চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর চাটখিলে নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সাড়ে তিন শ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক। চারজন শিক্ষকের পক্ষে বিপুলসংখ্যক এই শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অদক্ষ অতিথি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। তাতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলও সন্তোষজনক হচ্ছে না।
জানা যায়, ১৯৬৯ সালে চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে এটি জাতীয়করণ হয়। এর পর থেকে শিক্ষক সংকট লেগেই আছে। বর্তমানে এই বিদ্যালয়ে ১০টি পদের মধ্যে গণিতে দুজন, ব্যবসায় শিক্ষায় একজন ও বাংলা বিষয়ে একজন শিক্ষক রয়েছেন। বাকি ছয়টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। এ কারণে অতিথি শিক্ষক দিয়ে ক্লাস করা হচ্ছে। তবে অতিথি শিক্ষকের ক্লাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।
অভিভাবকেরা বলেন, ‘সরকারি বিদ্যালয় হওয়ায় আগ্রহসহ ভর্তি করিয়েছি। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক নেই বললেই চলে। অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। অথচ তাঁরা দক্ষ ও অভিজ্ঞ নন। বিশেষ করে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় মেয়েরা ইংরেজিতে দুর্বল হয়ে পড়ছে।’
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, ‘শিক্ষক না থাকায় আমরা নিজেরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছি। শিক্ষক সংকটের কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। শিগগিরই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। তখন সব শূন্য পদ পূরণ করা হবে।
নোয়াখালীর চাটখিলে নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ চাটখিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে সাড়ে তিন শ শিক্ষার্থীর জন্য রয়েছেন মাত্র চারজন শিক্ষক। চারজন শিক্ষকের পক্ষে বিপুলসংখ্যক এই শিক্ষার্থীকে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় অদক্ষ অতিথি শিক্ষক দিয়ে চলছে পাঠদান। তাতে শিক্ষার্থীদের চূড়ান্ত পরীক্ষার ফলও সন্তোষজনক হচ্ছে না।
জানা যায়, ১৯৬৯ সালে চাটখিল উপজেলার প্রাণকেন্দ্রে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। ১৯৮৩ সালে উপজেলার একমাত্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হিসেবে এটি জাতীয়করণ হয়। এর পর থেকে শিক্ষক সংকট লেগেই আছে। বর্তমানে এই বিদ্যালয়ে ১০টি পদের মধ্যে গণিতে দুজন, ব্যবসায় শিক্ষায় একজন ও বাংলা বিষয়ে একজন শিক্ষক রয়েছেন। বাকি ছয়টি পদই শূন্য রয়েছে। এর মধ্যে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক নেই। এ কারণে অতিথি শিক্ষক দিয়ে ক্লাস করা হচ্ছে। তবে অতিথি শিক্ষকের ক্লাসে সন্তুষ্ট নয় শিক্ষার্থী ও অভিভাবকেরা। এ ছাড়া দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে।
অভিভাবকেরা বলেন, ‘সরকারি বিদ্যালয় হওয়ায় আগ্রহসহ ভর্তি করিয়েছি। কিন্তু বিদ্যালয়ে শিক্ষক নেই বললেই চলে। অতিথি শিক্ষক দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। অথচ তাঁরা দক্ষ ও অভিজ্ঞ নন। বিশেষ করে ইংরেজির মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় মেয়েরা ইংরেজিতে দুর্বল হয়ে পড়ছে।’
এ ব্যাপারে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. এমরান হোসেন বলেন, ‘শিক্ষক না থাকায় আমরা নিজেরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছি। শিক্ষক সংকটের কথা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, করোনার কারণে সব ধরনের নিয়োগ পরীক্ষা বন্ধ ছিল। শিগগিরই সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। তখন সব শূন্য পদ পূরণ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে