দাকোপ প্রতিনিধি
সারা দেশের মতো নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব খুলনার দাকোপের বিভিন্ন হাট-বাজার। অবাধে চলছে এই পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য বিভিন্ন পাত্র। এর ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। পলিথিন বন্ধে আইন থাকলেও সেটির যথাযথ প্রয়োগ না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
ক্ষতি বিবেচনা করে ২০০২ সালে সরকারি সিদ্ধান্তে সব ধরনের পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিথিনের ব্যবহার বন্ধ থাকলেও তা আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। হাইকোর্টও পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলি ব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পলিব্যাগ ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন দেখা গেছে, বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সঙ্গে এ ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে। এ ছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও একবার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের পাত্রের ব্যবহার বেড়েই চলেছে।
জানা গেছে, চালনা বাজারের কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুত করে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করছে। ব্যবহারের পর ফেলে দেওয়ার কারণে এগুলো রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে গিয়ে পরিবেশ নষ্ট করছে।
এদিকে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের লোক দেখানো অভিযানে দু-একজন মজুতদার বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তবে নাগালের বাইরে থেকে যাচ্ছেন মূল মালিকেরা। আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অন্যদিকে বাজারে নাইলন নেটের যে ব্যাগ ব্যবহার হচ্ছে তাও পলিথিনের মতোই পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) খুলনা বিভাগীয় কমিটির ও ওয়ার্কার্স পাটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায় বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের উদাসীনতার কারণে প্রকাশ্যে এসব পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্য ব্যবহার হচ্ছে। এগুলো অপচনশীল হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এটি বন্ধে আইনের সঠিক ব্যবহার এবং এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, আমরা একটি জায়গা কেনার চেষ্টা করছি। জায়গাটি না কেনা পর্যন্ত পলিথিনসহ অন্যান্য বর্জ্যব্যবস্থাপনার ব্যাঘাত ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মূল করা হবে। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চটের ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করা হবে। আমরা পলিথিন ব্যাগ মুক্ত উপজেলা গড়ব।’
সারা দেশের মতো নিষিদ্ধ পলিথিন ব্যাগে সয়লাব খুলনার দাকোপের বিভিন্ন হাট-বাজার। অবাধে চলছে এই পলিথিন ব্যাগ ও প্লাস্টিকের একবার ব্যবহারযোগ্য বিভিন্ন পাত্র। এর ফলে পরিবেশ মারাত্মক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। পলিথিন বন্ধে আইন থাকলেও সেটির যথাযথ প্রয়োগ না থাকায় এমনটা হচ্ছে বলে মনে করছেন তাঁরা।
ক্ষতি বিবেচনা করে ২০০২ সালে সরকারি সিদ্ধান্তে সব ধরনের পলিথিন ব্যাগ উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয়, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত, বিতরণ, বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানান, প্রজ্ঞাপন জারির পর কিছুদিন পলিথিনের ব্যবহার বন্ধ থাকলেও তা আবার বিভিন্ন পন্থায় বাজারে চলে এসেছে। হাইকোর্টও পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে সরকারকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে দেশব্যাপী নিয়মিত বাজার পর্যবেক্ষণ পলিথিন কারখানা বন্ধ এবং যন্ত্রপাতি জব্দকরণের মাধ্যমে পলি ব্যাগের ওপর আইনি নিষেধাজ্ঞার পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু পলিব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ হলেও আইন বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। দেশের বিভিন্ন স্থানের মতো এই উপজেলার সর্বত্র পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এসব পলিব্যাগ ও প্লাস্টিক পণ্য ব্যবহার করা হচ্ছে।
উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিন দেখা গেছে, বিভিন্ন হোটেল, মুদি দোকানসহ রাস্তার পাশে ও পাড়া মহল্লায় গড়ে ওঠা প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠানে পণ্য সামগ্রীর সঙ্গে এ ধরনের ব্যাগ দেওয়া হচ্ছে। এ ছাড়া ছোট বড় বিভিন্ন অনুষ্ঠানেও একবার ব্যবহার করে ফেলে দেওয়া প্লাস্টিকের পাত্রের ব্যবহার বেড়েই চলেছে।
জানা গেছে, চালনা বাজারের কয়েকজন ব্যবসায়ী নিষিদ্ধ এই পলিব্যাগ ও ওয়ান টাইম প্লাস্টিক পণ্য মজুত করে বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ীদের কাছে পাইকারি দরে বিক্রি করছে। ব্যবহারের পর ফেলে দেওয়ার কারণে এগুলো রাস্তাঘাট, নদী, নালা, ড্রেন ও মাটির গর্তে গিয়ে পরিবেশ নষ্ট করছে।
এদিকে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের লোক দেখানো অভিযানে দু-একজন মজুতদার বা ক্ষুদ্র ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তবে নাগালের বাইরে থেকে যাচ্ছেন মূল মালিকেরা। আইনের সঠিক প্রয়োগ না থাকায় এর সংখ্যা দিনদিন বেড়ে চলেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
অন্যদিকে বাজারে নাইলন নেটের যে ব্যাগ ব্যবহার হচ্ছে তাও পলিথিনের মতোই পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য সমান ক্ষতিকর।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) খুলনা বিভাগীয় কমিটির ও ওয়ার্কার্স পাটির নেতা গৌরাঙ্গ প্রসাদ রায় বলেন, আইনের সঠিক প্রয়োগ না থাকায় এবং প্রশাসনের উদাসীনতার কারণে প্রকাশ্যে এসব পলিথিন ব্যাগ ও প্লাস্টিক পণ্য ব্যবহার হচ্ছে। এগুলো অপচনশীল হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এটি বন্ধে আইনের সঠিক ব্যবহার এবং এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।
এ বিষয়ে চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস বলেন, আমরা একটি জায়গা কেনার চেষ্টা করছি। জায়গাটি না কেনা পর্যন্ত পলিথিনসহ অন্যান্য বর্জ্যব্যবস্থাপনার ব্যাঘাত ঘটছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিন্টু বিশ্বাস বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে পলিথিন ব্যাগ নির্মূল করা হবে। এ বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি চটের ব্যাগ ব্যবহারে মানুষকে সচেতন করা হবে। আমরা পলিথিন ব্যাগ মুক্ত উপজেলা গড়ব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে