রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়। সংবাদ সম্মেলনে এখন অভিযোগ করেও লাভ নেই। ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।’
গত রোববার সরদহ ইউপি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট।
সংবাদ সম্মেলনে মতিউর রহমান তপন বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি হয়েছে। ভোট পুনরায় গণনা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বলেন, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ করছি, রাজশাহীতে আওয়ামী লীগ জামায়াতকে স্পেস দিতে রাজি আছে, কিন্তু ১৪ দলের মধ্যে সমন্বয় করে নির্বচন করার ক্ষেত্রে তাঁদের অনেক আপত্তি। পবার হড়গ্রাম ইউনিয়নে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদকে স্পেস করে দেওয়া হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে পাশবিক আচরণ করছে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দলের সংলাপ আছে, ঠিক এমন দিনে এমন একটি ঘটনার কথা আপনাদের বলতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট চুরির অভিযোগ তুলেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মনোনীত হাতুড়ি প্রতীকের প্রার্থী মতিউর রহমান তপন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাজশাহী জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি পুনরায় ভোট গণনার দাবি জানান।
তবে চারঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল আলম বলেন, ‘ভোট কারচুপির অভিযোগ সঠিক নয়। সংবাদ সম্মেলনে এখন অভিযোগ করেও লাভ নেই। ভোট পুনরায় গণনা চাইলে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করতে হবে। আদালত সিদ্ধান্ত দিলে গণনা করা হবে।’
গত রোববার সরদহ ইউপি নির্বাচন হয়। এতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান হাসানুজ্জামান মধুকে বিজয়ী ঘোষণা করা হয়। ফলাফলে বলা হয়, তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হাসানুজ্জামান ৬ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। আর মতিউর রহমান পেয়েছেন ৫ হাজার ৫৪৬ ভোট।
সংবাদ সম্মেলনে মতিউর রহমান তপন বলেন, ভোটের দিন লাইনে ভোটার থাকলেও দুটি কেন্দ্রে ব্যালট ছিল না। বিজয়ী প্রার্থীর আপন চাচাতো ভাইসহ দলীয় লোকেরাই ছিলেন প্রিসাইডিং কর্মকর্তা। এগুলো পরিবর্তনের জন্য লিখিত অভিযোগ করা হলেও তা করা হয়নি। ভোটের দিন জোর করে দুপুরেই হাতুড়ি প্রতীকের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।
মতিউর দাবি করেন, ভোটের দিন ৬টি কেন্দ্রের ফলাফলে তিনি এগিয়ে ছিলেন ১ হাজার ২০০ ভোটে। এরপর আর অন্য কেন্দ্রগুলো থেকে ফলাফল আসছিল না। ভোট কারচুপি হয়েছে। ভোট পুনরায় গণনা হলে তিনি বিপুল ভোটে বিজয়ী হবেন। এ নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করবেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু বলেন, ‘আমরা খুবই দুঃখের সঙ্গে লক্ষ করছি, রাজশাহীতে আওয়ামী লীগ জামায়াতকে স্পেস দিতে রাজি আছে, কিন্তু ১৪ দলের মধ্যে সমন্বয় করে নির্বচন করার ক্ষেত্রে তাঁদের অনেক আপত্তি। পবার হড়গ্রাম ইউনিয়নে জামায়াতের প্রার্থী আবুল কালাম আজাদকে স্পেস করে দেওয়া হয়েছে। তাঁরা আমাদের সঙ্গে পাশবিক আচরণ করছে। আমরা চাই অংশগ্রহণমূলক নির্বাচন। আজকে যখন রাষ্ট্রপতির সঙ্গে আমাদের দলের সংলাপ আছে, ঠিক এমন দিনে এমন একটি ঘটনার কথা আপনাদের বলতে হচ্ছে।’
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, নাজমুল করিম অপু, জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে