন নারায়ণগঞ্জের একটি লঞ্চে।
নারায়ণগঞ্জ নৌ টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষার পর এমএল আফসার নামে একটি লঞ্চে ওঠেন তাঁরা। এ সময় একমাত্র নাতি আহাদের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন সালমা। তিনি এ সময় নাতিকে বলেন, ‘নানা মোরা হারাইয়া গেছি। সদরঘাট আইতে দেরি হবে।’ মা ও মেয়ে সেই যে হারিয়ে গেলেন, দুজনেই ফিরলেন লাশ হয়ে।
নিহত সালমা বেগম ও তাঁর স্বামী ইউনুছ খলিফার চার মেয়ে ও এক ছেলে। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁরা মুন্সিগঞ্জে একটি ভাড়া বাসায় থাকতেন। ইউনুছ খলিফা পেশায় একজন কাঠমিস্ত্রি। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি স্বামীর সঙ্গে বরিশালে থাকেন।
সালমার স্বামী ইউনুছ বলেন, ‘রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থেকে মোবাইল ফোনে জানানো হয় আমার স্ত্রী ও মেয়ে লঞ্চডুবিতে মারা গেছেন। স্ত্রী-মেয়ে আমাকে ফালাইয়া চইলা গেল। আমার সব শেষ হয়ে গেল। কত কষ্ট করে ছেলেমেয়েদের হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করাই। আল্লাহ তুমি এ কি করলা!’
মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার নাসির বলেন, ‘লঞ্চডুবিতে মা-মেয়ের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। দুজনের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাজনা গ্রামের পারিবারিক কবরস্থানে মা-মেয়ের মরদেহ দাফন করা হয়েছে।’
শীতলক্ষ্যায় লঞ্চডুবিতে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার বাসিন্দা সালমা বেগম (৪০) ও তাঁর মেয়ে ফাতিমা আক্তার (৭) মারা গেছেন। গতকাল সোমবার সকালে তাঁদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। সালমা বেগম ও ফাতিমা আক্তারের বাড়ি উপজেলার মির্জাগঞ্জ ইউনিয়নের ভাজনা কদমতলা গ্রামে। লঞ্চডুবিতে দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে বরিশালে বড় মেয়ের বাসায় বেড়াতে আসার জন্য সদরঘাটের উদ্দেশে রওনা হন সালমা বেগম। সঙ্গে ছিল সাত বছরের মেয়ে ফাতিমা আক্তার। মুন্সিগঞ্জ লঞ্চঘাট থেকে সদরঘাটের লঞ্চে না ওঠে ভুলে ওঠে পড়েন নারায়ণগঞ্জের একটি লঞ্চে।
নারায়ণগঞ্জ নৌ টার্মিনালে দীর্ঘক্ষণ অপেক্ষার পর এমএল আফসার নামে একটি লঞ্চে ওঠেন তাঁরা। এ সময় একমাত্র নাতি আহাদের সঙ্গে মোবাইল ফোনে কথাও বলেন সালমা। তিনি এ সময় নাতিকে বলেন, ‘নানা মোরা হারাইয়া গেছি। সদরঘাট আইতে দেরি হবে।’ মা ও মেয়ে সেই যে হারিয়ে গেলেন, দুজনেই ফিরলেন লাশ হয়ে।
নিহত সালমা বেগম ও তাঁর স্বামী ইউনুছ খলিফার চার মেয়ে ও এক ছেলে। তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে তাঁরা মুন্সিগঞ্জে একটি ভাড়া বাসায় থাকতেন। ইউনুছ খলিফা পেশায় একজন কাঠমিস্ত্রি। বড় মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তিনি স্বামীর সঙ্গে বরিশালে থাকেন।
সালমার স্বামী ইউনুছ বলেন, ‘রাত ৯টার দিকে নারায়ণগঞ্জ নৌ-পুলিশ থেকে মোবাইল ফোনে জানানো হয় আমার স্ত্রী ও মেয়ে লঞ্চডুবিতে মারা গেছেন। স্ত্রী-মেয়ে আমাকে ফালাইয়া চইলা গেল। আমার সব শেষ হয়ে গেল। কত কষ্ট করে ছেলেমেয়েদের হাফেজি মাদ্রাসায় লেখাপড়া করাই। আল্লাহ তুমি এ কি করলা!’
মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাশার নাসির বলেন, ‘লঞ্চডুবিতে মা-মেয়ের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক। দুজনের অকালমৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভাজনা গ্রামের পারিবারিক কবরস্থানে মা-মেয়ের মরদেহ দাফন করা হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে