নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানী ঢাকার বাজারে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজ, আদা, আলু, ময়দা, পাম তেলসহ কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে। তবে কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা কমছে। পরিবহনব্যয় বাড়ায় বাজারে কয়েকটি পণ্যের দাম একটু চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রাজধানীর পুরান ঢাকার আজিমপুর এলাকার টং দোকানে আলু বিক্রি হয়েছে কেজিতে ২৮-৩০ টাকায়। নিউমার্কেটে ২৫-২৬ টাকায়। আর কারওয়ান বাজারে তা ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারভেদে দামের বিপুল ব্যবধান থাকলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বলে মনে করছেন ভোক্তারা।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই-তিন দিনের ব্যবধানে পাইকারি ও ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ভাড়া বাড়ায় ও মজুত করে রাখার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। তবে দেশে পেঁয়াজের ঘাটতি নেই। বিশেষ করে দেশের মোকামগুলোতে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তাঁরা পাল্লায় ৫ কেজি আলু ৮৫-৯০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে অতিরিক্ত বেশি দাম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পাবনার সুজানগর এলাকার পেঁয়াজচাষি মামুনুর রহমান জানান, তিনি এ বছর দুই হাজার মণ পেঁয়াজ মজুত করেছিলেন। পচনশীল পণ্য হওয়ায় মৌসুমের শেষের দিকে এসে মণে ১০-১২ কেজি নষ্ট হয়ে গেছে। এদিকে মাসখানেকের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ অবস্থায় তাঁদের কিছুটা লোকসানে পুরোনো পেঁয়াজ ছেড়ে দিতে হচ্ছে। তাঁদের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজচাষি মাজেদ হোসেন জানান, তাঁদের এলাকার প্রায় প্রতিটি অবস্থাসম্পন্ন কৃষকের ঘরে ১০০-১৫০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি মৌসুমের শুরুতে ৫০০ মণ পেঁয়াজ মজুত করেছিলেন। বর্তমানে ২০০ মণের মতো মজুত রয়েছে। তাঁদের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকায়।
পেঁয়াজের মতো ঢাকায় আরও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে পাইকারি ভোজ্য তেল মিল গেটে আগের চেয়ে প্রতি মণ ৭০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে।
রাজধানী ঢাকার বাজারে দুই-তিন দিনের ব্যবধানে পেঁয়াজ, আদা, আলু, ময়দা, পাম তেলসহ কয়েকটি পণ্যের দাম বাড়তির দিকে। তবে কয়েক দিনের তুলনায় সবজির দাম কিছুটা কমছে। পরিবহনব্যয় বাড়ায় বাজারে কয়েকটি পণ্যের দাম একটু চড়া বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
গতকাল রাজধানীর পুরান ঢাকার আজিমপুর এলাকার টং দোকানে আলু বিক্রি হয়েছে কেজিতে ২৮-৩০ টাকায়। নিউমার্কেটে ২৫-২৬ টাকায়। আর কারওয়ান বাজারে তা ১৮-২০ টাকায় বিক্রি হয়েছে। বাজারভেদে দামের বিপুল ব্যবধান থাকলেও কর্তৃপক্ষের নজরদারি নেই বলে মনে করছেন ভোক্তারা।
পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, দুই-তিন দিনের ব্যবধানে পাইকারি ও ভোক্তা পর্যায়ে পেঁয়াজের দাম কেজিতে ৩-৫ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ভাড়া বাড়ায় ও মজুত করে রাখার কারণে বাজারে পেঁয়াজের দাম বাড়তির দিকে। তবে দেশে পেঁয়াজের ঘাটতি নেই। বিশেষ করে দেশের মোকামগুলোতে এখনো বিপুল পরিমাণ পেঁয়াজ মজুত রয়েছে।
কারওয়ান বাজারের পাইকারি আলু ব্যবসায়ী দুলাল হোসেন জানান, তাঁরা পাল্লায় ৫ কেজি আলু ৮৫-৯০ টাকায় বিক্রি করছেন। খুচরা বাজারে অতিরিক্ত বেশি দাম সম্পর্কে মন্তব্য করতে রাজি হননি তিনি।
পাবনার সুজানগর এলাকার পেঁয়াজচাষি মামুনুর রহমান জানান, তিনি এ বছর দুই হাজার মণ পেঁয়াজ মজুত করেছিলেন। পচনশীল পণ্য হওয়ায় মৌসুমের শেষের দিকে এসে মণে ১০-১২ কেজি নষ্ট হয়ে গেছে। এদিকে মাসখানেকের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে। এ অবস্থায় তাঁদের কিছুটা লোকসানে পুরোনো পেঁয়াজ ছেড়ে দিতে হচ্ছে। তাঁদের বাজারে বর্তমানে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকায়।
ফরিদপুরের সদর উপজেলার পেঁয়াজচাষি মাজেদ হোসেন জানান, তাঁদের এলাকার প্রায় প্রতিটি অবস্থাসম্পন্ন কৃষকের ঘরে ১০০-১৫০ মণ পেঁয়াজ মজুত রয়েছে। তিনি মৌসুমের শুরুতে ৫০০ মণ পেঁয়াজ মজুত করেছিলেন। বর্তমানে ২০০ মণের মতো মজুত রয়েছে। তাঁদের বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রতি মণ ১ হাজার ৮০০ টাকায়।
পেঁয়াজের মতো ঢাকায় আরও কয়েকটি নিত্যপণ্যের দাম বেড়েছে। পুরান ঢাকার মৌলভীবাজারের ভোজ্য তেল ব্যবসায়ীরা জানান, তাঁদের বাজারে পাইকারি ভোজ্য তেল মিল গেটে আগের চেয়ে প্রতি মণ ৭০-৮০ টাকা কমে বিক্রি হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে