কাজীপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সিরাজগঞ্জের কাজীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে ভাড়া বৃদ্ধি করেছেন মালিক সমিতি ও চালকেরা। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু কিছু স্থানে পূর্বের ভাড়ার দ্বিগুণ আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব দেখা দিচ্ছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মাথাইলচাপড় বাজার থেকে আলমপুর চৌরাস্তা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। আগে নেওয়া হতো পাঁচ টাকা। আলমপুর চৌরাস্তা থেকে সোনামুখী বাজার পর্যন্ত নেওয়া হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। আগে ভাড়া ছিল ১৫ টাকা। মেঘাই থেকে আলমপুর পর্যন্ত পাঁচ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা। এমন অনেক স্থানে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ইজিবাইক চালকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তেল-চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই তাঁরা ভাড়া বাড়িয়েছেন। সমিতির সবাই বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তাঁরা।
অন্যদিকে যাত্রীরা বলছেন, কোনো ঘোষণা বা মাইকিং না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা লেগেই থাকে। শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে মেঘাই ইজিবাইক মালিক সমিতির সভাপতি আব্দুল বারিক বলেন, ‘চাল-ডাল, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাড়ির দাম বেশি, যন্ত্রাংশের দামও বেশি। রাস্তা খারাপ হওয়ায় প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়। তাই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’
কাজীপুর পৌর এলাকার ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মজনু মিয়াও ভাড়া বৃদ্ধির একই কারণ দেখান।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি জানার পর সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।’
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির জেরে সিরাজগঞ্জের কাজীপুরে ব্যাটারিচালিত ইজিবাইকে ভাড়া বৃদ্ধি করেছেন মালিক সমিতি ও চালকেরা। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন যাত্রীরা। কিছু কিছু স্থানে পূর্বের ভাড়ার দ্বিগুণ আদায় করা হচ্ছে বলে জানা গেছে। এ নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে প্রায়ই দ্বন্দ্ব দেখা দিচ্ছে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার মাথাইলচাপড় বাজার থেকে আলমপুর চৌরাস্তা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে ১০ টাকা। আগে নেওয়া হতো পাঁচ টাকা। আলমপুর চৌরাস্তা থেকে সোনামুখী বাজার পর্যন্ত নেওয়া হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। আগে ভাড়া ছিল ১৫ টাকা। মেঘাই থেকে আলমপুর পর্যন্ত পাঁচ টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে ১০ টাকা। এমন অনেক স্থানে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এতে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ইজিবাইক চালকদের সঙ্গে কথা হলে তাঁরা জানান, তেল-চালসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। তাই তাঁরা ভাড়া বাড়িয়েছেন। সমিতির সবাই বসে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তাঁরা।
অন্যদিকে যাত্রীরা বলছেন, কোনো ঘোষণা বা মাইকিং না করে হঠাৎ ভাড়া বৃদ্ধিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে যাত্রীদের। ভাড়া নিয়ে চালক ও যাত্রীদের মধ্যে বাগ্বিতণ্ডা লেগেই থাকে। শিক্ষার্থীদের কাছ থেকেও ভাড়া বেশি আদায় করা হচ্ছে।
এ ব্যাপারে মেঘাই ইজিবাইক মালিক সমিতির সভাপতি আব্দুল বারিক বলেন, ‘চাল-ডাল, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গাড়ির দাম বেশি, যন্ত্রাংশের দামও বেশি। রাস্তা খারাপ হওয়ায় প্রতিদিনই গাড়ি মেরামত করতে হয়। তাই ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’
কাজীপুর পৌর এলাকার ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মজনু মিয়াও ভাড়া বৃদ্ধির একই কারণ দেখান।
কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী বলেন, ‘হঠাৎ ভাড়া বৃদ্ধির বিষয়টি জানার পর সংগঠনের নেতাদের সঙ্গে কথা বলেছি। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে