নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শিক্ষার্থীদের দাবির মুখেকরে জারি করা সরকারি প্রজ্ঞাপন শুভংকরের ফাঁকি রয়েছে। কারণ, শুধু মহানগর এলাকায় সিটি সার্ভিস হিসেবে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে বলে জানানো হয়েছে।
দেশের ১২টি সিটি করপোরেশন এলাকাকে মেট্রো এলাকা হিসেবে ধরা হয়। এগুলোর মধ্যে ঢাকায় দুটি সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম সিটিতে সিটি সার্ভিস হিসেবে বাস চলে। এ ছাড়া সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সিলেট মহানগরে সিটি সার্ভিস নামে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করে। খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ মহানগরে সিটি সার্ভিস বলে কিছু নেই। সিটি সার্ভিস না থাকায় এই মহানগরের ওপর দিয়ে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা চাইলেই হাফ ভাড়া দিতে পারবে না। গত ২৮ নভেম্বর থেকে সারা দেশে বিআরটিসির বাসে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারছে শিক্ষার্থীরা।
এদিকে বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারির পর ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের রাস্তার নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে অনশন কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপনে খুশি নন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) চলাচলের ক্ষেত্রে পাঁচটি শর্তে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, যেসব মেট্রোপলিটন এলাকায় সিটি সার্ভিস আছে সেসব বাসেই শুধু হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মেট্রোপলিটন এলাকার বাইরে অন্য কোথাও শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না।
মেট্রোপলিটন এলাকার সিটি সার্ভিসে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া দেওয়া যাবে না। ভ্রমণের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে মেট্রো এলাকায় হাফ ভাড়া কার্যকর ধরা হয়েছে।
সড়ক আন্দোলনে যুক্ত থাকা প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদি দীপ্ত গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সারা দেশের বেসরকারি বাসে হাফ ভাড়া দাবি করেছিলাম। সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করবে।’ সড়ক আন্দোলনে যুক্ত থাকা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমাদের দাবি ছিল দেশের সব উপজেলা, জেলা শহর থেকে শুরু করে সব গণপরিবহনে কোনো শর্ত ছাড়া হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সরকার শুধু সিটি সার্ভিসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে। দাবি আদায়ে আমরা সরকারকে ২০ দিন সময় দিয়েছিলাম। দাবি আদায় না হওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে ফের রাস্তায় নামব।’
সরকারের এই প্রজ্ঞাপনে খুশি নন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ছাত্ররা সরকারি-বেসরকারি সব বাসে সব সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করেছে। সরকারের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের পুরো দাবি মানা হয়নি। তাই শিক্ষার্থীরা এখন এটা মেনে নেবে কিনা সেটি তাদের বিষয়। তবে সরকারের এ সিদ্ধান্ত আমার খুব একটা ভালো লাগেনি।
সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, যেখানে সিটি সার্ভিস আছে সেখানে গত ১১ ডিসেম্বর থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সিটি সার্ভিসের বাসে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পুরোপুরি বাস্তবায়ন করা হবে। সরকারের নির্দেশনা বাস মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আন্তজেলা বাসেও হাফ ভাড়া কার্যকর করা উচিত, নইলে শিক্ষার্থীরা এর সুফল পাবে না। এসব বিষয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা এ সম্পর্কে বাস্তব জ্ঞান রাখেন না। আমাদের দাবি, সারা দেশের বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
দেশের সব মহানগরে সিটি সার্ভিস চালু না থাকায় সেখানকার বেসরকারি বাসে শিক্ষার্থীরা কীভাবে হাফ ভাড়া দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারকে। জবাবে তিনি বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী যেখানে সিটি সার্ভিস আছে সেখানকার বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। দেশের যেসব এলাকায় এখন সিটি সার্ভিস নেই, কিন্তু ভবিষ্যতে সব জায়গায় চালু হতেও পারে। সেই কথা মাথায় রেখেই সারা দেশের মেট্রো এলাকায় চলাচলকারী বাসে হাফ ভাড়া কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন তো আর প্রজ্ঞাপন দেওয়া যাবে না।’
শিক্ষার্থীদের দাবির মুখেকরে জারি করা সরকারি প্রজ্ঞাপন শুভংকরের ফাঁকি রয়েছে। কারণ, শুধু মহানগর এলাকায় সিটি সার্ভিস হিসেবে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে বলে জানানো হয়েছে।
দেশের ১২টি সিটি করপোরেশন এলাকাকে মেট্রো এলাকা হিসেবে ধরা হয়। এগুলোর মধ্যে ঢাকায় দুটি সিটি করপোরেশনের বাইরে চট্টগ্রাম সিটিতে সিটি সার্ভিস হিসেবে বাস চলে। এ ছাড়া সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় সিলেট মহানগরে সিটি সার্ভিস নামে হাতে গোনা কয়েকটি বাস চলাচল করে। খুলনা, রাজশাহী, রংপুর, বরিশাল, কুমিল্লা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ মহানগরে সিটি সার্ভিস বলে কিছু নেই। সিটি সার্ভিস না থাকায় এই মহানগরের ওপর দিয়ে যেসব বেসরকারি বাস চলাচল করে, সেগুলোতে শিক্ষার্থীরা চাইলেই হাফ ভাড়া দিতে পারবে না। গত ২৮ নভেম্বর থেকে সারা দেশে বিআরটিসির বাসে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারছে শিক্ষার্থীরা।
এদিকে বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারির পর ক্ষোভ প্রকাশ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ফের রাস্তার নামার প্রস্তুতি নিচ্ছে। আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে অনশন কর্মসূচির ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশ। নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও বেসরকারি বাসে হাফ ভাড়ার প্রজ্ঞাপনে খুশি নন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইনের ক্ষমতাবলে সরকার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে দেশের সকল মহানগরে (মেট্রো এলাকায়) চলাচলরত বেসরকারি বাসে (সিটি সার্ভিসে) চলাচলের ক্ষেত্রে পাঁচটি শর্তে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, যেসব মেট্রোপলিটন এলাকায় সিটি সার্ভিস আছে সেসব বাসেই শুধু হাফ ভাড়া দেওয়ার সুযোগ পাবে শিক্ষার্থীরা। মেট্রোপলিটন এলাকার বাইরে অন্য কোথাও শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবে না।
মেট্রোপলিটন এলাকার সিটি সার্ভিসে শিক্ষার্থীরা সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত চলাচলে হাফ ভাড়া দিতে পারবে। শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে এবং দূরপাল্লার বাসে হাফ ভাড়া দেওয়া যাবে না। ভ্রমণের সময় ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে। গত ১ ডিসেম্বর থেকে মেট্রো এলাকায় হাফ ভাড়া কার্যকর ধরা হয়েছে।
সড়ক আন্দোলনে যুক্ত থাকা প্রাইমেশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী আবদুল্লাহ মেহেদি দীপ্ত গতকাল রাতে আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা সারা দেশের বেসরকারি বাসে হাফ ভাড়া দাবি করেছিলাম। সেই দাবি পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তাই আগামী ১৫ ডিসেম্বর সচিবালয়ের সামনে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি পালন করবে।’ সড়ক আন্দোলনে যুক্ত থাকা খিলগাঁও মডেল কলেজের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, ‘আমাদের দাবি ছিল দেশের সব উপজেলা, জেলা শহর থেকে শুরু করে সব গণপরিবহনে কোনো শর্ত ছাড়া হাফ ভাড়া নিশ্চিত করতে হবে। সরকার শুধু সিটি সার্ভিসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করে প্রজ্ঞাপন জারি করেছে। দাবি আদায়ে আমরা সরকারকে ২০ দিন সময় দিয়েছিলাম। দাবি আদায় না হওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে ফের রাস্তায় নামব।’
সরকারের এই প্রজ্ঞাপনে খুশি নন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গতকাল রাতে আজকের পত্রিকাকে তিনি বলেন, ছাত্ররা সরকারি-বেসরকারি সব বাসে সব সময় হাফ ভাড়ার দাবিতে আন্দোলন করেছে। সরকারের প্রজ্ঞাপনে শিক্ষার্থীদের পুরো দাবি মানা হয়নি। তাই শিক্ষার্থীরা এখন এটা মেনে নেবে কিনা সেটি তাদের বিষয়। তবে সরকারের এ সিদ্ধান্ত আমার খুব একটা ভালো লাগেনি।
সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, যেখানে সিটি সার্ভিস আছে সেখানে গত ১১ ডিসেম্বর থেকে বাসে হাফ ভাড়া কার্যকর হয়েছে। সরকারের নির্দেশনা মেনে সিটি সার্ভিসের বাসে মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া পুরোপুরি বাস্তবায়ন করা হবে। সরকারের নির্দেশনা বাস মালিকদের জানিয়ে দেওয়া হয়েছে।
যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, আন্তজেলা বাসেও হাফ ভাড়া কার্যকর করা উচিত, নইলে শিক্ষার্থীরা এর সুফল পাবে না। এসব বিষয়ে যারা সিদ্ধান্ত নিচ্ছেন তাঁরা এ সম্পর্কে বাস্তব জ্ঞান রাখেন না। আমাদের দাবি, সারা দেশের বেসরকারি বাসে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর করতে হবে।
দেশের সব মহানগরে সিটি সার্ভিস চালু না থাকায় সেখানকার বেসরকারি বাসে শিক্ষার্থীরা কীভাবে হাফ ভাড়া দেবে, এমন প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদারকে। জবাবে তিনি বলেন, ‘প্রজ্ঞাপন অনুযায়ী যেখানে সিটি সার্ভিস আছে সেখানকার বাসে ছাত্রদের হাফ ভাড়া কার্যকর হবে। দেশের যেসব এলাকায় এখন সিটি সার্ভিস নেই, কিন্তু ভবিষ্যতে সব জায়গায় চালু হতেও পারে। সেই কথা মাথায় রেখেই সারা দেশের মেট্রো এলাকায় চলাচলকারী বাসে হাফ ভাড়া কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিদিন তো আর প্রজ্ঞাপন দেওয়া যাবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে