আজকের পত্রিকা ডেস্ক
নোয়াখালীর সেনবাগ ও হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে সেনবাগে ও গত শনিবার বিকেলে হাতিয়ায় প্রথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ: নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ও মোহাম্মদপুর ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্রকরে আওয়ামী লীগের প্রার্থী বেলাল ভূঞা ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঞার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর ছিদ্দিক ভূঞার ছেলে সুজন (২৮) চৌধুরীকে নোয়াখালী সদর হাসপাতালে ও বেলাল ভূঞার সমর্থক মো. জামাল (৫২), রুহুল আমিন (৩০), সামছুল আলম ভূঞা (২৮) ও মিলনকে (৩১) সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) কাউচার আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে গত শনিবার রাত ৭টায় মোহাম্মদপুর ইউপির জয়নাল চেয়ারম্যানের বাড়িসহ পাশের রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজির প্রচারে একটি সিএনজিতে হামলা, ভাঙচুর চালিয়ে মাইক, ব্যাটারি ও বাদ্যযন্ত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামাল উদ্দিন মিয়াজি ৬ জনের নামে ও আরও ৮-১০ জনের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা, ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে কামাল উদ্দিন মিয়াজি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরকার দলীয় প্রার্থীর লোকজনসহ বহিরাগত লোকজন অব্যাহত হুমকি দিচ্ছেন।
কেশারপাড় ইউনিয়নে আওয়ামী দলীয় প্রার্থী বেলাল ভূঞা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর ভূঞা রাতে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছেন।
হাতিয়া: এদিকে হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারের সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক কাউসার, হরণী ইউপির সদস্য প্রার্থী সালা উদ্দিন; মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হাতিয়ার হরণী ইউপির নির্বাচনকে সামনে রেখে বিকেলে প্রচারে নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। তাঁরা মোটরসাইকেল নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা পথরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপপরিদর্শক কাউসার, কয়েকজন সদস্য প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হন। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তাঁর প্রচারের সময় হামলা চালান। এ সময় কয়েকজন সদস্য প্রার্থীসহ অন্তত ১৪ সমর্থক আহত হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন বলেন, তিনি ঘটনার সময় নিজ বাসায় ছিলেন। কে বা কারা হামলা মারপিট করেছেন তিনি কিছুই জানেন না। হামলার সাথে তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত ছিলেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
নোয়াখালীর সেনবাগ ও হাতিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত ২৭ জন আহত হয়েছেন। গতকাল রোববার বেলা ১১টার দিকে সেনবাগে ও গত শনিবার বিকেলে হাতিয়ায় প্রথক এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় হাতিয়া পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:
সেনবাগ: নোয়াখালীর সেনবাগের কেশারপাড় ও মোহাম্মদপুর ইউপিতে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে দক্ষিণ কেশারপাড় ক্লাব ঘর নামক স্থানে নির্বাচনী অফিস উদ্বোধনকে কেন্দ্রকরে আওয়ামী লীগের প্রার্থী বেলাল ভূঞা ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঞার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে আবু বক্কর ছিদ্দিক ভূঞার ছেলে সুজন (২৮) চৌধুরীকে নোয়াখালী সদর হাসপাতালে ও বেলাল ভূঞার সমর্থক মো. জামাল (৫২), রুহুল আমিন (৩০), সামছুল আলম ভূঞা (২৮) ও মিলনকে (৩১) সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্য ৬ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর পেয়ে সেনবাগ থানার উপপরিদর্শক (এএসআই) কাউচার আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপরদিকে গত শনিবার রাত ৭টায় মোহাম্মদপুর ইউপির জয়নাল চেয়ারম্যানের বাড়িসহ পাশের রাস্তায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দিন মিয়াজির প্রচারে একটি সিএনজিতে হামলা, ভাঙচুর চালিয়ে মাইক, ব্যাটারি ও বাদ্যযন্ত্র নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় কামাল উদ্দিন মিয়াজি ৬ জনের নামে ও আরও ৮-১০ জনের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা, ইউএনও, ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছে। এ ব্যাপারে কামাল উদ্দিন মিয়াজি বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়াতে সরকার দলীয় প্রার্থীর লোকজনসহ বহিরাগত লোকজন অব্যাহত হুমকি দিচ্ছেন।
কেশারপাড় ইউনিয়নে আওয়ামী দলীয় প্রার্থী বেলাল ভূঞা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়ার বিষয়টি জানিয়েছেন। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর ভূঞা রাতে তার বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকেছেন।
হাতিয়া: এদিকে হাতিয়ার হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের প্রচারের সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত শনিবার বিকেলে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রাতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে।
আহত ব্যক্তিরা হলেন পুলিশের বিশেষ শাখার সহকারী উপপরিদর্শক কাউসার, হরণী ইউপির সদস্য প্রার্থী সালা উদ্দিন; মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হাতিয়ার হরণী ইউপির নির্বাচনকে সামনে রেখে বিকেলে প্রচারে নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান। তাঁরা মোটরসাইকেল নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকেরা পথরোধ করেন। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এ সময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপপরিদর্শক কাউসার, কয়েকজন সদস্য প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হন। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান বলেন, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তাঁর প্রচারের সময় হামলা চালান। এ সময় কয়েকজন সদস্য প্রার্থীসহ অন্তত ১৪ সমর্থক আহত হন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আক্তার হোসেন বলেন, তিনি ঘটনার সময় নিজ বাসায় ছিলেন। কে বা কারা হামলা মারপিট করেছেন তিনি কিছুই জানেন না। হামলার সাথে তাঁর কোনো কর্মী-সমর্থক জড়িত ছিলেন না।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে। হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে