আব্দুর রহিম পায়েল, গঙ্গাচড়া ও শিপুল ইসলাম, তারাগঞ্জ
চলতি মৌসুমে দেড় লাখ টাকা খরচ করে তিস্তার চরে মিষ্টিকুমড়া চাষ করেছিলেন গঙ্গাচড়া উপজেলার ছালাপাক গ্রামের বর্গাচাষি আবুল হোসেন। নদীতে হঠাৎ এক দিনের ঢল সেই কুমড়াগাছ ধুয়েমুছে নিয়ে যায়। পানি নেমে গেলে আবার স্ত্রীর গয়না আর পোষা গরু বিক্রি করে একই সবজির চাষ করেন। চরের জমি ভরে ওঠে সবুজে। খেত দেখে ফিরে স্বস্তির হাসি। কিন্তু ফলন আসার সময় মোজাইক ভাইরাসের আক্রমণ সেই হাসি মলিন করে দেয়। তারপরও যে কুমড়া পাওয়া গেছে, তা এখন বাজারে নিয়ে খরচই উঠছে না।
মহিপুরে তিস্তার চরে গিয়ে গত রোববার কথা হয় চাষি আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এক দফা খাইছে বন্যা, আরেক দফা মোজাইক ভাইরাস আর এক দফা খাওছে বাজারদর। বন্যার লস কিসের পোষামো, উল্টা আবাদের খরচে উঠোছে না। কুমড়া নিবার লোক পাওছি না। বাজারে পাইকারেরা যে দাম কয়, তাতে আবাদের অর্ধেক খরচও উঠবে না।’
শুধু আবুল হোসেন নয়, তিস্তার চরে মিষ্টিকুমড়া ফলানো অধিকাংশ চাষির অবস্থাই এখন এমন করুণ। বাজার দর কম থাকায় তাঁরা লোকসানের আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় চরসহ বিভিন্ন এলাকায় ১১৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। তিস্তায় আকস্মিক ঢলে চরের আগাম কুমড়াসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গিয়েছিল।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কুমড়া খেতে মোজাইক ভাইরাসের আক্রমণের ফলে ফলন কম হয়েছে। এ ছাড়া আগাম চাষ করা কুমড়া শুরু দিকে ১৫ টাকা কেজি বিক্রি হলেও এখন তা পাঁচ থেকে ছয় টাকায় নেমে এসেছে। চাষিরা মাঠে এই দরে বিক্রি করলেও রংপুর সদরসহ বিভিন্ন বাজারে তা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে।
হতাশা প্রকাশ করে গন্নারপার চরের চাষি ইউসুফ আলী বলেন, ‘বানোত ঘরবাড়ি তলে যায়, কষ্টের ফসল ভাসি যায়। অ্যালা যেকনা ফলাওছি তাঁর বাজারোত দাম নাই। বাজারোত তেল-চাউলের দাম ঠিকই আছে। ফসল চাষে লোকসান দিতে দিতে দেনাত পড়ি গেছি। সংসার চালার পাওছি না। এমনটা কয় তিস্তার জলোত ভাসি যাই।’
অনেক আশা নিয়ে মিষ্টি কুমড়া চাষ করে এবার ফকির হতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন ছালাপাক চরের চাষি শহিদার রহমান। তিনি জানান, আড়াই একর জমিতে কুমড়া লাগিয়েছেন। ভাইরাসের কারণে ফলন কম হয়েছে। সেই কুমড়ার এখন বাজারে দাম নেই। পাইকার তাঁদের কাছ থেকে পাঁচ টাকা কেজিতে কিনে হাটে ২০ টাকা বিক্রি করছেন।
আরেক চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বেচপার গেইলে হামার জিনিসের বাজারোত ন্যায্য দাম নাই। কিন্তুক কিনার গেইলে তো ঠিকে দাম। এমতোন চললে দুনিয়াত কয়দিন বাচমো? হামার কৃষকের জীবনোত শান্তি নাই।’
কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেন গঙ্গাচড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, এ চক্র সব ফায়দা লুটে নিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ১১৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। বাজার দর ভালো পেলে কৃষকেরা লাভবান হবে। আমাদের কাজ উৎপাদন বাড়ানো। বাজার মনিটরিংয়ের জন্য আলাদা লোক আছে।’
চলতি মৌসুমে দেড় লাখ টাকা খরচ করে তিস্তার চরে মিষ্টিকুমড়া চাষ করেছিলেন গঙ্গাচড়া উপজেলার ছালাপাক গ্রামের বর্গাচাষি আবুল হোসেন। নদীতে হঠাৎ এক দিনের ঢল সেই কুমড়াগাছ ধুয়েমুছে নিয়ে যায়। পানি নেমে গেলে আবার স্ত্রীর গয়না আর পোষা গরু বিক্রি করে একই সবজির চাষ করেন। চরের জমি ভরে ওঠে সবুজে। খেত দেখে ফিরে স্বস্তির হাসি। কিন্তু ফলন আসার সময় মোজাইক ভাইরাসের আক্রমণ সেই হাসি মলিন করে দেয়। তারপরও যে কুমড়া পাওয়া গেছে, তা এখন বাজারে নিয়ে খরচই উঠছে না।
মহিপুরে তিস্তার চরে গিয়ে গত রোববার কথা হয় চাষি আবুল হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এক দফা খাইছে বন্যা, আরেক দফা মোজাইক ভাইরাস আর এক দফা খাওছে বাজারদর। বন্যার লস কিসের পোষামো, উল্টা আবাদের খরচে উঠোছে না। কুমড়া নিবার লোক পাওছি না। বাজারে পাইকারেরা যে দাম কয়, তাতে আবাদের অর্ধেক খরচও উঠবে না।’
শুধু আবুল হোসেন নয়, তিস্তার চরে মিষ্টিকুমড়া ফলানো অধিকাংশ চাষির অবস্থাই এখন এমন করুণ। বাজার দর কম থাকায় তাঁরা লোকসানের আশঙ্কা করছেন।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গঙ্গাচড়ায় চরসহ বিভিন্ন এলাকায় ১১৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়া চাষ হয়েছে। তিস্তায় আকস্মিক ঢলে চরের আগাম কুমড়াসহ অন্যান্য ফসল নষ্ট হয়ে গিয়েছিল।
চাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার কুমড়া খেতে মোজাইক ভাইরাসের আক্রমণের ফলে ফলন কম হয়েছে। এ ছাড়া আগাম চাষ করা কুমড়া শুরু দিকে ১৫ টাকা কেজি বিক্রি হলেও এখন তা পাঁচ থেকে ছয় টাকায় নেমে এসেছে। চাষিরা মাঠে এই দরে বিক্রি করলেও রংপুর সদরসহ বিভিন্ন বাজারে তা প্রতি কেজি ১৮ থেকে ২০ টাকায় কিনতে হচ্ছে।
হতাশা প্রকাশ করে গন্নারপার চরের চাষি ইউসুফ আলী বলেন, ‘বানোত ঘরবাড়ি তলে যায়, কষ্টের ফসল ভাসি যায়। অ্যালা যেকনা ফলাওছি তাঁর বাজারোত দাম নাই। বাজারোত তেল-চাউলের দাম ঠিকই আছে। ফসল চাষে লোকসান দিতে দিতে দেনাত পড়ি গেছি। সংসার চালার পাওছি না। এমনটা কয় তিস্তার জলোত ভাসি যাই।’
অনেক আশা নিয়ে মিষ্টি কুমড়া চাষ করে এবার ফকির হতে হবে বলে ক্ষোভ প্রকাশ করেন ছালাপাক চরের চাষি শহিদার রহমান। তিনি জানান, আড়াই একর জমিতে কুমড়া লাগিয়েছেন। ভাইরাসের কারণে ফলন কম হয়েছে। সেই কুমড়ার এখন বাজারে দাম নেই। পাইকার তাঁদের কাছ থেকে পাঁচ টাকা কেজিতে কিনে হাটে ২০ টাকা বিক্রি করছেন।
আরেক চাষি জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বেচপার গেইলে হামার জিনিসের বাজারোত ন্যায্য দাম নাই। কিন্তুক কিনার গেইলে তো ঠিকে দাম। এমতোন চললে দুনিয়াত কয়দিন বাচমো? হামার কৃষকের জীবনোত শান্তি নাই।’
কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করেন গঙ্গাচড়ার উপসহকারী কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম। তিনি জানান, এ চক্র সব ফায়দা লুটে নিচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হবে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এবার ১১৫ হেক্টর জমিতে মিষ্টি কুমড়ার চাষ হয়েছে। বাজার দর ভালো পেলে কৃষকেরা লাভবান হবে। আমাদের কাজ উৎপাদন বাড়ানো। বাজার মনিটরিংয়ের জন্য আলাদা লোক আছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে