রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি-রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। গতকাল রোববার অবরোধের দ্বিতীয় দিনেও পার্বত্য জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি। সদরের বিভিন্ন এলাকায় গ্রামের ১০-১৫ জন দল বেঁধে রাত জেগে পাহারা দেয়। ঠাকুরছড়া বাসিন্দা ত্রিদিপ ত্রিপুরা বলেন, ‘ভয়ে মানুষ রাতে ঘুমাতে পারে না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী মো. মমিনুল হক জানান, দুই দিনের অবরোধে কোটি টাকা ক্ষতি হয়েছে। গাড়ি না চলায় শ্রমিকেরা অনাহারে দিন কাটাচ্ছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি কাজ করছে।
১৪৪ ধারা প্রত্যাহার
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার পর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বেলা ১১টায় সাংবাদিকদের এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিকেলে করা হয় শান্তিমূলক সভা। কিন্তু এরপরও মানুষের মাঝে স্বস্তি ফেরেনি। বন্ধ রয়েছে দোকানপাট।
আ.লীগ নেতাসহ তিনজনের নামে মামলা
খাগড়াছড়িতে চোর সন্দেহে যে হত্যা নিয়ে পাহাড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, সেই মামুন হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১২ জন পাহাড়ি-বাঙালিকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম এবং স্থানীয় মো. শাকিল।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি হয়েছে।
এ ছাড়া রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
রাঙামাটিতে শুক্রবারের ঘটনায় নিহত অনিক চাকমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাজেকে ৮০০ পর্যটক আটকা
৭২ ঘণ্টা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে ভ্রমণে গিয়ে অন্তত ৮০০ পর্যটক আটকে পড়েছেন। গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।
সাজেক রিসোর্ট মালিক সমিতি জানায়, অবরোধ শেষে সবাই নিরাপদে পৌঁছাবে। এর মধ্যে রুমভাড়া ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তাঝুঁকি থাকায় আটকে পড়া অন্তত ৮০০ পর্যটকের কোনো গাড়ি ছাড়া হয়নি। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, ‘সহযোগিতা চাইলে আমরা করব।’
বহিরাগতরা হামলা চালিয়েছে দাবি স্থানীয়দের
রাঙামাটিতে গতকাল সকালে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা রিজিওন কমন্ডারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতিপূরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গুজব নিয়ন্ত্রণ ও শহরে শান্তি ফেরাতে গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। এ সময় গুজব প্রচারকারীকে আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
স্থানীয়রা বলছেন, বহিরাগতরা এ হামলায় অংশ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয় পাহাড়ি-বাঙালি—সবাই।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে মামুনকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে পরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চারজন নিহত হয়।
খাগড়াছড়ি-রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন এবং ঘরবাড়িতে আগুন দেওয়ার ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে। গতকাল রোববার অবরোধের দ্বিতীয় দিনেও পার্বত্য জেলার সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবশ্য ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল করতে দেখা যায়। অবরোধকে কেন্দ্র করে কোথাও কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
তবে স্থানীয়দের মধ্যে আতঙ্ক কাটেনি। সদরের বিভিন্ন এলাকায় গ্রামের ১০-১৫ জন দল বেঁধে রাত জেগে পাহারা দেয়। ঠাকুরছড়া বাসিন্দা ত্রিদিপ ত্রিপুরা বলেন, ‘ভয়ে মানুষ রাতে ঘুমাতে পারে না।’
খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেডের অফিস সহকারী মো. মমিনুল হক জানান, দুই দিনের অবরোধে কোটি টাকা ক্ষতি হয়েছে। গাড়ি না চলায় শ্রমিকেরা অনাহারে দিন কাটাচ্ছেন।
খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, সহিংসতা এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।
খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি কাজ করছে।
১৪৪ ধারা প্রত্যাহার
রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার পর জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করে নিয়েছে জেলা প্রশাসন। গতকাল বেলা ১১টায় সাংবাদিকদের এ ঘোষণা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। বিকেলে করা হয় শান্তিমূলক সভা। কিন্তু এরপরও মানুষের মাঝে স্বস্তি ফেরেনি। বন্ধ রয়েছে দোকানপাট।
আ.লীগ নেতাসহ তিনজনের নামে মামলা
খাগড়াছড়িতে চোর সন্দেহে যে হত্যা নিয়ে পাহাড়ে সহিংসতা ছড়িয়ে পড়ে, সেই মামুন হত্যার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ১০-১২ জন পাহাড়ি-বাঙালিকে আসামি করে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নিহত মামুনের স্ত্রী মুক্তা আক্তার বাদী হয়ে মামলাটি করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা গতকাল মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, খাগড়াছড়ির সাবেক পৌর মেয়র মো. রফিকুল আলম এবং স্থানীয় মো. শাকিল।
খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মামলাটি হয়েছে।
এ ছাড়া রাঙামাটিতে সহিংসতার ঘটনায় এ পর্যন্ত দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন।
রাঙামাটিতে শুক্রবারের ঘটনায় নিহত অনিক চাকমার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িত কাউকে গতকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
সাজেকে ৮০০ পর্যটক আটকা
৭২ ঘণ্টা অবরোধের কারণে রাঙামাটির সাজেকে ভ্রমণে গিয়ে অন্তত ৮০০ পর্যটক আটকে পড়েছেন। গতকাল সকালে এই তথ্য নিশ্চিত করেছেন সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মণ।
সাজেক রিসোর্ট মালিক সমিতি জানায়, অবরোধ শেষে সবাই নিরাপদে পৌঁছাবে। এর মধ্যে রুমভাড়া ৫০ শতাংশ ছাড় দিয়েছে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতি।
রাঙামাটির বাঘাইছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরীণ আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তাঝুঁকি থাকায় আটকে পড়া অন্তত ৮০০ পর্যটকের কোনো গাড়ি ছাড়া হয়নি। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান বলেন, ‘সহযোগিতা চাইলে আমরা করব।’
বহিরাগতরা হামলা চালিয়েছে দাবি স্থানীয়দের
রাঙামাটিতে গতকাল সকালে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনা রিজিওন কমন্ডারসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে। ক্ষতিপূরণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে।
গুজব নিয়ন্ত্রণ ও শহরে শান্তি ফেরাতে গতকাল বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে সব সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেন জেলা প্রশাসক। এ সময় গুজব প্রচারকারীকে আইনের আওতায় আনার দাবি তোলা হয়।
স্থানীয়রা বলছেন, বহিরাগতরা এ হামলায় অংশ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন স্থানীয় পাহাড়ি-বাঙালি—সবাই।
প্রসঙ্গত, ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চোর সন্দেহে মামুনকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে পরে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে চারজন নিহত হয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২১ ঘণ্টা আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে