রাশেদ রাব্বি, ঢাকা
দেশের সব সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা প্রাতিষ্ঠানিক রোগী দেখা চালু হতে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে এক শর মতো উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ পর্যায়ে এই সেবা চালু হবে। দেশের মানুষ কম খরচে পাবেন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তবে এই সময়ের মধ্যে সেবাটি চালু হবে কি না, তা নিয়ে সন্দিহান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এখনো এ-সংক্রান্ত নীতিমালাই হয়নি। তা ছাড়া, একজন বিশেষজ্ঞ চিকিৎসক সপ্তাহে এক দিন তিন ঘণ্টা সময় দিলে দেশের স্বাস্থ্য পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন সম্ভব নয় বলেও কেউ কেউ মনে করেন।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সব সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রোগী দেখা চালু করার উদ্যোগ প্রশংসনীয়। তবে এত অল্প সময়ে চালু করা সম্ভব হবে না। তা ছাড়া, নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন রোগী ও চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা হয়। পাশাপাশি বেসরকারি খাতনির্ভর স্বাস্থ্যসেবা পরিবর্তনে যেন ভূমিকা রাখতে পারে, সে দিকেও লক্ষ রাখতে হবে।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব অধ্যাপক এম এ আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি অবশ্যই ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে এটি আরও আগেই চালু করা উচিত ছিল। তা ছাড়া, নীতিমালা প্রণয়ন করে সেটি অনুমোদন করতে অনেক সময় প্রয়োজন। তাই খুব শিগগির এটি বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় না।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখা নীতিমালা প্রণয়নসংক্রান্ত একটি প্রস্তাব গতকাল রোববার সকালে এক সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের চিকিৎসাসেবায় গুণগত পরিবর্তন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণে হাসপাতালের নির্ধারিত অফিস সময়ের পর নিজ কর্মস্থলে থেকে রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস প্রবর্তন করা হবে। এটি বাস্তবায়নে প্রাধনমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
সভার পরে দুপুরেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলেন জানান, আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস। অর্থাৎ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হলে ছুটির পরে হাসপাতালেই করতে হবে। আপাতত ৫০টি উপজেলা, ৩০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে এই প্র্যাকটিস শুরু হচ্ছে। ফির পরিমাণ নির্ধারণ করতে একটি কমিটি করা হবে। তিনি বলেন, মানুষ যাতে কম খরচে নিজ দেশে স্বাস্থ্যসেবা পেতে পারে, এ জন্য ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে রোগীকে পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের সেবা থাকবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখা নীতিমালার খাসড়া তৈরি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ১৭ জানুয়ারি বিএসএমএমইউতে এই কমিটির প্রথম সভা হয়। সভায় একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখার উদ্যোগ বাস্তবায়নে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বর্তমানে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার কাজ যেভাবে চলছে, তার বিঘ্ন ঘটানো যাবে না। প্রথমে অগ্রগামী প্রকল্প হিসেবে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এটি চালু করতে হবে। অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে চালু করা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কীভাবে এই পদ্ধতি চলছে, তা পর্যবেক্ষণ করে ধাপে ধাপে চালু করা যেতে পারে। এতে সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে জনগণ বিশেষজ্ঞ সেবা পাবে।
এ প্রসঙ্গে নীতিমালা প্রণয়নসংক্রান্ত কমিটির সভাপতি শারফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হলে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না। সপ্তাহে মাত্র এক দিন রোস্টার করে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞরা সময় দেবেন। এরপর তাঁরা যা ইচ্ছা তাই করতে পারবেন।’ তিনি বলেন, নীতিমালা করতে ২১ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী মার্চের মধ্যে এটি চালু করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো দু-একটি হাসপাতালে পাইলটিং করা যেতে পারে। সারা দেশে করতে আরও অনেক সময়ের প্রয়োজন।’
কমিটির প্রস্তাবে বলা হয়েছে, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত বিষয়ভিত্তিক বৈকালিক রোস্টার (কার্যতালিকা) চালু করা যেতে পারে। আয়-ব্যয়ের ক্ষমতা স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ন্যস্ত থাকবে, যা একটি নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে। বিকেলে বহির্বিভাগে রোগী দেখার জন্য বসার স্থান আধুনিকায়ন করতে হবে।
কার্যতালিকা করে নার্স ও সহায়ক জনবলের দায়িত্ব দিতে হবে। এ জন্য উৎসাহ ভাতার ব্যবস্থা করতে হবে। বিকেলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা দ্রুত সময়ে করা এবং দ্রুত রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতি চালু করতে হলে চিকিৎসক, সহায়ক কর্মকর্তা, নার্স, কর্মচারীর শূন্য পদ পূরণ করতে হবে। উন্নত করতে হবে ল্যাবরেটরি সার্ভিস। চিকিৎসকদের প্রণোদনা দিতে হবে। হাসপাতালের বহির্বিভাগ সম্প্রসারণ করতে হবে। প্রাপ্ত আয়ের ১০ শতাংশ আয়কর হিসেবে কাটা হবে। বাকি অর্থের ৬০ শতাংশ কনসালট্যান্ট এবং ৪০ শতাংশ প্রতিষ্ঠান ও সহায়তাকারীদের মধ্যে বিতরণ করা হবে। কনসালট্যান্টদের পরিবহন সুবিধা দিতে হবে।
অধ্যাপক এম এ আজিজ বলেন, নতুন পদ্ধতি চালু করার জন্য নীতিমালা লাগবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও এ পদ্ধতি চালু করা যায় কি না, তা ভেবে দেখা দরকার।
দেশের সব সরকারি হাসপাতালে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস বা প্রাতিষ্ঠানিক রোগী দেখা চালু হতে যাচ্ছে। আগামী ১ মার্চ থেকে এক শর মতো উপজেলা, জেলা ও মেডিকেল কলেজ পর্যায়ে এই সেবা চালু হবে। দেশের মানুষ কম খরচে পাবেন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তবে এই সময়ের মধ্যে সেবাটি চালু হবে কি না, তা নিয়ে সন্দিহান জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, এখনো এ-সংক্রান্ত নীতিমালাই হয়নি। তা ছাড়া, একজন বিশেষজ্ঞ চিকিৎসক সপ্তাহে এক দিন তিন ঘণ্টা সময় দিলে দেশের স্বাস্থ্য পরিস্থিতির আশানুরূপ পরিবর্তন সম্ভব নয় বলেও কেউ কেউ মনে করেন।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে সব সরকারি স্বাস্থ্যপ্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক রোগী দেখা চালু করার উদ্যোগ প্রশংসনীয়। তবে এত অল্প সময়ে চালু করা সম্ভব হবে না। তা ছাড়া, নীতিমালা প্রণয়নের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, যেন রোগী ও চিকিৎসকসহ সংশ্লিষ্ট সবার স্বার্থ রক্ষা হয়। পাশাপাশি বেসরকারি খাতনির্ভর স্বাস্থ্যসেবা পরিবর্তনে যেন ভূমিকা রাখতে পারে, সে দিকেও লক্ষ রাখতে হবে।
এ প্রসঙ্গে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাবেক মহাসচিব অধ্যাপক এম এ আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘এটি অবশ্যই ভালো উদ্যোগ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে এটি আরও আগেই চালু করা উচিত ছিল। তা ছাড়া, নীতিমালা প্রণয়ন করে সেটি অনুমোদন করতে অনেক সময় প্রয়োজন। তাই খুব শিগগির এটি বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে হয় না।’
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখা নীতিমালা প্রণয়নসংক্রান্ত একটি প্রস্তাব গতকাল রোববার সকালে এক সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। তাতে বলা হয়েছে, দেশের চিকিৎসাসেবায় গুণগত পরিবর্তন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণে হাসপাতালের নির্ধারিত অফিস সময়ের পর নিজ কর্মস্থলে থেকে রোগীদের চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টিতে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস প্রবর্তন করা হবে। এটি বাস্তবায়নে প্রাধনমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
সভার পরে দুপুরেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলেন জানান, আগামী ১ মার্চ থেকে শুরু হচ্ছে ইনস্টিটিউশনাল প্র্যাকটিস। অর্থাৎ চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস করতে হলে ছুটির পরে হাসপাতালেই করতে হবে। আপাতত ৫০টি উপজেলা, ৩০টি জেলা এবং ৫টি মেডিকেল কলেজ হাসপাতালে এই প্র্যাকটিস শুরু হচ্ছে। ফির পরিমাণ নির্ধারণ করতে একটি কমিটি করা হবে। তিনি বলেন, মানুষ যাতে কম খরচে নিজ দেশে স্বাস্থ্যসেবা পেতে পারে, এ জন্য ইনস্টিটিউশনাল প্র্যাকটিসের ব্যবস্থা করা হচ্ছে। এখানে রোগীকে পরামর্শ ছাড়াও প্রয়োজনীয় অস্ত্রোপচার, পরীক্ষা-নিরীক্ষাসহ সব ধরনের সেবা থাকবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখা নীতিমালার খাসড়া তৈরি করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি করা হয়েছে। ১৭ জানুয়ারি বিএসএমএমইউতে এই কমিটির প্রথম সভা হয়। সভায় একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, প্রাতিষ্ঠানিক রোগী দেখার উদ্যোগ বাস্তবায়নে অনেকগুলো পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে বর্তমানে চিকিৎসা, শিক্ষা ও গবেষণার কাজ যেভাবে চলছে, তার বিঘ্ন ঘটানো যাবে না। প্রথমে অগ্রগামী প্রকল্প হিসেবে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে এটি চালু করতে হবে। অভিজ্ঞতার আলোকে পরবর্তী সময়ে পর্যায়ক্রমে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা হাসপাতালে চালু করা যেতে পারে। এ ক্ষেত্রে ভারত, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কীভাবে এই পদ্ধতি চলছে, তা পর্যবেক্ষণ করে ধাপে ধাপে চালু করা যেতে পারে। এতে সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে জনগণ বিশেষজ্ঞ সেবা পাবে।
এ প্রসঙ্গে নীতিমালা প্রণয়নসংক্রান্ত কমিটির সভাপতি শারফুদ্দিন আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ইনস্টিটিউশনাল প্র্যাকটিস শুরু হলে চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হবে না। সপ্তাহে মাত্র এক দিন রোস্টার করে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞরা সময় দেবেন। এরপর তাঁরা যা ইচ্ছা তাই করতে পারবেন।’ তিনি বলেন, নীতিমালা করতে ২১ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী মার্চের মধ্যে এটি চালু করা সম্ভব কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘হয়তো দু-একটি হাসপাতালে পাইলটিং করা যেতে পারে। সারা দেশে করতে আরও অনেক সময়ের প্রয়োজন।’
কমিটির প্রস্তাবে বলা হয়েছে, মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত বিষয়ভিত্তিক বৈকালিক রোস্টার (কার্যতালিকা) চালু করা যেতে পারে। আয়-ব্যয়ের ক্ষমতা স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষের ওপর ন্যস্ত থাকবে, যা একটি নীতিমালার মাধ্যমে পরিচালিত হবে। বিকেলে বহির্বিভাগে রোগী দেখার জন্য বসার স্থান আধুনিকায়ন করতে হবে।
কার্যতালিকা করে নার্স ও সহায়ক জনবলের দায়িত্ব দিতে হবে। এ জন্য উৎসাহ ভাতার ব্যবস্থা করতে হবে। বিকেলে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা দ্রুত সময়ে করা এবং দ্রুত রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই পদ্ধতি চালু করতে হলে চিকিৎসক, সহায়ক কর্মকর্তা, নার্স, কর্মচারীর শূন্য পদ পূরণ করতে হবে। উন্নত করতে হবে ল্যাবরেটরি সার্ভিস। চিকিৎসকদের প্রণোদনা দিতে হবে। হাসপাতালের বহির্বিভাগ সম্প্রসারণ করতে হবে। প্রাপ্ত আয়ের ১০ শতাংশ আয়কর হিসেবে কাটা হবে। বাকি অর্থের ৬০ শতাংশ কনসালট্যান্ট এবং ৪০ শতাংশ প্রতিষ্ঠান ও সহায়তাকারীদের মধ্যে বিতরণ করা হবে। কনসালট্যান্টদের পরিবহন সুবিধা দিতে হবে।
অধ্যাপক এম এ আজিজ বলেন, নতুন পদ্ধতি চালু করার জন্য নীতিমালা লাগবে। বেসরকারি মেডিকেল কলেজগুলোতেও এ পদ্ধতি চালু করা যায় কি না, তা ভেবে দেখা দরকার।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে