গাজীপুর প্রতিনিধি
ভোটের আগে মেয়র প্রার্থীরা বরাবরই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু সংকটের সমাধান তেমন হয় না। আবর্জনা, জলজট ও যানজটে ভীষণভাবে ভুগছেন গাজীপুর নগরবাসী। এমনই এক পরিস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো ভোট হচ্ছে ২৫ মে। গত কয়েক দিন গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সীমাহীন দুর্ভোগ আর অভিযোগ শোনা গেছে। নগরবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে এমন কেউ মেয়র হবেন, যিনি সমস্যার সমাধানে আন্তরিক হবেন।
সাধারণ মানুষ বলছেন, নগরীর অনেক এলাকায় আবর্জনার উৎকট গন্ধ। অধিকাংশ রাস্তাঘাট ভাঙা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রতুল ট্রাফিক ব্যবস্থা। আছে মশার উৎপাত। মহানগরীর কোথাও নাগরিক সুবিধার তেমন কোনো চিহ্ন নেই। সড়কবাতি না থাকায় রাতের বেলা ভুতুড়ে নগরীতে পরিণত হয় পুরো সিটি করপোরেশন এলাকা। সেবার মানে কোনো উন্নতি না হলেও কর বেড়েছে।
গত ১০ বছরেও এই নগরীতে গড়ে তোলা যায়নি সুষ্ঠু বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থাপনা। স্থায়ী কোনো ডাম্পিং পয়েন্ট নেই। এদিকে অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক এলাকায় তো ড্রেনই নেই। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
এ ছাড়া অপ্রতুল ট্রাফিক ব্যবস্থার কারণে ও রাস্তা-ফুটপাত বেদখল হওয়ায় যানজট নিত্যসঙ্গী। আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে এই নগরীর ওপর দিয়েই উত্তরাঞ্চলবাসীকে যাতায়াত করতে হয়। এই মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানজট লেগেই থাকে। নগরীতে বিস্তৃত প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তার মধ্যে রাজবাড়ী-পুবাইল, কোনাবাড়ী-কাশিমপুরসহ মহানগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙাচোরা ও খানাখন্দ। অনেক স্থানে রাস্তার পিচ উঠে হাঁটুসমান গর্ত হয়ে আছে। অনেক আবাসিক ও শিল্প এলাকায় বেহাল রাস্তা। তবে নগরীর অনেক এলাকায় এসব ভাঙা রাস্তার পাশের ফুটপাতে টাইলস বসানোর কাজ চলছে।
গাজীপুর নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বিগত বছরগুলোয় মেয়রদের জবাবদিহি ও দায়বদ্ধতার ঘাটতি ছিল।
গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, ‘আশা করি, আগামী নির্বাচনে নগরবাসী আমাকে নির্বাচিত করে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ দেবেন।’
ভোটের আগে মেয়র প্রার্থীরা বরাবরই নানা প্রতিশ্রুতি দেন, কিন্তু সংকটের সমাধান তেমন হয় না। আবর্জনা, জলজট ও যানজটে ভীষণভাবে ভুগছেন গাজীপুর নগরবাসী। এমনই এক পরিস্থিতিতে গাজীপুর সিটি করপোরেশনে তৃতীয়বারের মতো ভোট হচ্ছে ২৫ মে। গত কয়েক দিন গাজীপুরের বিভিন্ন এলাকা ঘুরে এবং স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সীমাহীন দুর্ভোগ আর অভিযোগ শোনা গেছে। নগরবাসীর প্রত্যাশা, আগামী নির্বাচনে এমন কেউ মেয়র হবেন, যিনি সমস্যার সমাধানে আন্তরিক হবেন।
সাধারণ মানুষ বলছেন, নগরীর অনেক এলাকায় আবর্জনার উৎকট গন্ধ। অধিকাংশ রাস্তাঘাট ভাঙা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, অপ্রতুল ট্রাফিক ব্যবস্থা। আছে মশার উৎপাত। মহানগরীর কোথাও নাগরিক সুবিধার তেমন কোনো চিহ্ন নেই। সড়কবাতি না থাকায় রাতের বেলা ভুতুড়ে নগরীতে পরিণত হয় পুরো সিটি করপোরেশন এলাকা। সেবার মানে কোনো উন্নতি না হলেও কর বেড়েছে।
গত ১০ বছরেও এই নগরীতে গড়ে তোলা যায়নি সুষ্ঠু বর্জ্য অপসারণের কোনো ব্যবস্থাপনা। স্থায়ী কোনো ডাম্পিং পয়েন্ট নেই। এদিকে অপরিকল্পিত নগরায়ণের ফলে পরিকল্পিতভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। অনেক এলাকায় তো ড্রেনই নেই। ফলে একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় জনদুর্ভোগ আরও বেড়ে যায়।
এ ছাড়া অপ্রতুল ট্রাফিক ব্যবস্থার কারণে ও রাস্তা-ফুটপাত বেদখল হওয়ায় যানজট নিত্যসঙ্গী। আবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ধরে এই নগরীর ওপর দিয়েই উত্তরাঞ্চলবাসীকে যাতায়াত করতে হয়। এই মহাসড়কে নির্মাণাধীন বিআরটি প্রকল্পের ধীরগতির কারণে টঙ্গী সেতু থেকে জয়দেবপুর চৌরাস্তা পর্যন্ত যানজট লেগেই থাকে। নগরীতে বিস্তৃত প্রায় দেড় হাজার কিলোমিটার রাস্তার মধ্যে রাজবাড়ী-পুবাইল, কোনাবাড়ী-কাশিমপুরসহ মহানগরীর অধিকাংশ গুরুত্বপূর্ণ রাস্তা ভাঙাচোরা ও খানাখন্দ। অনেক স্থানে রাস্তার পিচ উঠে হাঁটুসমান গর্ত হয়ে আছে। অনেক আবাসিক ও শিল্প এলাকায় বেহাল রাস্তা। তবে নগরীর অনেক এলাকায় এসব ভাঙা রাস্তার পাশের ফুটপাতে টাইলস বসানোর কাজ চলছে।
গাজীপুর নাগরিক অধিকার ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, বিগত বছরগুলোয় মেয়রদের জবাবদিহি ও দায়বদ্ধতার ঘাটতি ছিল।
গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আজমত উল্লা খান বলেন, ‘আশা করি, আগামী নির্বাচনে নগরবাসী আমাকে নির্বাচিত করে নাগরিক প্রত্যাশা পূরণের সুযোগ দেবেন।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে