আজকের পত্রিকা ডেস্ক
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে এই কর্মসূচি পালিত হয়। নেত্রকোনা ও শেরপুরে গণ অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে হলেও জামালপুরে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।
জামালপুর: জামালপুরে গতকাল গণ অনশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সকাল ৯টায় জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বিএনপি। পরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে অনশন করে বিএনপির নেতা-কর্মীরা।
সারা দেশে বিএনপির অনশন কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি গত শুক্রবার রেলওয়ে স্টেশন চত্বরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচির আহ্বান করে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, রাতেই পুলিশ রেলওয়ে স্টেশনে বিএনপির এই কর্মসূচি পালন না করতে বলেছিল। পুলিশের বাঁধায় বিএনপির নেতা-কর্মীরা শহরের স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হয়। পুলিশ রাস্তা বন্ধ করে গণ অনশনে বাঁধা দেয়। জনদুর্ভোগ হবে এ কারণে রাস্তায় কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ। পরে দলীয় কার্যালয়ের ভেতরে বেলা ১১টায় গণ অনশন কর্মসূচি পালন করে। গণ অনশনে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির নেতা শহীদুল হক খান দুলাল, অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
নেত্রকোনা : নেত্রকোনায় গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বজলুর রহমান পাঠান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণি, সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকিকুর রেজা খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
শেরপুর : শেরপুরে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ অনশন কর্মসূচি পালিত হয়।
গণ অনশনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী, বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল চৌধুরী, মো. হাতেম আলী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে জামালপুর, নেত্রকোনা ও শেরপুরে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে এই কর্মসূচি পালিত হয়। নেত্রকোনা ও শেরপুরে গণ অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে হলেও জামালপুরে কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। খবর আজকের পত্রিকার প্রতিনিধিদের পাঠানো।
জামালপুর: জামালপুরে গতকাল গণ অনশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। সকাল ৯টায় জামালপুর রেলওয়ে স্টেশন চত্বরে এই অনশন কর্মসূচি ঘোষণা করেছিল জেলা বিএনপি। পরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে সামনে নেতা-কর্মীরা অবস্থান নিলে পুলিশ বাঁধা দেয়। পরে দলীয় কার্যালয়ে অনশন করে বিএনপির নেতা-কর্মীরা।
সারা দেশে বিএনপির অনশন কর্মসূচির অংশ হিসেবে জামালপুর জেলা বিএনপি গত শুক্রবার রেলওয়ে স্টেশন চত্বরে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে গণ অনশন কর্মসূচির আহ্বান করে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, রাতেই পুলিশ রেলওয়ে স্টেশনে বিএনপির এই কর্মসূচি পালন না করতে বলেছিল। পুলিশের বাঁধায় বিএনপির নেতা-কর্মীরা শহরের স্টেশন বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনের রাস্তায় জড়ো হয়। পুলিশ রাস্তা বন্ধ করে গণ অনশনে বাঁধা দেয়। জনদুর্ভোগ হবে এ কারণে রাস্তায় কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন পুলিশ। পরে দলীয় কার্যালয়ের ভেতরে বেলা ১১টায় গণ অনশন কর্মসূচি পালন করে। গণ অনশনে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপির নেতা শহীদুল হক খান দুলাল, অ্যাডভোকেট ফজলুল হক, সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
নেত্রকোনা : নেত্রকোনায় গণ অনশন কর্মসূচি পালন করেছে বিএনপির নেতা-কর্মীরা। গতকাল শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করে জেলা বিএনপি।
এতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জেলা বিএনপির সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ড. আরিফা জেসমিন নাহিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু, বজলুর রহমান পাঠান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জিয়া উদ্দিন খান জিয়া, জেলা যুবদলের সভাপতি মশিউর রহমান মশু, সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রণি, সম্পাদক সাহাব উদ্দিন রিপন, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলাইমান হাসান রুবেল, সম্পাদক অ্যাডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মো. আকিকুর রেজা খোকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু, সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
শেরপুর : শেরপুরে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টায় শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ অনশন কর্মসূচি পালিত হয়।
গণ অনশনে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ মো. মাহমুদুল হক রুবেল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হজরত আলী, বিএনপি নেতা মো. আব্দুল আউয়াল চৌধুরী, মো. হাতেম আলী, প্রভাষক মামুনুর রশিদ পলাশ, অ্যাডভোকেট ছামিউল ইসলাম আতাহার, অ্যাডভোকেট এম কে মুরাদুজ্জামানসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
১৪ ঘণ্টা আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
১৪ ঘণ্টা আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
১৪ ঘণ্টা আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
১৫ ঘণ্টা আগে