খান রফিক, বরিশাল
দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ বছর পূর্তি আজ। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে নিয়োগে অনিয়ম, আন্দোলন ও উন্নয়নের অভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এখন শিক্ষক-শিক্ষার্থীরা আর পেছনে ফিরে তাকাতে চান না। তাঁরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ববির যাত্রা শুরু হয়। ৫০ একর আয়তনের ক্যাম্পাসে ২৫টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজারের বেশি।
শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, অবকাঠামোর পাশাপাশি এখন গবেষণায় গুরুত্বারোপ, সেশন জট দূর এবং অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি পূরণ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী জানান, তাঁরা আর পেছনে ফিরে তাকাতে চান না। তাঁদের চার বর্ষের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তরে ১৯টি ল্যাব কোর্স রয়েছে। ল্যাব সুবিধা বৃদ্ধি হলে বিজ্ঞান অনুষদের ১০টি বিষয়ে গবেষণার সংকট দূর হবে।
মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ সীমিত, ল্যাব সুবিধাও অপ্রতুল।
জানতে চাইলে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ইউজিসি গবেষণা খাতে গত অর্থবছরে ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দ অপ্রতুল থাকায় ল্যাব সুবিধায়ও ঘাটতি। বর্তমান উপাচার্য সমস্যাগুলো চিহ্নিত করে জরুরি উদ্যোগ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবির বলেন, ‘বর্তমান উপাচার্য শিক্ষার্থীবান্ধব এমন অনেক কাজ করেছেন, যা গত ১০ বছরে হয়নি। তিনি সেশন জট কমিয়েছেন, শিক্ষকদের দাবি পূরণ করেছেন। নতুন একাডেমিক, প্রশাসনিক ভবন হচ্ছে।’
এ ব্যাপারে কথা হলে উপাচার্য (রুটিন দায়িত্ব) মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ২৫টি বিভাগে ১৬০ জন শিক্ষক রয়েছেন। অথচ দরকার ৩ শতাধিক। বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সেশন জট কমিয়ে আনা হয়েছে। ক্লাসরুমের সংকট কাটাতে ৪৯ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল একাডেমিক ভবন এবং আবাসন সৃষ্টিতে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ১০ তলা একটি ছাত্র হলের অনুমোদন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলে উচ্চশিক্ষার বাতিঘর বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ বছর পূর্তি আজ। প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে নিয়োগে অনিয়ম, আন্দোলন ও উন্নয়নের অভাবে কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাতে পারেনি বিশ্ববিদ্যালয়টি। এখন শিক্ষক-শিক্ষার্থীরা আর পেছনে ফিরে তাকাতে চান না। তাঁরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।
বরিশাল সদর উপজেলার কর্ণকাঠিতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ববির যাত্রা শুরু হয়। ৫০ একর আয়তনের ক্যাম্পাসে ২৫টি বিভাগে শিক্ষার্থীর সংখ্যা ৯ হাজারের বেশি।
শিক্ষক-শিক্ষার্থীরা মনে করেন, অবকাঠামোর পাশাপাশি এখন গবেষণায় গুরুত্বারোপ, সেশন জট দূর এবং অভিজ্ঞ শিক্ষকের ঘাটতি পূরণ করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের এক শিক্ষার্থী জানান, তাঁরা আর পেছনে ফিরে তাকাতে চান না। তাঁদের চার বর্ষের স্নাতক এবং এক বছরের স্নাতকোত্তরে ১৯টি ল্যাব কোর্স রয়েছে। ল্যাব সুবিধা বৃদ্ধি হলে বিজ্ঞান অনুষদের ১০টি বিষয়ে গবেষণার সংকট দূর হবে।
মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক সুজয় শুভ বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণা খাতে বরাদ্দ সীমিত, ল্যাব সুবিধাও অপ্রতুল।
জানতে চাইলে রেজিস্ট্রার মনিরুল ইসলাম বলেন, ইউজিসি গবেষণা খাতে গত অর্থবছরে ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। বরাদ্দ অপ্রতুল থাকায় ল্যাব সুবিধায়ও ঘাটতি। বর্তমান উপাচার্য সমস্যাগুলো চিহ্নিত করে জরুরি উদ্যোগ নিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তারেক মাহমুদ আবির বলেন, ‘বর্তমান উপাচার্য শিক্ষার্থীবান্ধব এমন অনেক কাজ করেছেন, যা গত ১০ বছরে হয়নি। তিনি সেশন জট কমিয়েছেন, শিক্ষকদের দাবি পূরণ করেছেন। নতুন একাডেমিক, প্রশাসনিক ভবন হচ্ছে।’
এ ব্যাপারে কথা হলে উপাচার্য (রুটিন দায়িত্ব) মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, ২৫টি বিভাগে ১৬০ জন শিক্ষক রয়েছেন। অথচ দরকার ৩ শতাধিক। বিভাগীয় প্রধানদের সঙ্গে আলোচনা করে সেশন জট কমিয়ে আনা হয়েছে। ক্লাসরুমের সংকট কাটাতে ৪৯ কোটি টাকা ব্যয়ে একটি বহুতল একাডেমিক ভবন এবং আবাসন সৃষ্টিতে প্রায় ৪৯ কোটি টাকা ব্যয়ে ১০ তলা একটি ছাত্র হলের অনুমোদন হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পিত উন্নয়নে মাস্টারপ্ল্যান তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে