নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের পর এবার যুক্তরাষ্ট্র সিরিজ—সাকিব আল হাসান যতই মনে করুন, দুর্বল দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, তাঁর দলের কাছে সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ ‘ঐতিহাসিক’ এক টি-টোয়েন্টি সিরিজই খেলতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। যেকোনো সংস্করণে এ দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি। স্বাগতিক ও সফরকারীদের কাছে এই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক বলে।
যুক্তরাষ্ট্রের মাঠে সেভাবে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের; যা একটু অভিজ্ঞতা আছে, সেটি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগানোর মতোই। ২০১৮ সালের আগস্টে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সিরিজের পরের দুটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। সেখানে দুটি ম্যাচই জিতে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ।
সুখস্মৃতির সঙ্গে অভিজ্ঞতা ও শক্তি বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন-যোজন এগিয়ে বাংলাদেশ দল, এটি মানছেন স্বয়ং প্রতিপক্ষের কোচ স্টুয়ার্ট ল। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৩৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে কোরি অ্যান্ডারসনের। এগুলোর মধ্যে ৩১টি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। অধিনায়ক মোনাক প্যাটেল ও সহ-অধিনায়ক অ্যারন জোনস খেলেছেন ২৩টি করে। অন্যদিকে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদই খেলেছেন ১২৮ টি-টোয়েন্টি। ১১৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। ৮০-৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও সৌম্য সরকারের।
বাংলাদেশ দলকে কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারে যুক্তরাষ্ট্রের ‘অচেনা’ কন্ডিশন। অবশ্য গত তিন দিনের অনুশীলনে কিছুটা হলেও মানিয়ে নিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ। প্রেইরি ভিউ মাঠে সর্বশেষ কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে ২৩০ রান তুলেছিল যুক্তরাষ্ট্র। ব্যাটিং-সহায়ক উইকেট হবে—সেই আভাস আগেই দিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের পরিচালনা বিভাগের সদস্য গোলাম নওশের প্রিন্স।
ব্যাটিং-সহায়ক উইকেট হলে লিটন-শান্তর খুশিই হওয়ার কথা। দুই টপ অর্ডার ব্যাটার যেভাবে ছন্দ হারিয়ে ফেলেছেন, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে ভালো ইনিংস খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে তাঁদের।
চোটে ছিটকে যাওয়ায় তাসকিন আহমেদের খেলা হচ্ছে না, আগেই নিশ্চিত। শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব নিয়ে পেস বোলিং আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ।
তবে স্বাগতিক দলকে শতভাগ যুক্তরাষ্ট্রের বলা কঠিন; অধিকাংশ খেলোয়াড়ই অভিবাসী। নিউজিল্যান্ডের অ্যান্ডারসন, ভারতের মোনাক, হারপ্রীত সিং, দক্ষিণ আফ্রিকার আন্দ্রিস গাউস, ওয়েস্ট ইন্ডিজের জোনসের মতো ক্রিকেটাররা আছেন দলে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের সঙ্গে ১৯ নম্বর পার্থক্য বড় করে না দেখে ভালো লড়াইয়ের আশা বাংলাদেশের সাবেক পেসার ও বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রিন্সের, ‘যুক্তরাষ্ট্র দলের প্রায় সব খেলোয়াড়েরই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৯ নম্বরে, ওরা ১৯ নম্বরে। বাংলাদেশের অনেক অভিজ্ঞতা, কিন্তু যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখার সুযোগ নেই।’
লড়াইটা জমলে তাতে বাংলাদেশেরই বেশি লাভ, বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি হয়ে যাবে সাকিবদের।
জিম্বাবুয়ের পর এবার যুক্তরাষ্ট্র সিরিজ—সাকিব আল হাসান যতই মনে করুন, দুর্বল দলের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না, তাঁর দলের কাছে সিরিজটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে আজ ‘ঐতিহাসিক’ এক টি-টোয়েন্টি সিরিজই খেলতে যাচ্ছে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র। যেকোনো সংস্করণে এ দুই দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ এটি। স্বাগতিক ও সফরকারীদের কাছে এই সিরিজ বিশেষ গুরুত্ব পাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমূলক বলে।
যুক্তরাষ্ট্রের মাঠে সেভাবে খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ দলের; যা একটু অভিজ্ঞতা আছে, সেটি নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগানোর মতোই। ২০১৮ সালের আগস্টে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে হেরে পিছিয়ে পড়ে বাংলাদেশ। সিরিজের পরের দুটি ম্যাচ হয়েছিল যুক্তরাষ্ট্রের লডারহিলে। সেখানে দুটি ম্যাচই জিতে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছিল সাকিব আল হাসানের বাংলাদেশ।
সুখস্মৃতির সঙ্গে অভিজ্ঞতা ও শক্তি বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে যোজন-যোজন এগিয়ে বাংলাদেশ দল, এটি মানছেন স্বয়ং প্রতিপক্ষের কোচ স্টুয়ার্ট ল। স্বাগতিক দলের হয়ে সর্বোচ্চ ৩৩ টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে কোরি অ্যান্ডারসনের। এগুলোর মধ্যে ৩১টি খেলেছেন নিউজিল্যান্ডের হয়ে। অধিনায়ক মোনাক প্যাটেল ও সহ-অধিনায়ক অ্যারন জোনস খেলেছেন ২৩টি করে। অন্যদিকে বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদই খেলেছেন ১২৮ টি-টোয়েন্টি। ১১৯ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাকিব আল হাসানের। ৮০-৯০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে মোস্তাফিজুর রহমান, লিটন দাস ও সৌম্য সরকারের।
বাংলাদেশ দলকে কিছুটা চ্যালেঞ্জ জানাতে পারে যুক্তরাষ্ট্রের ‘অচেনা’ কন্ডিশন। অবশ্য গত তিন দিনের অনুশীলনে কিছুটা হলেও মানিয়ে নিতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচে উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়াই বড় চ্যালেঞ্জ। প্রেইরি ভিউ মাঠে সর্বশেষ কানাডার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচে ২৩০ রান তুলেছিল যুক্তরাষ্ট্র। ব্যাটিং-সহায়ক উইকেট হবে—সেই আভাস আগেই দিয়েছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের পরিচালনা বিভাগের সদস্য গোলাম নওশের প্রিন্স।
ব্যাটিং-সহায়ক উইকেট হলে লিটন-শান্তর খুশিই হওয়ার কথা। দুই টপ অর্ডার ব্যাটার যেভাবে ছন্দ হারিয়ে ফেলেছেন, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে ভালো ইনিংস খেলতে পারলে আত্মবিশ্বাস বাড়বে তাঁদের।
চোটে ছিটকে যাওয়ায় তাসকিন আহমেদের খেলা হচ্ছে না, আগেই নিশ্চিত। শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব নিয়ে পেস বোলিং আক্রমণ সাজাতে পারে বাংলাদেশ।
তবে স্বাগতিক দলকে শতভাগ যুক্তরাষ্ট্রের বলা কঠিন; অধিকাংশ খেলোয়াড়ই অভিবাসী। নিউজিল্যান্ডের অ্যান্ডারসন, ভারতের মোনাক, হারপ্রীত সিং, দক্ষিণ আফ্রিকার আন্দ্রিস গাউস, ওয়েস্ট ইন্ডিজের জোনসের মতো ক্রিকেটাররা আছেন দলে। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ৯ নম্বর দলের সঙ্গে ১৯ নম্বর পার্থক্য বড় করে না দেখে ভালো লড়াইয়ের আশা বাংলাদেশের সাবেক পেসার ও বর্তমানে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রিন্সের, ‘যুক্তরাষ্ট্র দলের প্রায় সব খেলোয়াড়েরই ক্রিকেটীয় ব্যাকগ্রাউন্ড থেকে আসা। টি-টোয়েন্টিতে বাংলাদেশ ৯ নম্বরে, ওরা ১৯ নম্বরে। বাংলাদেশের অনেক অভিজ্ঞতা, কিন্তু যুক্তরাষ্ট্রকে ছোট করে দেখার সুযোগ নেই।’
লড়াইটা জমলে তাতে বাংলাদেশেরই বেশি লাভ, বিশ্বকাপের আগে দারুণ প্রস্তুতি হয়ে যাবে সাকিবদের।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে