সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে কেন্দ্রটি তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।
সারিয়াকান্দিতে বিভিন্ন সময় নদী শাসনের জন্য বিভিন্ন স্পার ও হার্ড পয়েন্ট তৈরি করা হয়েছে। এগুলো হলো সারিয়াকান্দি পৌরসভার কালিতলা গ্রোয়েন বাঁধ, সদরের প্রেম যমুনার ঘাট, হাটশেরপুরের হাসনা পাড়া ও বালাইল স্পার, কুতুবপুরের দেবডাঙা স্পার।
এগুলোর মধ্যে দীঘলকান্দি হার্ড পয়েন্টটি সিঁড়ি করে নির্মাণ করার জন্য এটি অত্যাধিক দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ফলে এখানে প্রতিনিয়ত শত শত এবং বর্ষাকালে হাজারো পর্যটকের আগমন ঘটে। স্থানীয় তরুণ-তরুণীরা পছন্দের এই স্পটটির নামকরণ করে প্রেম যমুনার ঘাট; যা উপজেলার মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে ওঠে।
বর্তমানে স্পাটটির প্রায় সবটুকু এলাকাতেই স্থানীয় গ্রামের নারীরা গরুর গোবরের ঘুঁটে তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন। ফলে পুরো পর্যটন এলাকাকে গোবরের ঘুঁটে তৈরির চাতাল বলে মনে হয়।
অপর দিকে স্থানীয়রা স্পটটিতেই আমন ধানের মাড়াইয়ের কাজ করছেন। ধান সেদ্ধ করার সময় স্পারের কেস্টলে কালো কালি পড়ে এর সৌন্দর্য হারাচ্ছে। যেখানে সেখানে ছাই ফেলে এর পরিবেশ একেবারেই নষ্টের পথে। পাশাপাশি স্পটটির বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ধরনের জ্বালানি স্তূপ করে রাখা হয়েছে।
স্থানীয় অটোভ্যানের চালক ইয়াছিন আলী বলেন, ‘প্রেম যমুনার ঘাট আগে অনেক পরিপাটি ছিল। তখন অনেক মানুষ আমার অটোভ্যানে করে স্পটটি দেখার জন্য আসতেন। এখন আর আগের মতো লোকজন আসেন না। ফলে রোজগারও আগের মতো হচ্ছে না।’
স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ‘বহুদিন আগে ফায়ার সার্ভিস আসে একবার পরিষ্কার করে দিয়ে গেছিল। দুই-এক দিন পরথাকেই আবার লোকজন গোবর নাড়ে দেওয়া শুরু করে এবং জ্বালানি দিয়ে পরিবেশ নষ্ট করে ফালে দেয়।’
স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মণ্ডল বলেন, ‘ইতিপূর্বে কয়েকবার স্পটটি পরিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্পটটি সরেজমিন পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বগুড়ার সারিয়াকান্দির প্রধান পর্যটনকেন্দ্র সদরের দীঘলকান্দি প্রেম যমুনার ঘাট। গোবরের ঘুঁটে শুকানো, ধান সেদ্ধ, জ্বালানি স্তূপ করে রাখা প্রভৃতি কারণে কেন্দ্রটি তার সৌন্দর্য হারিয়েছে। পর্যটকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন এ কেন্দ্র থেকে।
সারিয়াকান্দিতে বিভিন্ন সময় নদী শাসনের জন্য বিভিন্ন স্পার ও হার্ড পয়েন্ট তৈরি করা হয়েছে। এগুলো হলো সারিয়াকান্দি পৌরসভার কালিতলা গ্রোয়েন বাঁধ, সদরের প্রেম যমুনার ঘাট, হাটশেরপুরের হাসনা পাড়া ও বালাইল স্পার, কুতুবপুরের দেবডাঙা স্পার।
এগুলোর মধ্যে দীঘলকান্দি হার্ড পয়েন্টটি সিঁড়ি করে নির্মাণ করার জন্য এটি অত্যাধিক দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ফলে এখানে প্রতিনিয়ত শত শত এবং বর্ষাকালে হাজারো পর্যটকের আগমন ঘটে। স্থানীয় তরুণ-তরুণীরা পছন্দের এই স্পটটির নামকরণ করে প্রেম যমুনার ঘাট; যা উপজেলার মধ্যে অন্যতম পর্যটন স্পট হয়ে ওঠে।
বর্তমানে স্পাটটির প্রায় সবটুকু এলাকাতেই স্থানীয় গ্রামের নারীরা গরুর গোবরের ঘুঁটে তৈরি করে রোদে শুকাতে দিচ্ছেন। ফলে পুরো পর্যটন এলাকাকে গোবরের ঘুঁটে তৈরির চাতাল বলে মনে হয়।
অপর দিকে স্থানীয়রা স্পটটিতেই আমন ধানের মাড়াইয়ের কাজ করছেন। ধান সেদ্ধ করার সময় স্পারের কেস্টলে কালো কালি পড়ে এর সৌন্দর্য হারাচ্ছে। যেখানে সেখানে ছাই ফেলে এর পরিবেশ একেবারেই নষ্টের পথে। পাশাপাশি স্পটটির বেশ কয়েকটি স্থানে বিভিন্ন ধরনের জ্বালানি স্তূপ করে রাখা হয়েছে।
স্থানীয় অটোভ্যানের চালক ইয়াছিন আলী বলেন, ‘প্রেম যমুনার ঘাট আগে অনেক পরিপাটি ছিল। তখন অনেক মানুষ আমার অটোভ্যানে করে স্পটটি দেখার জন্য আসতেন। এখন আর আগের মতো লোকজন আসেন না। ফলে রোজগারও আগের মতো হচ্ছে না।’
স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, ‘বহুদিন আগে ফায়ার সার্ভিস আসে একবার পরিষ্কার করে দিয়ে গেছিল। দুই-এক দিন পরথাকেই আবার লোকজন গোবর নাড়ে দেওয়া শুরু করে এবং জ্বালানি দিয়ে পরিবেশ নষ্ট করে ফালে দেয়।’
স্থানীয় সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাফি মণ্ডল বলেন, ‘ইতিপূর্বে কয়েকবার স্পটটি পরিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে আমি প্রশাসনের সঙ্গে কথা বলব।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বলেন, স্পটটি সরেজমিন পরিদর্শন সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৪ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে