শাকিলা ববি, সিলেট
সিলেট নগরীর জাহাঙ্গীরনগর এলাকার একটি টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে চার বছর বাস করছেন বিলকিস বেগম। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার একাংশে ঘর বানিয়ে থাকছেন তাঁরা। বিলকিস বেগম বলেন, ‘আমাদের স্থায়ী জায়গা নেই। স্বামী দিনমজুর, আমি মানুষের বাসায় কাজ করি। এখানে কম ভাড়ায় থাকা যায়, তাই ঝুঁকি জেনেও বাচ্চাদের নিয়ে বাস করছি। সারা বছর তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু বর্ষার সময় টিলার নিচে থাকা অনেক ঝুঁকির জেনেও থাকতে হচ্ছে। এ ছাড়া আর উপায় নেই আমার।’
নগরীর জাহাঙ্গীরনগর এলাকায় আলীবাহার চা বাগানের টিলার নিচে বাস করে ১৫ পরিবার। এই পরিবারগুলোতে নারী শিশুসহ প্রায় ৫০ জন থাকেন। এখানে বসবাসরত সবাই দরিদ্র ও ভূমিহীন। বেশির ভাগ মানুষই দিনমজুর।
জাহাঙ্গীরনগর এলাকায় আরেকটি টিলার নিচে বাস করেন স্বপ্না বেগম। তাঁর স্বামী রিকশাচালক। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার নিচে একটি টিনের ঘরে বাস করেন তিনি। স্বপ্না বেগম বলেন, ‘বৃষ্টি হলে আতঙ্কে থাকি। কারণ আমরা একদম টিলার নিচে থাকি। যেদিন রাতে বেশি বৃষ্টি হয় সেদিন ঘুমাই না। কারণ কোন সময় কী হয় বলা যায় না।’
প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই সিলেটে পাহাড় ও টিলা ধসের ঘটনায় প্রাণহানি হয়। এ সময় এসব পাহাড় ও টিলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়।
সিলেট নগরী ও সদর উপজেলাসহ জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সহস্রাধিক পাহাড়-টিলা রয়েছে। তবে এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান নেই জেলা প্রশাসনের কাছে। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় সিলেটের পাহাড়-টিলা নিয়ে জরিপ করেছে। বেলার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৭৪৫টি (২৭৪৯.৫০ একর) টিলাভূমি রয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন, সিলেট সদর উপজেলা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে ১ হাজার ২৫টি টিলাভূমি রয়েছে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও সদর ইউনিয়নে ২৫১.০৮ একর টিলাভূমি রয়েছে।
সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ২০১৭ সালের জরিপে দেখা গেছে, সিলেটে টিলার পাদদেশে বাড়ি তৈরি করে বাস করছেন প্রায় ১০ হাজার মানুষ। তবে এ সংখ্যা বর্তমানে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বেলার প্রধান সমন্বয়ক আবদুল হাই।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরানো যায় না। এটা একটা বড় সমস্যা। এ জন্য বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটে। টিলার পাদদেশে বসবাসকারীদের কীভাবে সরানো যায় ও পুনর্বাসন করা যায় তা নিয়ে ভাবছি।’
সিলেট নগরীর জাহাঙ্গীরনগর এলাকার একটি টিলার পাদদেশে ঝুঁকি নিয়ে চার বছর বাস করছেন বিলকিস বেগম। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার একাংশে ঘর বানিয়ে থাকছেন তাঁরা। বিলকিস বেগম বলেন, ‘আমাদের স্থায়ী জায়গা নেই। স্বামী দিনমজুর, আমি মানুষের বাসায় কাজ করি। এখানে কম ভাড়ায় থাকা যায়, তাই ঝুঁকি জেনেও বাচ্চাদের নিয়ে বাস করছি। সারা বছর তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু বর্ষার সময় টিলার নিচে থাকা অনেক ঝুঁকির জেনেও থাকতে হচ্ছে। এ ছাড়া আর উপায় নেই আমার।’
নগরীর জাহাঙ্গীরনগর এলাকায় আলীবাহার চা বাগানের টিলার নিচে বাস করে ১৫ পরিবার। এই পরিবারগুলোতে নারী শিশুসহ প্রায় ৫০ জন থাকেন। এখানে বসবাসরত সবাই দরিদ্র ও ভূমিহীন। বেশির ভাগ মানুষই দিনমজুর।
জাহাঙ্গীরনগর এলাকায় আরেকটি টিলার নিচে বাস করেন স্বপ্না বেগম। তাঁর স্বামী রিকশাচালক। স্বামী ও চার সন্তান নিয়ে টিলার নিচে একটি টিনের ঘরে বাস করেন তিনি। স্বপ্না বেগম বলেন, ‘বৃষ্টি হলে আতঙ্কে থাকি। কারণ আমরা একদম টিলার নিচে থাকি। যেদিন রাতে বেশি বৃষ্টি হয় সেদিন ঘুমাই না। কারণ কোন সময় কী হয় বলা যায় না।’
প্রতি বছর বর্ষা মৌসুম শুরু হলেই সিলেটে পাহাড় ও টিলা ধসের ঘটনায় প্রাণহানি হয়। এ সময় এসব পাহাড় ও টিলায় ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের মধ্যেও উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে যায়।
সিলেট নগরী ও সদর উপজেলাসহ জেলার গোলাপগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় সহস্রাধিক পাহাড়-টিলা রয়েছে। তবে এ সংক্রান্ত কোনো পরিসংখ্যান নেই জেলা প্রশাসনের কাছে। তবে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সময় সিলেটের পাহাড়-টিলা নিয়ে জরিপ করেছে। বেলার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সিলেট বিভাগে ১ হাজার ৭৪৫টি (২৭৪৯.৫০ একর) টিলাভূমি রয়েছে। এর মধ্যে সিলেট সিটি করপোরেশন, সিলেট সদর উপজেলা, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ ও জৈন্তাপুরে ১ হাজার ২৫টি টিলাভূমি রয়েছে। এ ছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও সদর ইউনিয়নে ২৫১.০৮ একর টিলাভূমি রয়েছে।
সেভ দ্য হেরিটেজ অ্যান্ড এনভায়রনমেন্ট নামের স্বেচ্ছাসেবী সংগঠনের ২০১৭ সালের জরিপে দেখা গেছে, সিলেটে টিলার পাদদেশে বাড়ি তৈরি করে বাস করছেন প্রায় ১০ হাজার মানুষ। তবে এ সংখ্যা বর্তমানে দ্বিগুণ হয়ে গেছে বলে জানিয়েছেন বেলার প্রধান সমন্বয়ক আবদুল হাই।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেন, ‘ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরানো যায় না। এটা একটা বড় সমস্যা। এ জন্য বৃষ্টির সময় দুর্ঘটনা ঘটে। টিলার পাদদেশে বসবাসকারীদের কীভাবে সরানো যায় ও পুনর্বাসন করা যায় তা নিয়ে ভাবছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে