হিরামন মণ্ডল সাগর, বটিয়াঘাটা
কখন হবে সকাল, সেই অপেক্ষায় রাত কাটে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার কয়েক শত পরিবারের। উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের এসব সদস্যরা ভোর হলেই নৌকা নিয়ে রওনা দেন ভদ্রা নদীর বালুর দ্বীপে। এই দ্বীপে কাঠ কুড়িয়েই চলে তাঁদের জীবন-জীবিকা।
প্রতিদিন জীবনের ঝুঁকি নদীর মাঝখানে বালুর দ্বীপে কাঠ কুড়াতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকারও হন। তবুও তাঁদের দেখার যেন কেউ নেই।
কাঠের সন্ধানে ভোরবেলা কনকনে শীতের মধ্যে তাঁরা ছুটে চলেন নদীর বুকে। এক ঝাঁক পাখির মতো নদীর বুকে মানুষের ঢল।
খুলনার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকার বারোআড়িয়া ও বিগরদানা গ্রামের মাঝে ভদ্রা নদীর তীরে জেগে উঠেছে বিশাল এই বালুর দ্বীপ। এই দ্বীপে প্রতিদিন জোয়ারভাটার শেষপ্রান্তে নদীর তলদেশ থেকে ভেসে আসা কাঠের টুকরার সন্ধানে যায় এলাকার খেটে খাওয়া মানুষ। বালুর চর থেকে প্রতিদিন কাঠ সংগ্রহ করেন তাঁরা। এই কাঠ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করেন আবার কেউ কেউ বিক্রি করে চালান নিজেদের জীবন-জীবিকা। জ্বালানির পর এসব কাঠের কয়লাও বিক্রি করা হয়। টিন, ঝুড়ি ও ছোট বস্তা প্রতি কাঠ বিক্রি হয় একশত থেকে দুই শত টাকা।
কাঠ কুড়ানো কাঞ্চন বিবি (৭০) বলেন, ‘আমি প্রতিদিন যাই কাঠ কুড়াতে নদীর চরে। যে কাঠ পাই তাতে আমার এক মাসের জ্বালানি হয়ে যায়। আবার জ্বালানির শেষে আবার কয়লাও বিক্রি করি। তাতে কিছু টাকা পাই। অনেকে আবার কাঠ সংগ্রহের পরেই বিক্রি করে দেন।’
তিনি আরও বলেন, ‘এক বস্তা কাঠ-কয়লা বিক্রি করি দুই শত টাকায়। ওই টাকা আমি আমার নাতি-নাতনিদের পেছনে খরচ করি।’
কাঠ কুড়ানো মজিদা বেগম, তানজিলা বেগম, সুবান, রাশিদা বেগম, সালমা খান, লাইলী বেগম, ঝরনা বেগম ও সানা বলেন, নদীতে জোয়ারের শেষে ও ভাটার সময় নদীর তলদেশ থেকে কাঠ ভেসে আসে। সেই কাঠ সংগ্রহ করে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা মেটাই। এলাকার অনেক পরিবারের আয়-রোজগার এই কাঠের ওপর নির্ভরশীল। উপকূলীয় অঞ্চলের মানুষের একমাত্র উপার্জন হলো নদীতে মাছ ধরা আর নদীর তলদেশ থেকে কাঠ সংগ্রহ করা। কখনো কখনো এদের বিষধর জলজ প্রাণীর শিকার হতে হয়।
উপজেলা কৃষক লীগ নেতা শেখ মো. দাউদ আলী বলেন, ‘আমাদের দেশে শ্রমের কোনো মূল্য নাই। মালিকপক্ষ শুধু শ্রমিকদের খাটাতে পারলে ভালো হয়। যে কারণে এই সকল মধ্যবিত্ত পরিবারের লোকজন ঝুঁকিপূর্ণর মধ্যেও তাঁরা নদীর চরে কাঠ কুড়াতে যায়। তাঁদের পাশে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত।’
কখন হবে সকাল, সেই অপেক্ষায় রাত কাটে বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার কয়েক শত পরিবারের। উপকূলীয় অঞ্চলের দরিদ্র পরিবারের এসব সদস্যরা ভোর হলেই নৌকা নিয়ে রওনা দেন ভদ্রা নদীর বালুর দ্বীপে। এই দ্বীপে কাঠ কুড়িয়েই চলে তাঁদের জীবন-জীবিকা।
প্রতিদিন জীবনের ঝুঁকি নদীর মাঝখানে বালুর দ্বীপে কাঠ কুড়াতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকারও হন। তবুও তাঁদের দেখার যেন কেউ নেই।
কাঠের সন্ধানে ভোরবেলা কনকনে শীতের মধ্যে তাঁরা ছুটে চলেন নদীর বুকে। এক ঝাঁক পাখির মতো নদীর বুকে মানুষের ঢল।
খুলনার বটিয়াঘাটা ও পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী এলাকার বারোআড়িয়া ও বিগরদানা গ্রামের মাঝে ভদ্রা নদীর তীরে জেগে উঠেছে বিশাল এই বালুর দ্বীপ। এই দ্বীপে প্রতিদিন জোয়ারভাটার শেষপ্রান্তে নদীর তলদেশ থেকে ভেসে আসা কাঠের টুকরার সন্ধানে যায় এলাকার খেটে খাওয়া মানুষ। বালুর চর থেকে প্রতিদিন কাঠ সংগ্রহ করেন তাঁরা। এই কাঠ কেউ জ্বালানি হিসেবে ব্যবহার করেন আবার কেউ কেউ বিক্রি করে চালান নিজেদের জীবন-জীবিকা। জ্বালানির পর এসব কাঠের কয়লাও বিক্রি করা হয়। টিন, ঝুড়ি ও ছোট বস্তা প্রতি কাঠ বিক্রি হয় একশত থেকে দুই শত টাকা।
কাঠ কুড়ানো কাঞ্চন বিবি (৭০) বলেন, ‘আমি প্রতিদিন যাই কাঠ কুড়াতে নদীর চরে। যে কাঠ পাই তাতে আমার এক মাসের জ্বালানি হয়ে যায়। আবার জ্বালানির শেষে আবার কয়লাও বিক্রি করি। তাতে কিছু টাকা পাই। অনেকে আবার কাঠ সংগ্রহের পরেই বিক্রি করে দেন।’
তিনি আরও বলেন, ‘এক বস্তা কাঠ-কয়লা বিক্রি করি দুই শত টাকায়। ওই টাকা আমি আমার নাতি-নাতনিদের পেছনে খরচ করি।’
কাঠ কুড়ানো মজিদা বেগম, তানজিলা বেগম, সুবান, রাশিদা বেগম, সালমা খান, লাইলী বেগম, ঝরনা বেগম ও সানা বলেন, নদীতে জোয়ারের শেষে ও ভাটার সময় নদীর তলদেশ থেকে কাঠ ভেসে আসে। সেই কাঠ সংগ্রহ করে আমরা আমাদের অর্থনৈতিক চাহিদা মেটাই। এলাকার অনেক পরিবারের আয়-রোজগার এই কাঠের ওপর নির্ভরশীল। উপকূলীয় অঞ্চলের মানুষের একমাত্র উপার্জন হলো নদীতে মাছ ধরা আর নদীর তলদেশ থেকে কাঠ সংগ্রহ করা। কখনো কখনো এদের বিষধর জলজ প্রাণীর শিকার হতে হয়।
উপজেলা কৃষক লীগ নেতা শেখ মো. দাউদ আলী বলেন, ‘আমাদের দেশে শ্রমের কোনো মূল্য নাই। মালিকপক্ষ শুধু শ্রমিকদের খাটাতে পারলে ভালো হয়। যে কারণে এই সকল মধ্যবিত্ত পরিবারের লোকজন ঝুঁকিপূর্ণর মধ্যেও তাঁরা নদীর চরে কাঠ কুড়াতে যায়। তাঁদের পাশে স্থানীয় সরকার ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসা উচিত।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে