আজকের পত্রিকা ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে। আর গতকাল দুপুরে পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় হামলায় নিহত হয়েছেন একজন। এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপা ও বরিশালের বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নবীনগরে দুজনকে গুলি করে হত্যা
নিহত দুজন হলেন নাটুঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক (৩৫) ও তাঁর সহযোগী নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। এরশাদুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবার পরিবর্তে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি এলাকায় জনসংযোগ করছিলেন।
এরশাদুলের বাবা আবুল কাশেম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, ‘অসুস্থতার
কারণে আমি এবার নির্বাচন না করার কথা জানিয়েছিলাম। নাটঘর ইউপিতে আমার ছেলেসহ আওয়ামী লীগের দুজন ও বিএনপির দুজনসহ মোট ছয়জনের এবার চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা হচ্ছিল। আমার ছেলে গত ১৫-২০ দিন ধরে জনসংযোগ শুরু করেছিল। ছেলে এলাকায় জনপ্রিয় ছিল। এর জন্যই অন্য চেয়ারম্যান প্রার্থীরা তাকে গুলি করে হত্যা করেছে।’
গত ২৮ নভেম্বর নবীনগর উপজেলার ২১টির মধ্যে ১৩ ইউপিতে ভোট হয়েছে। বাকি আটটিতে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে এরশাদুল তাঁর সহযোগী বাদল সরকারকে নিয়ে নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যান। সেখানে তিনি ভোটের জন্য সবার কাছে দোয়া চান। ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল এবং তাঁর পেছনে এরশাদুল বসা ছিলেন। রাত ১০টার দিকে উপজেলার মহেশ সড়কে রাস্তায় চারটি মোটরসসাইকেলে করে আটজনসহ ১৫-১৬ দুর্বৃত্ত তাঁদের ঘেরাও করে গুলি শুরু করে। বাদল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এরশাদুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত এরশাদুলের স্ত্রী সুমি বেগম বলেন, ওয়াজ মাহফিলে গিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। কিছুক্ষণ পরই দেখি খবর আসছে আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ভোরে উপজেলার কুড়িঘর গ্রাম থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পরপর উপজেলার নান্দুরা গ্রামে হুমায়ুন কবির ও জামাল মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাতেই হুমায়ুন কবির, জামাল মিয়া ও তাঁদের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ২০১৯ সালের এপ্রিল মাসে নিহত এরশাদুলের চাচাতো ভাইকে প্রতিপক্ষের লোকজন হত্যা করে। ওই ঘটনায় এরশাদুল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে এটাও কারণ হতে পারে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার অভিযোগ
পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে গতকাল শনিবার নির্বাচনী প্রচারণার সময় হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে এম শাহীনের কর্মী সেলিম হোসেন (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত সেলিম হোসেন ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় গতকাল রাতে নিহত সেলিমের লাশ নিয়ে দেবোত্তর বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
কে এম শাহীন (আনারস) অভিযোগ করেন, গতকাল দুপুরে প্রাচারণার জন্য তাঁর কর্মী-সমর্থকেরা রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকামার্কার কর্মী-সমর্থকেরা হামলা চালায়।
দুই জেলায় আহত ৩০ জন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ৭টার দিকে ইউনিয়নের কিত্তিনগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের অন্তত ২৫টি বাড়ি ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থীর ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৫ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে দুর্গাপাশা বাজারে এ হামলা হয়। এতে গুরুতর আহত হয়েছেন দুর্গাপূজা ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ সভাপতি জি এম মাসুদ ও প্রচার সম্পাদক মনিরসহ ৬-৭ জন। তাঁরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশারের সমর্থক। তবে নৌকার প্রার্থী হানিফ তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য এক চেয়ারম্যান প্রার্থীসহ দুজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামে এ ঘটনা ঘটেছে গত শুক্রবার রাতে। আর গতকাল দুপুরে পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় হামলায় নিহত হয়েছেন একজন। এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপা ও বরিশালের বাকেরগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ও হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
নবীনগরে দুজনকে গুলি করে হত্যা
নিহত দুজন হলেন নাটুঘর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবুল কাশেমের ছেলে এরশাদুল হক (৩৫) ও তাঁর সহযোগী নান্দুরা গ্রামের সন্তোষ সরকারের ছেলে বাদল সরকার (২৫)। এরশাদুল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাবার পরিবর্তে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি এলাকায় জনসংযোগ করছিলেন।
এরশাদুলের বাবা আবুল কাশেম ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তাঁর অভিযোগ, ‘অসুস্থতার
কারণে আমি এবার নির্বাচন না করার কথা জানিয়েছিলাম। নাটঘর ইউপিতে আমার ছেলেসহ আওয়ামী লীগের দুজন ও বিএনপির দুজনসহ মোট ছয়জনের এবার চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা হচ্ছিল। আমার ছেলে গত ১৫-২০ দিন ধরে জনসংযোগ শুরু করেছিল। ছেলে এলাকায় জনপ্রিয় ছিল। এর জন্যই অন্য চেয়ারম্যান প্রার্থীরা তাকে গুলি করে হত্যা করেছে।’
গত ২৮ নভেম্বর নবীনগর উপজেলার ২১টির মধ্যে ১৩ ইউপিতে ভোট হয়েছে। বাকি আটটিতে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তবে সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে এরশাদুল তাঁর সহযোগী বাদল সরকারকে নিয়ে নাটঘর ইউনিয়নের কুড়িঘর বাজারের পাশে ওয়াজ মাহফিলে যান। সেখানে তিনি ভোটের জন্য সবার কাছে দোয়া চান। ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন বাদল এবং তাঁর পেছনে এরশাদুল বসা ছিলেন। রাত ১০টার দিকে উপজেলার মহেশ সড়কে রাস্তায় চারটি মোটরসসাইকেলে করে আটজনসহ ১৫-১৬ দুর্বৃত্ত তাঁদের ঘেরাও করে গুলি শুরু করে। বাদল গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত এরশাদুলকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কিন্তু অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখানে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহত এরশাদুলের স্ত্রী সুমি বেগম বলেন, ওয়াজ মাহফিলে গিয়ে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন। কিছুক্ষণ পরই দেখি খবর আসছে আমার স্বামীকে গুলি করে হত্যা করা হয়েছে।
ঘটনায় জড়িত সন্দেহে শনিবার ভোরে উপজেলার কুড়িঘর গ্রাম থেকে একজনকে আটক করেছে পুলিশ। এদিকে ঘটনার পরপর উপজেলার নান্দুরা গ্রামে হুমায়ুন কবির ও জামাল মিয়ার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। রাতেই হুমায়ুন কবির, জামাল মিয়া ও তাঁদের পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।
গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, ২০১৯ সালের এপ্রিল মাসে নিহত এরশাদুলের চাচাতো ভাইকে প্রতিপক্ষের লোকজন হত্যা করে। ওই ঘটনায় এরশাদুল বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগপত্র দিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে এটাও কারণ হতে পারে।
স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে হত্যার অভিযোগ
পাবনার আটঘরিয়ার দেবোত্তর ইউনিয়নে গতকাল শনিবার নির্বাচনী প্রচারণার সময় হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কে এম শাহীনের কর্মী সেলিম হোসেন (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন। নিহত সেলিম হোসেন ইউনিয়নের রামনগর গ্রামের জমসেদ আলীর ছেলে। এ ঘটনায় গতকাল রাতে নিহত সেলিমের লাশ নিয়ে দেবোত্তর বাজারে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
কে এম শাহীন (আনারস) অভিযোগ করেন, গতকাল দুপুরে প্রাচারণার জন্য তাঁর কর্মী-সমর্থকেরা রায়পুর গ্রামে গণসংযোগে গেলে নৌকামার্কার কর্মী-সমর্থকেরা হামলা চালায়।
দুই জেলায় আহত ৩০ জন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার ৭টার দিকে ইউনিয়নের কিত্তিনগর এলাকায় আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুল হাসান মামুন ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কায়সার টিপুর সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের অন্তত ২৫টি বাড়ি ভাঙচুর ও স্বতন্ত্র প্রার্থীর ৭টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ২৫ জন আহত হয়েছেন। আহতদের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর নৌকার সমর্থকেরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে দুর্গাপাশা বাজারে এ হামলা হয়। এতে গুরুতর আহত হয়েছেন দুর্গাপূজা ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ সভাপতি জি এম মাসুদ ও প্রচার সম্পাদক মনিরসহ ৬-৭ জন। তাঁরা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম বাশারের সমর্থক। তবে নৌকার প্রার্থী হানিফ তালুকদার এসব অভিযোগ অস্বীকার করেছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে