সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা ও রাজেশ গৌড়, দুর্গাপুর
ভারতীয় সীমান্তঘেঁষা উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা কয়লা-পাথরসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ কারণে লাভজনক ব্যবসার ভাগাভাগি নিয়ে এ দুই উপজেলার নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যান। জাতীয় নির্বাচনের আগে তা আরও প্রকট হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগেই দুর্গাপুর ও কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসনে স্পষ্ট হতে শুরু করেছে বিভক্তি। মনোনয়ন পাওয়া নিয়ে তোড়জোড়টা আওয়ামী লীগেই বেশি। এমনকি বিদ্রোহী হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাকি দলগুলোর ভরসা একক প্রার্থীর ওপরই।
এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের মানু মজুমদার। সম্প্রতি গঠিত দুই উপজেলার কমিটিতে কাছের লোকজনকে পদে বসিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। এ ছাড়া তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তবে তাঁকে টপকে মনোনয়ন নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন প্রায় হাফ ডজন নেতা। তাঁদের মধ্যে তোড়জোড় বেশি দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও তাঁর ভাই শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। বাবা প্রয়াত এমপি জালাল উদ্দিন তালুকদারের জনপ্রিয়তা কাজে লাগিয়ে আসন দখলে নিতে চান এই দুজন।
এ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী, ছবি বিশ্বাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আখির এবং লন্ডন যুবলীগের নেতা ব্যারিস্টার শাহ মোহসীন নৌকার মনোনয়ন পেতে চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে। দলের হাইকমান্ডসহ এলাকার মানুষের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছেন তাঁরা।
এ আসনে বিএনপির একক প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন চাইবেন গোলাম রব্বানি। ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শেষ সময়ে বিএনপিতে যোগদান করেন। গত বছরের শুরুতে তিনি আবার জাপাতে যোগ দেন।
২০১৪ সালে নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করে দ্বিতীয় হয়েছিলেন জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। এবার তিনি দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে লড়বেন কি না, তা জানা যায়নি। তবে একাধিক নেতা-কর্মী বলছেন, এবার বিদ্রোহী প্রার্থী হতে পারে দল থেকে। তবে সেটি রুয়েল কি না, তা তাঁরা জানেন না।
ঝুমা তালুকদার বলেন, ‘বাবা জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবা করে যাচ্ছি। আগেও নৌকার মনোনয়ন চেয়েছি, পাইনি। তবে জনগণ চায় আমি যেন সংসদ সদস্য হয়ে মানুষের কল্যাণে কাজ করি, এলাকার উন্নয়ন করি।’
শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মানু মজুমদারের মনোনয়ন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে মনোনয়ন পেতে তাঁর আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি ছবি বিশ্বাস। তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠে আন্দোলন চালিয়ে গেলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কার্যক্রম। ভেতরে-ভেতরে দলের নেতা-কর্মীরা বেশ তৎপর। অন্য যেকোনো সময়ের চেয়ে এবার দলের নেতা-কর্মীরা বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক কর্মসূচিতেই এ চিত্র স্পষ্ট। এ আসনে বিএনপির একক প্রার্থী কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ঢাকা থেকেও এলাকার দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর রাখছেন নিয়মিত। মামলা-মোকদ্দমায় পাশে থাকছেন। আপাতত দলটির নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি দেখা না গেলেও সভা-সমাবেশে সমর্থক বাড়াতে তৎপর দলটি।
মাঠের পরিস্থিতি বলছে, আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের প্রতিবাদে সবাই ধানের শীষে ভোট দেবে—এটা নিশ্চিত।’
ভারতীয় সীমান্তঘেঁষা উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দা কয়লা-পাথরসহ নানা প্রাকৃতিক সম্পদে ভরপুর। এ কারণে লাভজনক ব্যবসার ভাগাভাগি নিয়ে এ দুই উপজেলার নেতারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে যান। জাতীয় নির্বাচনের আগে তা আরও প্রকট হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর আগেই দুর্গাপুর ও কলমাকান্দা নিয়ে গঠিত নেত্রকোনা-১ আসনে স্পষ্ট হতে শুরু করেছে বিভক্তি। মনোনয়ন পাওয়া নিয়ে তোড়জোড়টা আওয়ামী লীগেই বেশি। এমনকি বিদ্রোহী হওয়ার সম্ভাবনাও রয়েছে। বাকি দলগুলোর ভরসা একক প্রার্থীর ওপরই।
এই আসনের বর্তমান এমপি আওয়ামী লীগের মানু মজুমদার। সম্প্রতি গঠিত দুই উপজেলার কমিটিতে কাছের লোকজনকে পদে বসিয়ে নিজের অবস্থান শক্ত করেছেন তিনি। এ ছাড়া তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করে নিজের অবস্থান দৃঢ় করেছেন। তবে তাঁকে টপকে মনোনয়ন নিতে ব্যাপক তৎপরতা শুরু করেছেন প্রায় হাফ ডজন নেতা। তাঁদের মধ্যে তোড়জোড় বেশি দুর্গাপুরের উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার ও তাঁর ভাই শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। বাবা প্রয়াত এমপি জালাল উদ্দিন তালুকদারের জনপ্রিয়তা কাজে লাগিয়ে আসন দখলে নিতে চান এই দুজন।
এ আসনের সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী, ছবি বিশ্বাস, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কেন্দ্রীয় যুবলীগের সদস্য রোটারিয়ান আতাউর রহমান খান আখির এবং লন্ডন যুবলীগের নেতা ব্যারিস্টার শাহ মোহসীন নৌকার মনোনয়ন পেতে চেষ্টা করে যাচ্ছেন বলে জানা গেছে। দলের হাইকমান্ডসহ এলাকার মানুষের সঙ্গেও নিবিড় যোগাযোগ রাখছেন তাঁরা।
এ আসনে বিএনপির একক প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন চাইবেন গোলাম রব্বানি। ১৯৮৮ সালের নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নেত্রকোনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের শেষ সময়ে বিএনপিতে যোগদান করেন। গত বছরের শুরুতে তিনি আবার জাপাতে যোগ দেন।
২০১৪ সালে নৌকার টিকিট না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে সংসদ নির্বাচন করে দ্বিতীয় হয়েছিলেন জালাল উদ্দিন তালুকদারের ছেলে শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল। এবার তিনি দলীয় মনোনয়ন না পেলে নির্বাচনে লড়বেন কি না, তা জানা যায়নি। তবে একাধিক নেতা-কর্মী বলছেন, এবার বিদ্রোহী প্রার্থী হতে পারে দল থেকে। তবে সেটি রুয়েল কি না, তা তাঁরা জানেন না।
ঝুমা তালুকদার বলেন, ‘বাবা জনপ্রিয় জনপ্রতিনিধি ছিলেন। বাবার আদর্শে অনুপ্রাণিত হয়ে জনসেবা করে যাচ্ছি। আগেও নৌকার মনোনয়ন চেয়েছি, পাইনি। তবে জনগণ চায় আমি যেন সংসদ সদস্য হয়ে মানুষের কল্যাণে কাজ করি, এলাকার উন্নয়ন করি।’
শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী মানু মজুমদারের মনোনয়ন প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে মনোনয়ন পেতে তাঁর আরেক শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি ছবি বিশ্বাস। তিনি এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ এবং প্রার্থী হিসেবে গণসংযোগ করছেন।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মাঠে আন্দোলন চালিয়ে গেলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কার্যক্রম। ভেতরে-ভেতরে দলের নেতা-কর্মীরা বেশ তৎপর। অন্য যেকোনো সময়ের চেয়ে এবার দলের নেতা-কর্মীরা বেশ আত্মবিশ্বাসী। সাম্প্রতিক কর্মসূচিতেই এ চিত্র স্পষ্ট। এ আসনে বিএনপির একক প্রার্থী কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। ঢাকা থেকেও এলাকার দলীয় নেতা-কর্মীদের খোঁজখবর রাখছেন নিয়মিত। মামলা-মোকদ্দমায় পাশে থাকছেন। আপাতত দলটির নির্বাচনকেন্দ্রিক কর্মসূচি দেখা না গেলেও সভা-সমাবেশে সমর্থক বাড়াতে তৎপর দলটি।
মাঠের পরিস্থিতি বলছে, আগামী নির্বাচনে বিএনপি অংশ নিলে লড়াই হবে হাড্ডাহাড্ডি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের প্রতিবাদে সবাই ধানের শীষে ভোট দেবে—এটা নিশ্চিত।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে