আজকের পত্রিকা ডেস্ক
এই সময় প্রতিবছর বলতে গেলে পানিশূন্য হয়ে পড়ে তিস্তা নদী। চারদিকে ধু ধু বালুচর। কিন্তু এবার হঠাৎ করে তিস্তার যেন উল্টো রূপ। পানিতে টইটম্বুর। তলিয়ে যাচ্ছে চরগুলো। আর এতে নষ্ট হচ্ছে চরের জমিতে লাগানো মরিচ, পেঁয়াজ, আলু, কাউন, মিষ্টিকুমড়া, গম, তামাক, ভুট্টাসহ বিভিন্ন ফসল। না চাওয়া পানিতে বিপদে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলা এবং নীলফামারীর ডিমলার চরাঞ্চলের চাষিরা।
এপ্রিল মাসে তিস্তায় এ রকম পানি বৃদ্ধিতে হতবাক চরাঞ্চলের কৃষক। তাঁরা বলছেন, প্রায় ৩৫ বছর পর এই প্রথম এ সময়ে তিস্তায় এত পানি। অসময়ে ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর চরাঞ্চল ডুবে গেছে। অন্যদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তাপারের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দক্ষিণ গোকুন্ডায় তিনটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গোকুন্ডা ও মহিষখোচা ইউনিয়নের চর এলাকায় ইতিমধ্যে কয়েক একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে।
তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্যারাজের ১১টি গেট খুলে দেওয়া হয়েছে। মার্চের শেষ সপ্তাহে তিস্তা ব্যারাজ পয়েন্টে মাত্র ৩ হাজার কিউসেক পানি ছিল। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩০০ কিউসেকে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা গোবধন এলাকার কৃষক ভুট্টো মিয়া বলেন, ‘প্রতিবছর শুকিয়ে যাওয়া তিস্তা নদীর চরে বোরো ধান, কাউন, পেঁয়াজ, রসুন চাষ করি। এবারও ১০ বিঘা জমিতে চাষ করেছি। কিন্তু হঠাৎ নদীর পানি বাড়ায় সব ডুবে গেছে।’
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের কৃষক আয়নুল হক বলেন, ‘সাত দিন ধরে ভারত থেকে পানি ঢুকছে। এলাকায় অনেক কৃষকের বোরো ধান, পেঁয়াজ, গমখেত পানিতে তলিয়ে গেছে। চরে আমার দুই বিঘা পেঁয়াজখেত নষ্ট হয়েছে।’
তিস্তার চরে ২৫ বিঘা জমিতে গম চাষ করেছিলেন দোয়ানী গ্রামের কৃষক হবিবর রহমান। এর মধ্যে ১৮ বিঘা জমির গম ঘরে আনতে পেরেছেন। বাকিগুলো নদীতে ভেসে গেছে। এ ছাড়া ১৫ বিঘা পেঁয়াজের মধ্যে ১০ বিঘা ও ১০ বিঘা বোরো ধান নদীতে তলিয়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বাড়লেও গতকাল থেকে পানি কমতে শুরু করেছে। ব্যারাজ পয়েন্টে ১২ হাজার ৩০০ কিউসেক পানি রয়েছে। পানি বাড়ায় কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।
নীলফামারীর ডিমলায়ও তিস্তার চরাঞ্চলের কৃষকের দীর্ঘশ্বাস বাড়ছে। উপজেলার কিসামত চর, খড়িবাড়িসহ তিস্তার বিভিন্ন চরাঞ্চলে পানি ওঠায় ভুট্টাখেত নষ্ট হচ্ছে। মরে যাচ্ছে মরিচ, পেঁয়াজ, মিষ্টিকুমড়া, করলাসহ বিভিন্ন সবজিখেতের ফসল।
কিসামত চরের ভুট্টাচাষি খোকা মিয়া বলেন, ‘এ বছর ২০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। এখন পানি জমে ভুট্টার গাছ পচে যাচ্ছে, পোকা ধরেছে।’
এই সময় প্রতিবছর বলতে গেলে পানিশূন্য হয়ে পড়ে তিস্তা নদী। চারদিকে ধু ধু বালুচর। কিন্তু এবার হঠাৎ করে তিস্তার যেন উল্টো রূপ। পানিতে টইটম্বুর। তলিয়ে যাচ্ছে চরগুলো। আর এতে নষ্ট হচ্ছে চরের জমিতে লাগানো মরিচ, পেঁয়াজ, আলু, কাউন, মিষ্টিকুমড়া, গম, তামাক, ভুট্টাসহ বিভিন্ন ফসল। না চাওয়া পানিতে বিপদে পড়েছেন লালমনিরহাটের পাঁচ উপজেলা এবং নীলফামারীর ডিমলার চরাঞ্চলের চাষিরা।
এপ্রিল মাসে তিস্তায় এ রকম পানি বৃদ্ধিতে হতবাক চরাঞ্চলের কৃষক। তাঁরা বলছেন, প্রায় ৩৫ বছর পর এই প্রথম এ সময়ে তিস্তায় এত পানি। অসময়ে ভারী বৃষ্টি ও ভারতের গজলডোবা ব্যারাজের গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর চরাঞ্চল ডুবে গেছে। অন্যদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে তিস্তাপারের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত দুই দিনে লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের দক্ষিণ গোকুন্ডায় তিনটি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। গোকুন্ডা ও মহিষখোচা ইউনিয়নের চর এলাকায় ইতিমধ্যে কয়েক একর আবাদি জমি বিলীন হয়েছে নদীগর্ভে।
তিস্তা ব্যারাজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ব্যারাজের ১১টি গেট খুলে দেওয়া হয়েছে। মার্চের শেষ সপ্তাহে তিস্তা ব্যারাজ পয়েন্টে মাত্র ৩ হাজার কিউসেক পানি ছিল। এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩০০ কিউসেকে।
লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা গোবধন এলাকার কৃষক ভুট্টো মিয়া বলেন, ‘প্রতিবছর শুকিয়ে যাওয়া তিস্তা নদীর চরে বোরো ধান, কাউন, পেঁয়াজ, রসুন চাষ করি। এবারও ১০ বিঘা জমিতে চাষ করেছি। কিন্তু হঠাৎ নদীর পানি বাড়ায় সব ডুবে গেছে।’
হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের দোয়ানী গ্রামের কৃষক আয়নুল হক বলেন, ‘সাত দিন ধরে ভারত থেকে পানি ঢুকছে। এলাকায় অনেক কৃষকের বোরো ধান, পেঁয়াজ, গমখেত পানিতে তলিয়ে গেছে। চরে আমার দুই বিঘা পেঁয়াজখেত নষ্ট হয়েছে।’
তিস্তার চরে ২৫ বিঘা জমিতে গম চাষ করেছিলেন দোয়ানী গ্রামের কৃষক হবিবর রহমান। এর মধ্যে ১৮ বিঘা জমির গম ঘরে আনতে পেরেছেন। বাকিগুলো নদীতে ভেসে গেছে। এ ছাড়া ১৫ বিঘা পেঁয়াজের মধ্যে ১০ বিঘা ও ১০ বিঘা বোরো ধান নদীতে তলিয়ে গেছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা বলেন, উজানে বৃষ্টিপাতের কারণে তিস্তায় পানি বাড়লেও গতকাল থেকে পানি কমতে শুরু করেছে। ব্যারাজ পয়েন্টে ১২ হাজার ৩০০ কিউসেক পানি রয়েছে। পানি বাড়ায় কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।
নীলফামারীর ডিমলায়ও তিস্তার চরাঞ্চলের কৃষকের দীর্ঘশ্বাস বাড়ছে। উপজেলার কিসামত চর, খড়িবাড়িসহ তিস্তার বিভিন্ন চরাঞ্চলে পানি ওঠায় ভুট্টাখেত নষ্ট হচ্ছে। মরে যাচ্ছে মরিচ, পেঁয়াজ, মিষ্টিকুমড়া, করলাসহ বিভিন্ন সবজিখেতের ফসল।
কিসামত চরের ভুট্টাচাষি খোকা মিয়া বলেন, ‘এ বছর ২০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছি। এখন পানি জমে ভুট্টার গাছ পচে যাচ্ছে, পোকা ধরেছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে