সাজন আহম্মেদ পাপন, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। দিন দিন অবৈধ দোকানপাট বাড়লেও কেন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মুক্তমঞ্চে ঘুরতে আসা দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ভাসমান দোকান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। গজিয়ে ওঠা এসব টং দোকান কারও তোয়াক্কা করে না। ঘুরতে আসা সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণসহ অশ্লীল ভাষায় গালাগাল করা হচ্ছে। অথচ পৌরসভার কেউ জানেন না, কারা এই টাকা ওঠায়। তাঁরা বলেন, এই জায়গা তাঁদের আওতার মধ্যে পড়ে না। বর্তমানে এই মুক্তমঞ্চের আশপাশের জায়গার কোনো অভিভাবক নেই। যে যেভাবে পারছেন ব্যবহার করছেন। তদারকি করার কেউ নেই। এর পেছনের সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পান না।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী ও কিশোরগঞ্জ পৌরসভার কিছু অসাধু কর্মচারী দৈনিক ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিপত্রের মাধ্যমে এসব দোকান ভাড়া দিচ্ছেন। এ ছাড়া প্রতিটি দোকান স্থাপন করার সময় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। দোকান ভাড়াসহ সব মিলিয়ে প্রতি মাসে প্রায় কোটি টাকার বাণিজ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দোকানি বলেন, প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হয়।
এ ছাড়া প্রতিটি দোকানেই রয়েছে গ্যাস সিলিন্ডার। এ থেকে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এদিকে শত শত দোকানপাটের নানা বর্জ্য নদীসহ কলেজ মাঠে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। নির্মল এলাকাটি হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর।
এদিকে বখাটে কিশোর গ্যাংয়ের উপদ্রব যেন নিত্যসঙ্গী এই মুক্তমঞ্চে। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাইয়ে শিকার হচ্ছেন। সন্ধ্যার পর বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এর চারপাশ। সবকিছুই আবর্তিত হচ্ছে মুক্তমঞ্চসংলগ্ন এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ঘিরে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সারা শহরে উচ্ছেদ অভিযান চলছে। গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশের জায়গাও এর বাইরে নয়। সামনের সমন্বয় সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, ‘নরসুন্দা লেকসিটি একটা মেগা প্রকল্প। আমার ভাই মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম যেভাবে এই নরসুন্দা লেকসিটির সৌন্দর্যবর্ধন করতে চেয়েছিলেন, সেভাবেই করা হবে।’
কিশোরগঞ্জের নরসুন্দা লেকসিটির গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ভাড়া দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে। দিন দিন অবৈধ দোকানপাট বাড়লেও কেন উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে না—এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
মুক্তমঞ্চে ঘুরতে আসা দর্শনার্থীরা অভিযোগ করে বলেন, স্থানীয় প্রভাবশালীদের প্ররোচনায় এসব ভাসমান দোকান দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে। গজিয়ে ওঠা এসব টং দোকান কারও তোয়াক্কা করে না। ঘুরতে আসা সাধারণ জনগণের সঙ্গে খারাপ আচরণসহ অশ্লীল ভাষায় গালাগাল করা হচ্ছে। অথচ পৌরসভার কেউ জানেন না, কারা এই টাকা ওঠায়। তাঁরা বলেন, এই জায়গা তাঁদের আওতার মধ্যে পড়ে না। বর্তমানে এই মুক্তমঞ্চের আশপাশের জায়গার কোনো অভিভাবক নেই। যে যেভাবে পারছেন ব্যবহার করছেন। তদারকি করার কেউ নেই। এর পেছনের সিন্ডিকেট প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতে সাহস পান না।
অভিযোগ রয়েছে, ক্ষমতাসীন দলের কিছু নেতা-কর্মী ও কিশোরগঞ্জ পৌরসভার কিছু অসাধু কর্মচারী দৈনিক ২০০ থেকে ৩০০ টাকার বিনিময়ে চুক্তিপত্রের মাধ্যমে এসব দোকান ভাড়া দিচ্ছেন। এ ছাড়া প্রতিটি দোকান স্থাপন করার সময় ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকা নেওয়া হয়। দোকান ভাড়াসহ সব মিলিয়ে প্রতি মাসে প্রায় কোটি টাকার বাণিজ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক দোকানি বলেন, প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা করে ভাড়া দিতে হয়।
এ ছাড়া প্রতিটি দোকানেই রয়েছে গ্যাস সিলিন্ডার। এ থেকে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। এদিকে শত শত দোকানপাটের নানা বর্জ্য নদীসহ কলেজ মাঠে ফেলার কারণে পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। নির্মল এলাকাটি হয়ে যাচ্ছে অস্বাস্থ্যকর।
এদিকে বখাটে কিশোর গ্যাংয়ের উপদ্রব যেন নিত্যসঙ্গী এই মুক্তমঞ্চে। পরিবার-পরিজন নিয়ে আসা দর্শনার্থীরা প্রায়ই ছিনতাইয়ে শিকার হচ্ছেন। সন্ধ্যার পর বিভিন্ন অনৈতিক ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয়েছে এর চারপাশ। সবকিছুই আবর্তিত হচ্ছে মুক্তমঞ্চসংলগ্ন এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানপাট ঘিরে।
এ বিষয়ে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, সারা শহরে উচ্ছেদ অভিযান চলছে। গুরুদয়াল মুক্তমঞ্চের আশপাশের জায়গাও এর বাইরে নয়। সামনের সমন্বয় সভায় সবার মতামতের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য সৈয়দা জাকিয়া নূর লিপি বলেন, ‘নরসুন্দা লেকসিটি একটা মেগা প্রকল্প। আমার ভাই মরহুম সৈয়দ আশরাফুল ইসলাম যেভাবে এই নরসুন্দা লেকসিটির সৌন্দর্যবর্ধন করতে চেয়েছিলেন, সেভাবেই করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে