আদালতের নির্দেশে ইছামতীর অবৈধ স্থাপনা উচ্ছেদ ফের শুরু

পাবনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৬: ৪০

প্রায় এক বছর বন্ধ থাকার পর হাইকোর্টের নির্দেশনায় আবারও শুরু হয়েছে পাবনার ইছামতী নদীর অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল রোববার সকালে শহরের কৃষ্ণপুর ও গোপালপুর এলাকায় উচ্ছেদ কার্যক্রম শুরু করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয়রা জানান, বেলা ১১টায় শহরের পুরোনো সেতু এলাকায় র‍্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে উচ্ছেদ অভিযান শুরু করে পাউবো ও জেলা প্রশাসনের যৌথ টিম। এ সময় এস্কেভেটর দিয়ে নদী তীরের অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। স্থাপনা সরিয়ে নিতে নোটিশ বা নির্দেশনা দেওয়া হয়নি বলে অনেকে অভিযোগ করলেও তা সঠিক নয় বলে জানিয়েছে পাউবো কর্তৃপক্ষ।

অভিযানে নেতৃত্ব দেন পাবনা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাইফুল্লাহ, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কাউসার হাবিবসহ অন্যরা। দিনব্যাপী এই অভিযানে অর্ধশত অবকাঠামো ভেঙে দিয়ে নদীর জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়।

পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম চৌধুরী জানান, পাবনা শহর দিয়ে প্রবাহিত ইছামতী নদীর কোল ঘেঁষে পুরো শহরের অবৈধ দখলদারমুক্ত করা হবে।

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে ইছামতীর ৩৩৪ জন তালিকাভুক্ত অবৈধ দখলদারসহ গোটা জেলায় প্রায় সহস্রাধিক অবকাঠামো উচ্ছেদ করা হবে।’

উল্লেখ্য, সত্তরের দশকে পাবনা পৌর এলাকার প্রায় আট কিলোমিটার এলাকায় ছিল ইছামতীর বিস্তার, প্রস্থ ছিল ৯০ থেকে ২০০ ফুট। অব্যাহত দখলে নদীর প্রস্থ কমে এখন দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ ফুটে। সংস্কারের অভাবে অধিকাংশ এলাকা ময়লা আবর্জনায় ভরাট হয়ে গেছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত