সম্পাদকীয়
একটা সময় আমাদের দেশের ভ্রমণপিপাসুরা শীতকালকেই ভ্রমণের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করতেন। ঈদ-পূজা বা অন্যান্য ছুটি-ছাটায় বড়জোর গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় থাকত। আর শীতকালে পর্যটনকেন্দ্রগুলো মুখরিত হতো তাঁদের পদচারণে। তবে বেশ কয়েক বছর ধরে এই চিত্র পাল্টে গেছে। এখন যেকোনো ছুটিতেই সারা বছর দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় জমান সেখানে। ফলে ভ্রমণ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বাৎসরিক আয় যে বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পর্যটকেরা যে তাঁদের ব্যয় অনুয়ায়ী সব সময় সব সুযোগ-সুবিধা বা নিরাপত্তা পান না, সেই অভিযোগও কিন্তু বহুবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চলতি বছরের কয়েক মাস আমাদের পর্যটনকেন্দ্রগুলোতে খরা গেছে। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলন, পাহাড়ে অস্থিরতা এবং বন্যার প্রভাবে প্রায় পর্যটকশূন্য ছিল ভ্রমণপিয়াসিদের কাছে জনপ্রিয় কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। এবার দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনে এই খরা কেটে গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত খবরগুলো থেকে জানা যাচ্ছে, পার্বত্য তিন জেলায় এখনো পর্যন্ত ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা থাকায় চাপ পড়ছে কক্সবাজারের ওপর এবং সিলেটেও ভিড় করেছেন লক্ষাধিক পর্যটক। নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ। পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের ভিড় মানে শুধু তাঁদের অবকাশ যাপন নয়, দেশের অর্থনীতির চাকা চাঙা হওয়ার আলামতও।
কক্সবাজার ও সিলেট—দুই জেলাতেই পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে এবার নিরাপত্তার কমতি নেই বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া না গেলেও খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে বলে জানান কক্সবাজারের এক দর্শনার্থী। এ ব্যাপারে নিশ্চয়ই সব হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ নজর দেবে। তবে পর্যটকদেরও সতর্ক থাকা উচিত, বিশেষ করে সমুদ্রসৈকত এলাকায়। ভাটার সময় লাল পতাকা উড়ালে যে সাগরে জলকেলি করা যায় না, সে ব্যাপারটা জেনেই বেড়াতে যেতে হবে। ভাটার সময় সাগরমুখী টান প্রবল থাকায় লাইফ গার্ডকর্মীরা পর্যটকদের গোসলে নামতে নানাভাবে সতর্ক তো করেই থাকেন, তবু তাঁদের কথা ‘থোড়াই কেয়ার’ করে অনেকে সাগরে নেমে যান গোসল করতে, যা অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনতে পারে।
এবারের ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্টগুলো প্রায় শতভাগ ভাড়া হয়ে গেছে। অতীতের মতো কাউকে থাকার জায়গা না পেয়ে গাড়িতে রাত্রিযাপনের অভিযোগ পাওয়া যায়নি। সে যা-ই হোক, সারা বছর যে পরিমাণ দেশি-বিদেশি পর্যটক এখানকার ভ্রমণকেন্দ্রগুলোতে একটু স্বস্তির নিশ্বাস নিতে আসেন, সেই তুলনায় এই পর্যটনকেন্দ্রগুলোর সংখ্যা যে নেহাত কম, তা কোনো পরিসংখ্যান না করলেও বোঝা যায়।
পর্যটনশিল্পকে প্রসারিত না করে উপায় নেই। তাতে অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ণ ও দৃষ্টিপাত জরুরি। প্রতিবেশী ভারত, ভুটান, মালদ্বীপ যদি সারা বছর বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারে, তাহলে আমরা কেন আমাদের দৃষ্টিনন্দন জায়গাগুলো দিয়ে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে পারি না? তাদের নিরাপত্তা এবং চাওয়া অনুযায়ী সুযোগ-সুবিধা-সেবার ব্যবস্থা করতে পারলেই এই সংখ্যা বৃদ্ধি সম্ভব। সম্ভব বেশি বেশি বৈদেশিক মুদ্রা অর্জনও।
একটা সময় আমাদের দেশের ভ্রমণপিপাসুরা শীতকালকেই ভ্রমণের জন্য উপযুক্ত সময় হিসেবে বিবেচনা করতেন। ঈদ-পূজা বা অন্যান্য ছুটি-ছাটায় বড়জোর গ্রামের বাড়ি যাওয়ার তোড়জোড় থাকত। আর শীতকালে পর্যটনকেন্দ্রগুলো মুখরিত হতো তাঁদের পদচারণে। তবে বেশ কয়েক বছর ধরে এই চিত্র পাল্টে গেছে। এখন যেকোনো ছুটিতেই সারা বছর দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় জমান সেখানে। ফলে ভ্রমণ-সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বাৎসরিক আয় যে বেড়েছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু পর্যটকেরা যে তাঁদের ব্যয় অনুয়ায়ী সব সময় সব সুযোগ-সুবিধা বা নিরাপত্তা পান না, সেই অভিযোগও কিন্তু বহুবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
চলতি বছরের কয়েক মাস আমাদের পর্যটনকেন্দ্রগুলোতে খরা গেছে। বিশেষ করে জুলাই-আগস্টের আন্দোলন, পাহাড়ে অস্থিরতা এবং বন্যার প্রভাবে প্রায় পর্যটকশূন্য ছিল ভ্রমণপিয়াসিদের কাছে জনপ্রিয় কক্সবাজার, সিলেট ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলো। এবার দুর্গাপূজার ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনে এই খরা কেটে গেছে। আজকের পত্রিকায় প্রকাশিত খবরগুলো থেকে জানা যাচ্ছে, পার্বত্য তিন জেলায় এখনো পর্যন্ত ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা থাকায় চাপ পড়ছে কক্সবাজারের ওপর এবং সিলেটেও ভিড় করেছেন লক্ষাধিক পর্যটক। নিঃসন্দেহে এটি আনন্দের সংবাদ। পর্যটনকেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের ভিড় মানে শুধু তাঁদের অবকাশ যাপন নয়, দেশের অর্থনীতির চাকা চাঙা হওয়ার আলামতও।
কক্সবাজার ও সিলেট—দুই জেলাতেই পর্যটকদের উপচে পড়া ভিড় সামলাতে এবার নিরাপত্তার কমতি নেই বলেই মনে হচ্ছে। এখন পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া না গেলেও খাওয়া-দাওয়ার অসুবিধা হচ্ছে বলে জানান কক্সবাজারের এক দর্শনার্থী। এ ব্যাপারে নিশ্চয়ই সব হোটেল ও রেস্তোরাঁ কর্তৃপক্ষ নজর দেবে। তবে পর্যটকদেরও সতর্ক থাকা উচিত, বিশেষ করে সমুদ্রসৈকত এলাকায়। ভাটার সময় লাল পতাকা উড়ালে যে সাগরে জলকেলি করা যায় না, সে ব্যাপারটা জেনেই বেড়াতে যেতে হবে। ভাটার সময় সাগরমুখী টান প্রবল থাকায় লাইফ গার্ডকর্মীরা পর্যটকদের গোসলে নামতে নানাভাবে সতর্ক তো করেই থাকেন, তবু তাঁদের কথা ‘থোড়াই কেয়ার’ করে অনেকে সাগরে নেমে যান গোসল করতে, যা অনাকাঙ্ক্ষিত বিপদ ডেকে আনতে পারে।
এবারের ছুটিতে হোটেল, মোটেল, রিসোর্টগুলো প্রায় শতভাগ ভাড়া হয়ে গেছে। অতীতের মতো কাউকে থাকার জায়গা না পেয়ে গাড়িতে রাত্রিযাপনের অভিযোগ পাওয়া যায়নি। সে যা-ই হোক, সারা বছর যে পরিমাণ দেশি-বিদেশি পর্যটক এখানকার ভ্রমণকেন্দ্রগুলোতে একটু স্বস্তির নিশ্বাস নিতে আসেন, সেই তুলনায় এই পর্যটনকেন্দ্রগুলোর সংখ্যা যে নেহাত কম, তা কোনো পরিসংখ্যান না করলেও বোঝা যায়।
পর্যটনশিল্পকে প্রসারিত না করে উপায় নেই। তাতে অবশ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্ণ ও দৃষ্টিপাত জরুরি। প্রতিবেশী ভারত, ভুটান, মালদ্বীপ যদি সারা বছর বিদেশি পর্যটক আকৃষ্ট করতে পারে, তাহলে আমরা কেন আমাদের দৃষ্টিনন্দন জায়গাগুলো দিয়ে বিদেশি পর্যটকের সংখ্যা বাড়াতে পারি না? তাদের নিরাপত্তা এবং চাওয়া অনুযায়ী সুযোগ-সুবিধা-সেবার ব্যবস্থা করতে পারলেই এই সংখ্যা বৃদ্ধি সম্ভব। সম্ভব বেশি বেশি বৈদেশিক মুদ্রা অর্জনও।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে