বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন চিত্রনায়ক রিয়াজ। এ ছাড়া সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশীদ, জুয়েল আইচ, ওমর সানীসহ অনেকেই।
সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাঁদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’
‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা উপস্থাপনার প্রস্তাব আগেও পেয়েছেন। এত দিন কেন উপস্থাপনা করেননি। এমন প্রশ্নের উত্তরে সাবা বলেন, ‘এটা সত্যি, আগেও বহুবার টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবিনি। করোনার সময় অনলাইনে ‘‘আড্ডা উইথ সোহানা সাবা’’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। এর আগে করেছি ‘সাবাস কনফেশন বক্স’। মূলত এ দুটি আয়োজন থেকে উপস্থাপনার প্রতি একধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরও সব সময় চেয়েছি কাজটি করতে, যেটি দর্শকের কাছে গৎবাঁধা বলে মনে হবে না।’
সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। সাবা বলেন, ‘চেষ্টা করছি সেই কাজগুলো করার, যেখানে চরিত্রগুলোর মাঝে দর্শক অভিনেত্রী সাবাকে খুঁজে পাবেন। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’
বিভিন্ন সময় টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছিলেন সোহানা সাবা। কিন্তু অভিনয়ের বাইরে গিয়ে উপস্থাপনায় নাম লেখাননি তিনি। করোনাকালে অনলাইনে ‘আড্ডা উইথ সোহানা সাবা’ নামক নিজেই একটি অনুষ্ঠান করেন তিনি। অনুষ্ঠানটি পছন্দ করেছেন দর্শক। এবার তাই টিভি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করছেন সাবা। আর তাঁর নতুন এই যাত্রা শুরু হচ্ছে বিটিভির একটি নিয়মিত সাপ্তাহিক সেলিব্রেটি শো দিয়ে। অনুষ্ঠানের নাম ‘তারার মেলা’। আজ থেকে প্রতি শনিবার রাত ১১টায় প্রচার হবে ৩০ মিনিটের এই অনুষ্ঠান। অনুষ্ঠানে সাবার অতিথি হয়ে আসবেন দেশের জনপ্রিয় তারকারা। প্রথম পর্বের অতিথি হিসেবে আজ থাকছেন চিত্রনায়ক রিয়াজ। এ ছাড়া সাবার অতিথির চেয়ারে বসবেন মামুনুর রশীদ, জুয়েল আইচ, ওমর সানীসহ অনেকেই।
সাবা বলেন, ‘প্রায় সব চ্যানেলেই সেলিব্রেটি শো হচ্ছে। তাই আমরা চেষ্টা করছি, স্ক্রিপ্টে সীমাবদ্ধ না থেকে ঘরোয়া আড্ডার মতো করে একটি অনুষ্ঠান করতে। সে জন্যই অতিথি হিসেবে তাঁদেরই আমন্ত্রণ জানানো হচ্ছে, যাঁরা আমার দীর্ঘদিনের পরিচিত। তাঁদের সম্পর্কে ভালোভাবে জানি বলেই মন খুলে কথা বলতে পারছি। সব মিলিয়ে এ আয়োজনে কিছুটা হলেও ভিন্নতা চোখে পড়বে।’
‘তারার মেলা’ অনুষ্ঠানটির পরিকল্পনা ও প্রযোজনায় রয়েছেন নূর আনোয়ার রঞ্জু। গ্রন্থনায় সৈকত সালাহউদ্দিন। সাবা উপস্থাপনার প্রস্তাব আগেও পেয়েছেন। এত দিন কেন উপস্থাপনা করেননি। এমন প্রশ্নের উত্তরে সাবা বলেন, ‘এটা সত্যি, আগেও বহুবার টিভি অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়েছি। কিন্তু তখন অভিনয়ের বাইরে আর কোনো কিছু নিয়ে ভাবিনি। করোনার সময় অনলাইনে ‘‘আড্ডা উইথ সোহানা সাবা’’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছি। এর আগে করেছি ‘সাবাস কনফেশন বক্স’। মূলত এ দুটি আয়োজন থেকে উপস্থাপনার প্রতি একধরনের ভালো লাগা তৈরি হয়েছে। তারপরও সব সময় চেয়েছি কাজটি করতে, যেটি দর্শকের কাছে গৎবাঁধা বলে মনে হবে না।’
সাবা অভিনীত দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। নতুন সিনেমাগুলোতে সাবাকে দেখা যাবে নতুন রূপে। সাবা বলেন, ‘চেষ্টা করছি সেই কাজগুলো করার, যেখানে চরিত্রগুলোর মাঝে দর্শক অভিনেত্রী সাবাকে খুঁজে পাবেন। আফজাল হোসেন পরিচালিত “মানিকের লাল কাঁকড়া” ও অরুণা বিশ্বাসের “অসম্ভব” তেমনই দুটি সিনেমা।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে