শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে চলতি বছরের ৪ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ১১ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ।
মনোরোগ বিশেষজ্ঞদের ধারণা, পারিবারিক কলহ ও বিষণ্নতা থেকে এ ঘটনা বেশি ঘটছে। তাঁদের মতে, মানসিক চিকিৎসা ও সচেতনতা বাড়াতে পারলে আত্মহত্যার ঘটনা কমে আসবে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল, বিভিন্ন থানা-পুলিশ ও মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলায় ১১ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন।
জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের পরিসংখ্যান সহকারী শফিকুল ইসলাম বলেন, প্রতিবছর বা মাসে জেলায় কতজন নারী-পুরুষ আত্মহত্যা করেন, এর সঠিক তথ্য জেলা পরিসংখ্যান কার্যালয়ে নেই। এ বিষয়ে বিভিন্ন এনজিও বলতে পারবে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, ৪ থেকে ২৯ জুলাই পর্যন্ত ১৫ জন এবং ২ থেকে ২২ আগস্ট পর্যন্ত ১০ জনের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নামের পাশে অপমৃত্যু উল্লেখ করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ‘আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। এর রোধে সচেতনতা বাড়ানো দরকার। এ বিষয়ে আমরা কাজ করছি। মসজিদে জুমার খুদবায় আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া বিট পুলিশিংও কাজ করছে।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন রাম পদ রায় বলেন, কী কারণে মানুষ আত্মহত্যা করে, এটি নির্ণয় করা দরকার। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। জনসচেতনতা বাড়ালে এর প্রবণতা কমে আসবে।
এ বিষয়ে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়ালিউর হাসনাত সজীব বলেন, ‘শুধু সিরাজগঞ্জে নয়, পুরো দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিভিন্ন বছরের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে, এর প্রবণতা ২০১৭ সালে যা ছিল; ২০২১ সালে তা অনেক বেশি। বছর শেষে ২০২২ সালের পরিসংখ্যানটা জানতে পারব।’
মোহাম্মদ ওয়ালিউর হাসনাত আরও বলেন, আসলে মানসিক রোগগুলো অনেকেই বুঝতে পারেন না। অনেক সময় পরিবারের সদস্যরা দেরিতে উপলব্ধি করেন। আবার বুঝেও চিকিৎসকের কাছে যেতে দেরি করা হয়। এই সময়ের মধ্যে অঘটন ঘটে যায়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ আত্মহত্যা মানসিক কারণে হয়। আবার দেখা যায়, মানসিক সমস্যাগুলোর মধ্যে বিষণ্নতায় ভুগছেন এমন ৭০ শতাংশ রোগী আত্মহত্যা করেছেন। এর বাইরে ব্যক্তিত্বেরও কিছু রোগ আছে।
আত্মহত্যার পেছনে সামাজিক কারণ রয়েছে কি না, এ বিষয়ে মোহাম্মদ ওয়ালিউর হাসনাত সজীব বলেন, এখন সবাই ডিভাইসে নির্ভরশীল হয়ে পড়ছেন। যার কারণে সন্তানের চাওয়া-পাওয়াগুলো অনেক মা-বাবাই বুঝতে পারেন না। এসব কারণে সন্তানের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়। দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই বোঝাপড়ার কারণেও অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটছে।
এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়। এসব কারণেও সম্পর্ক দ্রুত তৈরি হচ্ছে আবার ভেঙে যাচ্ছে। সচেতনতা বাড়ানো গেলে আত্মহত্যার ঘটনা কমে আসবে বলে বিশ্বাস করেন তিনি।
সিরাজগঞ্জে চলতি বছরের ৪ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত ১১ জন আত্মহত্যা করেছেন। তাঁদের মধ্যে ছয়জন নারী ও পাঁচজন পুরুষ।
মনোরোগ বিশেষজ্ঞদের ধারণা, পারিবারিক কলহ ও বিষণ্নতা থেকে এ ঘটনা বেশি ঘটছে। তাঁদের মতে, মানসিক চিকিৎসা ও সচেতনতা বাড়াতে পারলে আত্মহত্যার ঘটনা কমে আসবে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল, বিভিন্ন থানা-পুলিশ ও মিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনের সূত্রে জানা গেছে, চলতি বছরের ৪ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত জেলায় ১১ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন।
জেলা পরিসংখ্যান ব্যুরো কার্যালয়ের পরিসংখ্যান সহকারী শফিকুল ইসলাম বলেন, প্রতিবছর বা মাসে জেলায় কতজন নারী-পুরুষ আত্মহত্যা করেন, এর সঠিক তথ্য জেলা পরিসংখ্যান কার্যালয়ে নেই। এ বিষয়ে বিভিন্ন এনজিও বলতে পারবে।
সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গের ডোম রানা বলেন, ৪ থেকে ২৯ জুলাই পর্যন্ত ১৫ জন এবং ২ থেকে ২২ আগস্ট পর্যন্ত ১০ জনের লাশ ময়নাতদন্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের নামের পাশে অপমৃত্যু উল্লেখ করা হয়।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন বলেন, ‘আত্মহত্যা একটি সামাজিক ব্যাধি। এর রোধে সচেতনতা বাড়ানো দরকার। এ বিষয়ে আমরা কাজ করছি। মসজিদে জুমার খুদবায় আত্মহত্যা প্রতিরোধ সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এ ছাড়া বিট পুলিশিংও কাজ করছে।’
সিরাজগঞ্জ সিভিল সার্জন রাম পদ রায় বলেন, কী কারণে মানুষ আত্মহত্যা করে, এটি নির্ণয় করা দরকার। এ জন্য প্রয়োজন জনসচেতনতা। জনসচেতনতা বাড়ালে এর প্রবণতা কমে আসবে।
এ বিষয়ে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানসিক রোগ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ওয়ালিউর হাসনাত সজীব বলেন, ‘শুধু সিরাজগঞ্জে নয়, পুরো দেশে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। বিভিন্ন বছরের পরিসংখ্যান যাচাই করলে দেখা যাবে, এর প্রবণতা ২০১৭ সালে যা ছিল; ২০২১ সালে তা অনেক বেশি। বছর শেষে ২০২২ সালের পরিসংখ্যানটা জানতে পারব।’
মোহাম্মদ ওয়ালিউর হাসনাত আরও বলেন, আসলে মানসিক রোগগুলো অনেকেই বুঝতে পারেন না। অনেক সময় পরিবারের সদস্যরা দেরিতে উপলব্ধি করেন। আবার বুঝেও চিকিৎসকের কাছে যেতে দেরি করা হয়। এই সময়ের মধ্যে অঘটন ঘটে যায়। গবেষণায় দেখা গেছে, প্রায় ৯০ শতাংশ আত্মহত্যা মানসিক কারণে হয়। আবার দেখা যায়, মানসিক সমস্যাগুলোর মধ্যে বিষণ্নতায় ভুগছেন এমন ৭০ শতাংশ রোগী আত্মহত্যা করেছেন। এর বাইরে ব্যক্তিত্বেরও কিছু রোগ আছে।
আত্মহত্যার পেছনে সামাজিক কারণ রয়েছে কি না, এ বিষয়ে মোহাম্মদ ওয়ালিউর হাসনাত সজীব বলেন, এখন সবাই ডিভাইসে নির্ভরশীল হয়ে পড়ছেন। যার কারণে সন্তানের চাওয়া-পাওয়াগুলো অনেক মা-বাবাই বুঝতে পারেন না। এসব কারণে সন্তানের সঙ্গে তাঁদের দূরত্ব তৈরি হয়। দ্বন্দ্বের সৃষ্টি হয়। এই বোঝাপড়ার কারণেও অনেক সময় আত্মহত্যার ঘটনা ঘটছে।
এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিত্তিতে সম্পর্ক তৈরি হয়। এসব কারণেও সম্পর্ক দ্রুত তৈরি হচ্ছে আবার ভেঙে যাচ্ছে। সচেতনতা বাড়ানো গেলে আত্মহত্যার ঘটনা কমে আসবে বলে বিশ্বাস করেন তিনি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে