চৌগাছা প্রতিনিধি
যশোর সদরে অসীম ডায়াগনস্টিক সেন্টারের তিন চিকিৎসকের বিরুদ্ধে গর্ভে জীবিত সন্তান থাকা সত্ত্বেও মৃত বলে প্রসূতিকে চিকিৎসা দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
গত বুধবার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ সার্জন নিলুফার ইয়াসমিন এমিলি, আবু সাঈদ (রেডিওলজি অ্যান্ড ইমাজিং) ডা. এ কে এম আব্দুল আওয়াল (ক্লিনিক্যাল প্যাথলজি)।
গত বুধবার ওই নারীর ভাই শেখ শাওন মাহমুদ এ মামলা করেন। তাঁদের বাড়ি বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামে।
মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর অন্তসত্ত্বা বোন শেখ নাজমুন নাহার সুমি ও স্বামী রবিউল ইসলাম সম্প্রতি সমস্যা নিয়ে অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে যান। সেখানে চিকিৎসক নিলুফার ইয়াসমিন এমিলি, আবু সাঈদ ও এ কে এম আব্দুল আওয়াল পরীক্ষা করে জানান, পেটের সন্তান বেঁচে নেই। পরে তাঁরা তাঁকে সেখানে জোর করে ভর্তি রেখে গর্ভপাত করানোর জন্য চেষ্টা করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে তাঁরা অন্য এক হাসপাতালে পরীক্ষা করলে চিকিৎসক জানান, সন্তান বেঁচে আছে। তবে মায়ের অবস্থা সংকটাপন্ন।
এ বিষয়ে মোবাইল ফোনে চেষ্টা করেও সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
যশোর সদরে অসীম ডায়াগনস্টিক সেন্টারের তিন চিকিৎসকের বিরুদ্ধে গর্ভে জীবিত সন্তান থাকা সত্ত্বেও মৃত বলে প্রসূতিকে চিকিৎসা দেওয়ার অভিযোগে আদালতে মামলা করা হয়েছে।
গত বুধবার জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
আসামিরা হলেন অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালের প্রসূতি বিশেষজ্ঞ সার্জন নিলুফার ইয়াসমিন এমিলি, আবু সাঈদ (রেডিওলজি অ্যান্ড ইমাজিং) ডা. এ কে এম আব্দুল আওয়াল (ক্লিনিক্যাল প্যাথলজি)।
গত বুধবার ওই নারীর ভাই শেখ শাওন মাহমুদ এ মামলা করেন। তাঁদের বাড়ি বাঘারপাড়ার পাঠান পাইকপাড়া গ্রামে।
মামলায় বাদী উল্লেখ করেন, তাঁর অন্তসত্ত্বা বোন শেখ নাজমুন নাহার সুমি ও স্বামী রবিউল ইসলাম সম্প্রতি সমস্যা নিয়ে অসীম ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে যান। সেখানে চিকিৎসক নিলুফার ইয়াসমিন এমিলি, আবু সাঈদ ও এ কে এম আব্দুল আওয়াল পরীক্ষা করে জানান, পেটের সন্তান বেঁচে নেই। পরে তাঁরা তাঁকে সেখানে জোর করে ভর্তি রেখে গর্ভপাত করানোর জন্য চেষ্টা করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে তাঁরা অন্য এক হাসপাতালে পরীক্ষা করলে চিকিৎসক জানান, সন্তান বেঁচে আছে। তবে মায়ের অবস্থা সংকটাপন্ন।
এ বিষয়ে মোবাইল ফোনে চেষ্টা করেও সংশ্লিষ্ট চিকিৎসকদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে