ঠিকাদারি নিয়ে বিরোধে হত্যা, গ্রেপ্তার নেই

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২২, ০৬: ২১

কোরবানির জন্য কেনা হয়েছিল পশু; ভাই মাহবুবের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে যাওয়ার জন্য বানিয়েছিলেন একই রঙের পাঞ্জাবিও। কিন্তু সেই পাঞ্জাবি পরে আর নামাজে যাওয়া হয়নি। পশুও কোরবানি দেওয়া হয়নি। তার আগেই দুর্বৃত্তরা কেড়ে নিল সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের প্রাণ।

৩ জুলাই রাত ৯টার পর কুষ্টিয়া শহরের বাবর আলী গেট এলাকা থেকে নিখোঁজ হন রুবেল। পরে ৬ জুলাই বেলা দেড়টার দিকে কুমারখালীর গড়াই নদ থেকে ভাসমান অবস্থায় রুবেলের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। রুবেল হত্যাকাণ্ডের ১০ দিন পার হলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে যে বাড়িতে ১০ জুলাই থেকে ঈদের আনন্দ বিরাজ করার কথা, সেই বাড়িতে এখন শোকের মাতম। জানা গেছে, রুবেল ছিলেন পরিবারের অন্যতম প্রধান উপার্জনকারী। তাঁর বাবা মারা যাওয়ার পর রুবেল হাল ধরেন ওই সংসারের। হাসি-খুশি মানুষ হওয়ার কারণে পরিবারের মধ্যমণিও ছিলেন রুবেল। তাঁর এ করুণ মৃত্যু পরিবারের সদস্যসহ জেলার সাংবাদিকদের হতভম্ব করে দিয়েছে। রুবেল নিখোঁজ হওয়া ও তাঁর লাশ উদ্ধারের পর থেকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে তার পরিবার।

এদিকে লাশ উদ্ধারের ১০ দিন পরও সাংবাদিক রুবেলের কোনো ঘাতক এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। পুলিশ বলছে, অগ্রগতি আছে। আর সাংবাদিক নেতারা বলছেন, পুলিশ ব্যর্থ, এ নিয়ে নাটক তৈরি হচ্ছে।

রুবেলের স্বজনদের দাবি, রুবেল ব্যক্তিগত সমস্যার কথা তাদের না জানালেও ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে কিছু প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে তার খারাপ সম্পর্ক চলছিল। এ ছাড়া একটি ঠিকাদারি সিন্ডিকেটের বিভিন্ন কাজের খোঁজখবর নিচ্ছিলেন সাংবাদিক রুবেল। পরিবারের সদস্যদের মাধ্যমে আরও জানা যায়, একটি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার জন্য লবিং করছিলেন রুবেল। এ জন্য তিনি বেশ কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিলেন।

জানতে চাইলে রুবেলের একমাত্র চাচা এবং রুবেল হত্যা মামলার বাদী মিজানুর রহমান বলেন, আমরা হতাশ, সেই সঙ্গে পরিবারের সবাই এখন চরম আতঙ্কের মধ্যে বাস করছি।

রুবেলের ভাই মাহবুব বলেন, আমার ভাই চলে গেছে, কিন্তু তাকে যারা হত্যা করেছে, তাদের এখনো ধরতে পারেনি পুলিশ। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। ভাই নিখোঁজ হওয়ার পর পুলিশকে জানিয়েছিলাম। সে সময় পুলিশ যদি ভালোভাবে কাজ করত, তাহলে হয়তো আমার ভাইকে জীবিত ফেরত পেতাম।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত