ক্রীড়া ডেস্ক
কথার লড়াই জমে উঠেছে দুই দিন আগে থেকে। বিশ্বকাপে আবারও ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বলে কথা। গত বিশ্বকাপে কিউইদের হাতে হৃদয় ভেঙেছিল রোহিত শর্মাদের। ম্যানচেস্টারের সেই প্রতিশোধ কি এবার তাঁরা মুম্বাইয়ে নিতে পারবেন? প্রতিশোধ প্রসঙ্গে অবশ্য গত পরশু ভারতকে খোঁচা দিলেন লকি ফার্গুসন। কিউই পেসার সংবাদ সম্মেলনে বলেন, ‘নিউজিল্যান্ডের মতো দারুণ এক দলের বিপক্ষে কারা প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করতে পারে?’
ফার্গুসন এমন কথা বললেও ভারত চাইবে চার বছর আগের দগদগে ক্ষতে প্রলেপ দিয়ে ১২ বছর পর ফাইনালের টিকিট কাটতে। দোর্দণ্ড দাপটে টানা ৯ জয়ে সেমিতে এসেছে স্বাগতিকেরা। কিউইরা চাইবে গতবারের মতো সেই জয়রথে বাধা হয়ে টানা তৃতীয়বার ফাইনাল খেলতে, একটি বিশ্বকাপের আশায় যে তাদের ৪৮ বছরের পথচলা।
গত বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে জয়ের স্বাদ পেলেও নিউজিল্যান্ডের কি এবার সেটি সম্ভব হবে? মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের সমর্থকদের সামনে রোহিতরা কেমন ভয়ংকর, সেটি কারও অজানা নয়। কেন উইলিয়ামসনও সেটি জানেন বলেই সমীহের সুরে বললেন, ‘আমরা মোটামুটি নীল জার্সির দর্শকদের আশা করছি, যাঁরা তাঁদের দলকে সমর্থন দেবেন।’
আইপিএল খেলার সুবাদে ভারতীয় দর্শকদের সম্পর্কে ভালো জানা উইলিয়ামসনের। গতকাল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ককে এক সাংবাদিক জানান, ওয়াংখেড়ের ৩৩ হাজার ১০৮ জন ধারণক্ষমতার স্টেডিয়ামে ৩৩ হাজার থাকবে ভারতীয় সমর্থক।
সেই কথার উত্তরে উইলিয়ামসন মজা করেই বললেন, ‘তারচেয়ে বেশি থাকবে।’ এমন ‘প্রতিকূল’ পরিবেশে দলকে উজ্জীবিত রাখতে কিউইদের সমর্থনটা দিতে হবে নিজেদেরই। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলর গত পরশু আইসিসি ওয়েবসাইটে এক কলামে সেটিই জানিয়েছিলেন।
লিগ পর্বে শুরুতে টানা চার জয় পেলেও কিউইদের সেমিফাইনাল নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। তার মধ্যে হেরেছে ভারতের বিপক্ষেও। তবে এবার ম্যাচটি যখন ফাইনালে ওঠার, সবকিছু আবার নতুন শুরু করার ব্যাপারে আশাবাদী উইলিয়ামসন, ‘ফাইনালের সময় এল, আবার সবকিছু শুরু হবে। চূড়ান্ত মঞ্চে যাওয়া দারুণ বিষয়। যখন আপনি ফাইনালে যাবেন, সবকিছু আবার শুরু হয়।’ এমন ব্লকবাস্টার সেমিফাইনালের আগে উইলিয়ামসন বেশ সাবধানী। নিজেদের দিনে যেকোনো দল যে ভয়ংকর সেটি জানেন কিউই অধিনায়ক, ‘এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন, যেমনটা আমরা দেখেছি। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে।’
কথার লড়াই জমে উঠেছে দুই দিন আগে থেকে। বিশ্বকাপে আবারও ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বলে কথা। গত বিশ্বকাপে কিউইদের হাতে হৃদয় ভেঙেছিল রোহিত শর্মাদের। ম্যানচেস্টারের সেই প্রতিশোধ কি এবার তাঁরা মুম্বাইয়ে নিতে পারবেন? প্রতিশোধ প্রসঙ্গে অবশ্য গত পরশু ভারতকে খোঁচা দিলেন লকি ফার্গুসন। কিউই পেসার সংবাদ সম্মেলনে বলেন, ‘নিউজিল্যান্ডের মতো দারুণ এক দলের বিপক্ষে কারা প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করতে পারে?’
ফার্গুসন এমন কথা বললেও ভারত চাইবে চার বছর আগের দগদগে ক্ষতে প্রলেপ দিয়ে ১২ বছর পর ফাইনালের টিকিট কাটতে। দোর্দণ্ড দাপটে টানা ৯ জয়ে সেমিতে এসেছে স্বাগতিকেরা। কিউইরা চাইবে গতবারের মতো সেই জয়রথে বাধা হয়ে টানা তৃতীয়বার ফাইনাল খেলতে, একটি বিশ্বকাপের আশায় যে তাদের ৪৮ বছরের পথচলা।
গত বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুতে জয়ের স্বাদ পেলেও নিউজিল্যান্ডের কি এবার সেটি সম্ভব হবে? মুম্বাইয়ের ওয়াংখেড়েতে ২০১১ বিশ্বকাপ জিতেছিল ভারত। ঘরের সমর্থকদের সামনে রোহিতরা কেমন ভয়ংকর, সেটি কারও অজানা নয়। কেন উইলিয়ামসনও সেটি জানেন বলেই সমীহের সুরে বললেন, ‘আমরা মোটামুটি নীল জার্সির দর্শকদের আশা করছি, যাঁরা তাঁদের দলকে সমর্থন দেবেন।’
আইপিএল খেলার সুবাদে ভারতীয় দর্শকদের সম্পর্কে ভালো জানা উইলিয়ামসনের। গতকাল সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ড অধিনায়ককে এক সাংবাদিক জানান, ওয়াংখেড়ের ৩৩ হাজার ১০৮ জন ধারণক্ষমতার স্টেডিয়ামে ৩৩ হাজার থাকবে ভারতীয় সমর্থক।
সেই কথার উত্তরে উইলিয়ামসন মজা করেই বললেন, ‘তারচেয়ে বেশি থাকবে।’ এমন ‘প্রতিকূল’ পরিবেশে দলকে উজ্জীবিত রাখতে কিউইদের সমর্থনটা দিতে হবে নিজেদেরই। নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার রস টেইলর গত পরশু আইসিসি ওয়েবসাইটে এক কলামে সেটিই জানিয়েছিলেন।
লিগ পর্বে শুরুতে টানা চার জয় পেলেও কিউইদের সেমিফাইনাল নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়েছে নিজেদের শেষ ম্যাচ পর্যন্ত। তার মধ্যে হেরেছে ভারতের বিপক্ষেও। তবে এবার ম্যাচটি যখন ফাইনালে ওঠার, সবকিছু আবার নতুন শুরু করার ব্যাপারে আশাবাদী উইলিয়ামসন, ‘ফাইনালের সময় এল, আবার সবকিছু শুরু হবে। চূড়ান্ত মঞ্চে যাওয়া দারুণ বিষয়। যখন আপনি ফাইনালে যাবেন, সবকিছু আবার শুরু হয়।’ এমন ব্লকবাস্টার সেমিফাইনালের আগে উইলিয়ামসন বেশ সাবধানী। নিজেদের দিনে যেকোনো দল যে ভয়ংকর সেটি জানেন কিউই অধিনায়ক, ‘এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচই কঠিন, যেমনটা আমরা দেখেছি। নিজেদের দিনে যেকোনো দল যে কাউকে হারাতে পারে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে