উবায়দুল্লাহ বাদল, নেত্রকোনা থেকে
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে অটোরিকশা চালান জামিল হোসেন। বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে। নবম শ্রেণি পাস জামিলের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আগ্রহই দেখা গেল না। কারণ জিজ্ঞাসা করতেই সোজাসাপ্টা জবাব, ‘নৌকা মার্কার সাথে ধানের শীষ নাই, এডা কোনো নির্বাচন?’
ব্যাখ্যা দিয়ে জামিন বললেন, ‘ফুটবল খেলায় একদল না আইলে যেমুন ওই দল দুই ভাগ হয়ে নিজেরা নিজেরা খেলে; তেমনি আওয়ামী লীগ নিজেরা নিজেরা ভোটাভুটি খেলছে। এহানে আমাগো কী?’ তাঁর আরেক ক্ষোভ—‘হুনছি নৌকা মার্কার প্রার্থী আহমদ হোসেন অনেক বড় নেতা, কিন্তু আমগো গেরামের মানুষেরা হ্যারে চেনে না। কুনুদিন দেহি নাই।’
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগের টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সম্পর্কে এমনই মন্তব্য এই ভোটারের। গতকাল বৃহস্পতিবার ময়মননিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে প্রতিবেদকের কাছে এ মন্তব্য করেন জামিল।
শুধু জামিল নন, নেত্রকোনা বাসস্ট্যান্ডে বাসের হেলপার নাজমুল হাসানও বললেন, ‘এলাকার (নেত্রকোনা-৩ আসনের আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য অসীম বাবু ঢাকার অনেক বড় নেতা। দুদিন পরপর টেলিভিশনে দেহি, কিন্তু এলাকার খবর নাই। কাজের সময় তাঁরে পাওয়া যায় না। এমপিকে দেখতে চাইলে ঢাকার অফিসে যাইতে হয়।’
নেত্রকোনা ঘুরে জানা গেছে, এই জেলার পাঁচটি আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মোস্তাক আহমেদ রুহি প্রমুখ।
তবে জেলার পাঁচটি আসনের চারটিতেই এবার নির্বাচন জমিয়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার মাঝি মোস্তাক আহমেদ রুহির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। ঝুমা এই আসনের তিনবারের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জালালউদ্দিন তালুকদারের মেয়ে। লড়াই হবে রুহির নৌকার সঙ্গে ঝুমার ট্রাকের।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এই আসনে তরুণদের মধ্যে জয় জনপ্রিয় হলেও প্রবীণেরা খসরুকেই পছন্দ করেন। ফলে এই আসনে লড়াই হবে খসরুর নৌকার সঙ্গে জয়ের ঈগলের।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল। এবারও তিনি নৌকা পেয়েছেন। এই আসনে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে এবং সাবেক এমপি মন্জুর কাদের কোরাইশী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নৌকার সঙ্গে ট্রাকের লড়াই হওয়ার আভাস ভোটারদের।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল ফকির (ট্রাক প্রতীক) এবং কর্নেল তাহেরের ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন (ঈগল)। তবে লড়াই হবে নৌকার সঙ্গে ট্রাকের।
এদিকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের জয় প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন এলাকাবাসী।
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে অটোরিকশা চালান জামিল হোসেন। বাড়ি পূর্বধলার জারিয়া ইউনিয়নে। নবম শ্রেণি পাস জামিলের ৭ জানুয়ারির নির্বাচন নিয়ে কোনো আগ্রহই দেখা গেল না। কারণ জিজ্ঞাসা করতেই সোজাসাপ্টা জবাব, ‘নৌকা মার্কার সাথে ধানের শীষ নাই, এডা কোনো নির্বাচন?’
ব্যাখ্যা দিয়ে জামিন বললেন, ‘ফুটবল খেলায় একদল না আইলে যেমুন ওই দল দুই ভাগ হয়ে নিজেরা নিজেরা খেলে; তেমনি আওয়ামী লীগ নিজেরা নিজেরা ভোটাভুটি খেলছে। এহানে আমাগো কী?’ তাঁর আরেক ক্ষোভ—‘হুনছি নৌকা মার্কার প্রার্থী আহমদ হোসেন অনেক বড় নেতা, কিন্তু আমগো গেরামের মানুষেরা হ্যারে চেনে না। কুনুদিন দেহি নাই।’
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে নৌকার প্রার্থী, আওয়ামী লীগের টানা পাঁচবারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন সম্পর্কে এমনই মন্তব্য এই ভোটারের। গতকাল বৃহস্পতিবার ময়মননিংহ থেকে নেত্রকোনা যাওয়ার পথে প্রতিবেদকের কাছে এ মন্তব্য করেন জামিল।
শুধু জামিল নন, নেত্রকোনা বাসস্ট্যান্ডে বাসের হেলপার নাজমুল হাসানও বললেন, ‘এলাকার (নেত্রকোনা-৩ আসনের আটপাড়া-কেন্দুয়া) সংসদ সদস্য অসীম বাবু ঢাকার অনেক বড় নেতা। দুদিন পরপর টেলিভিশনে দেহি, কিন্তু এলাকার খবর নাই। কাজের সময় তাঁরে পাওয়া যায় না। এমপিকে দেখতে চাইলে ঢাকার অফিসে যাইতে হয়।’
নেত্রকোনা ঘুরে জানা গেছে, এই জেলার পাঁচটি আসনে হেভিওয়েট প্রার্থী রয়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, সাবেক সংসদ সদস্য ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি মোস্তাক আহমেদ রুহি প্রমুখ।
তবে জেলার পাঁচটি আসনের চারটিতেই এবার নির্বাচন জমিয়ে তুলেছেন স্বতন্ত্র প্রার্থীরা। নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নৌকার মাঝি মোস্তাক আহমেদ রুহির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী দুর্গাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার। ঝুমা এই আসনের তিনবারের সংসদ সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত জালালউদ্দিন তালুকদারের মেয়ে। লড়াই হবে রুহির নৌকার সঙ্গে ঝুমার ট্রাকের।
নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনের বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এই আসনে তরুণদের মধ্যে জয় জনপ্রিয় হলেও প্রবীণেরা খসরুকেই পছন্দ করেন। ফলে এই আসনে লড়াই হবে খসরুর নৌকার সঙ্গে জয়ের ঈগলের।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের বর্তমান সংসদ সদস্য অসীম কুমার উকিল। এবারও তিনি নৌকা পেয়েছেন। এই আসনে সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু ট্রাক প্রতীকে এবং সাবেক এমপি মন্জুর কাদের কোরাইশী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নৌকার সঙ্গে ট্রাকের লড়াই হওয়ার আভাস ভোটারদের।
নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে প্রথমবারের মতো নৌকার মাঝি হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন। তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল ফকির (ট্রাক প্রতীক) এবং কর্নেল তাহেরের ভাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ার হোসেন (ঈগল)। তবে লড়াই হবে নৌকার সঙ্গে ট্রাকের।
এদিকে নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বর্তমান সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের জয় প্রায় নিশ্চিত বলে জানিয়েছেন এলাকাবাসী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে