মুরাদনগর প্রতিনিধি
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার খাল দিনে দিনে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব এখন এ উপজেলায়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় খাল দখল করে নেওয়া হয়েছে। অনেকে আবার কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকার নামে খাল ভরাট করে তার ওপর পাকা স্থাপনা গড়ে তুলেছেন।
কর্তৃপক্ষ বলছে, পাকা বাড়িঘর নির্মাণের কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। অথচ সরকারি জায়গা দখল করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ ছাড়া কোম্পানীগঞ্জ বাজার-সদরের মাস্টার পাড়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। একপর্যায়ে খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছেন এক বিশাল প্রাসাদ। অথচ নির্মাণের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও সেই বাধা ঠেলে গড়ে তোলা হয়েছে ওই প্রাসাদ।
স্থানীয় আবদুল মালেক বলেন, ‘রিপন এই ভবন তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিল। পরে হুনি কেমনে কেমনে জানি সমাধান করছে। এখন রিপনের দেহাদেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষিকাজের জন্য বেশ উপকারী। আমরা চাই, প্রশাসন যেন তাড়াতাড়ি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়।’
দখলদার রিপন বলেন, ‘এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমাণ হয়, আমি সরকারি খাল দখল করছি, তাহলে আমি আমার ভবন ভেঙে ফেলব।’
ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) তহসিলদার জাকির হোসেন বলেন, ‘খাল দখল করে রিপন প্রাসাদ নির্মাণ করছেন খবর পেয়ে আমি গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয়, আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেক দিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ, যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয়, তাহলে রিপনের দালান সরকারি খালে পড়বে। এ বিষয়ে আমি লিখিতভাবে স্যারদের জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘ভবনটি দেখে আমারও সন্দেহ, সঠিকভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার যিনি এসেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই বিষয়টি খতিয়ে দেখছি। যদি ভবনটি খালের অংশ দখল করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
মুরাদনগর উপজেলার বিভিন্ন এলাকার খাল দিনে দিনে প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সরকারি খাল দখল করে অবৈধভাবে বাড়িঘর, দোকানপাটসহ পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব এখন এ উপজেলায়। কিন্তু এ বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় খাল দখল করে নেওয়া হয়েছে। অনেকে আবার কর্তৃপক্ষের অনুমতিপত্র থাকার নামে খাল ভরাট করে তার ওপর পাকা স্থাপনা গড়ে তুলেছেন।
কর্তৃপক্ষ বলছে, পাকা বাড়িঘর নির্মাণের কোনো বন্দোবস্ত দেওয়া হয়নি। অথচ সরকারি জায়গা দখল করলেও নীরব ভূমিকা পালন করছে প্রশাসন। এ ছাড়া কোম্পানীগঞ্জ বাজার-সদরের মাস্টার পাড়া-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে সদরের উত্তর পাড়ার সরকারি খাল দখল করে কাঁচা ও পাকা ভবন নির্মাণ করা হচ্ছে। খাল দখলে অবলম্বন করা হয় বিভিন্ন কৌশল। প্রথমে খালের ওপর ছাপরা ও মাচা করে অস্থায়ী ঘর নির্মাণ করা হয়। একপর্যায়ে খাল ভরাট করে পাকা ভবন নির্মাণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ছালিয়াকান্দি বাজারের পূর্ব পাশে ছালিয়াকান্দি সরকারি খালটি দখল করে রিপন মিয়া নামের এক ব্যক্তি নির্মাণ করেছেন এক বিশাল প্রাসাদ। অথচ নির্মাণের শুরুতেই উপজেলা ভূমি কর্মকর্তার পক্ষ থেকে বাধা দিলেও সেই বাধা ঠেলে গড়ে তোলা হয়েছে ওই প্রাসাদ।
স্থানীয় আবদুল মালেক বলেন, ‘রিপন এই ভবন তৈরি করার সময় স্যারেরা আইসা বাধা দিছিল। পরে হুনি কেমনে কেমনে জানি সমাধান করছে। এখন রিপনের দেহাদেহি অনেকেই এই খালডা দখল করতাছে। তবে এই খালডা আমাদের কৃষিকাজের জন্য বেশ উপকারী। আমরা চাই, প্রশাসন যেন তাড়াতাড়ি খাল উদ্ধার করে আবার আগের মতো করে দেয়।’
দখলদার রিপন বলেন, ‘এ জায়গা আমার ব্যক্তি মালিকানার। যদি প্রমাণ হয়, আমি সরকারি খাল দখল করছি, তাহলে আমি আমার ভবন ভেঙে ফেলব।’
ছালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) তহসিলদার জাকির হোসেন বলেন, ‘খাল দখল করে রিপন প্রাসাদ নির্মাণ করছেন খবর পেয়ে আমি গিয়ে বাধা দিয়ে আসি। পরে সিদ্ধান্ত হয়, আমাদের উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার ও রিপনের ব্যক্তিগত একজন সার্ভেয়ার দিয়ে জায়গাটি পরিমাপ করা হবে। কিন্তু অনেক দিন হলেও এই পরিমাপের কাজটি আর করা হয়নি। এখানে আমারও সন্দেহ, যদি বাংলাদেশ জরিপের ম্যাপ দিয়ে পরিমাপ করা হয়, তাহলে রিপনের দালান সরকারি খালে পড়বে। এ বিষয়ে আমি লিখিতভাবে স্যারদের জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিষেক দাশ বলেন, ‘ভবনটি দেখে আমারও সন্দেহ, সঠিকভাবে পরিমাপ করলে এর বেশ কিছু অংশ খালে নির্মাণ করা হয়েছে। মূলত কিছুদিন আগে আমাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম কমল বদলি হওয়ায় এ বিষয়ে আর কাজ করা সম্ভব হয়নি। এখন নতুন অফিসার যিনি এসেছেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে আমি নিজেই বিষয়টি খতিয়ে দেখছি। যদি ভবনটি খালের অংশ দখল করে থাকে, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে