খান রফিক, বরিশাল
পরিবেশ দূষণের অপরাধে বরিশালে গত এক সপ্তাহ ধরে অবৈধ ইটভাটাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। প্রধান কার্যালয় থেকে আসা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে জেলার ১৭টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সপ্তাহ পার হতে না হতেই ভেঙে ফেলা ইটভাটার অনেকগুলোই ফের চালু হয়েছে।
ঘটা করে চালানো এ বিশেষ অভিযান সত্ত্বেও জেলায় ১৭২টি অবৈধ ইটভাটার অধিকাংশে এখনও দেদার পুড়ছে কাঠ। এর অনেকটাই হয় স্কুল-কলেজের পাশে না হয় ধানি জমিতে। জানা গেছে, রাজনৈতিক চাপে অনেক স্থানে দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল হালিম স্বাক্ষরিত গত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে মেঘনাঘেরা মেহেন্দীগঞ্জে অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলার পাশাপাশি ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটা কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ ঘটাত।
অভিযানে থাকা ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, ৪টি ইটভাটার মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলার ধুলিয়া মধ্যচর এলাকার মেসার্স ধনিয়া ব্রিকসের মালিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু। খোরশেদ আলম স্থানীয় সাংসদ পংকজ নাথের ঘনিষ্ঠ সহচর। সূত্র জানায়, ওই ইটভাটা ভাঙার জেরে তোলপাড় ঘটে সর্বত্র। দুই দিন পর ১৫ জানুয়ারি একই উপজেলায় অভিযান চালিয়ে আরও ৫টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলার পাশাপাশি ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেহেন্দীগঞ্জের পশ্চিম ভাঙ্গা এলাকার মেসার্স আলম ব্রিকসের মালিক উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন। এক সপ্তাহ আগে ভেঙে ফেলা এসব ইটভাটা ক্ষমতার জোরে আবার চালু করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। চেয়ারম্যান লিটন ও খোরশেদ দুজনই সাংসদ পংকজের অনুসারী হলেও সম্প্রতি উপজেলা চেয়ারম্যান লিটন সাংসদের বলয় থেকে বেরিয়ে এসেছে।
উপজেলা চেয়ারম্যান লিটন অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, তার ইটভাটায় জরিমানা করায় তিনি ভাটার কাজ আবার শুরু করেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু সাংবাদিকদের বলেছেন, পরিবেশ অধিদপ্তর বেছে বেছে ইটভাটায় হানা দিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল জেলায় মোট ২৫০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ১৭২টি। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৭টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলার পাশাপাশি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কেন এত ইটভাটা অবৈধ এ প্রসঙ্গে জানা গেছে, এসব ইটভাটাগুলোর একাংশের ড্রাম চিমনি, যা পরিবেশ দূষণকারী। আর কিছুর চিমনি জিকজ্যাক হলেও স্কুল-কলেজ অথবা ফসলি জমির মধ্যে হওয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি।
সূত্রমতে, বরিশাল সদর উপজেলায় ২৮টি ইটভাটার মধ্যে ১৭টিই অবৈধ। সদর উপজেলার চরকাউয়া ঘুরে জানা গেছে, সেখানকার ফুজি, আরাফাত, ইকো ব্রিকস শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা কলেজছাত্র শাওন খান বলেন, চরকাউয়া ইউনিয়নের জনতার হাটের ফুজি ব্রিকস গড়ে উঠেছে আজাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এ ছাড়া আরাফাত ব্রিকস দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় ঘিরে গড়ে ওঠায় ঘটছে দূষণ।
এদিকে জেলায় সবচেয়ে বেশি ইটভাটা আছে বাকেরগঞ্জে, ৮০টি। এর মধ্যে ৫৭টি অবৈধ বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তর চলমান অভিযানে এ উপজেলার ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু জনপ্রতিনিধিদের চাপে এখানে বরাবরই অভিযান ব্যাহত হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘লোকবলের অভাবে সব জায়গায় অভিযান পরিচালনা করা যাচ্ছে না। উচ্ছেদের পরও নতুন করে অবৈধ ভাটা চালু করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ দূষণের অপরাধে বরিশালে গত এক সপ্তাহ ধরে অবৈধ ইটভাটাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। প্রধান কার্যালয় থেকে আসা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে জেলার ১৭টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু সপ্তাহ পার হতে না হতেই ভেঙে ফেলা ইটভাটার অনেকগুলোই ফের চালু হয়েছে।
ঘটা করে চালানো এ বিশেষ অভিযান সত্ত্বেও জেলায় ১৭২টি অবৈধ ইটভাটার অধিকাংশে এখনও দেদার পুড়ছে কাঠ। এর অনেকটাই হয় স্কুল-কলেজের পাশে না হয় ধানি জমিতে। জানা গেছে, রাজনৈতিক চাপে অনেক স্থানে দূষণকারী অবৈধ ইটভাটা বন্ধ করতে গিয়ে বাধার সম্মুখীন হতে হচ্ছে।
পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক আবদুল হালিম স্বাক্ষরিত গত ১২ জানুয়ারির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হকের নেতৃত্বে মেঘনাঘেরা মেহেন্দীগঞ্জে অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলার পাশাপাশি ১১ লাখ টাকা জরিমানা করা হয়। এসব ইটভাটা কাঠ পুড়িয়ে পরিবেশ দূষণ ঘটাত।
অভিযানে থাকা ফায়ার সার্ভিস ও পুলিশের একাধিক সূত্রে জানা গেছে, ৪টি ইটভাটার মধ্যে মেহেন্দীগঞ্জ উপজেলার ধুলিয়া মধ্যচর এলাকার মেসার্স ধনিয়া ব্রিকসের মালিক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু। খোরশেদ আলম স্থানীয় সাংসদ পংকজ নাথের ঘনিষ্ঠ সহচর। সূত্র জানায়, ওই ইটভাটা ভাঙার জেরে তোলপাড় ঘটে সর্বত্র। দুই দিন পর ১৫ জানুয়ারি একই উপজেলায় অভিযান চালিয়ে আরও ৫টি অবৈধ ইটভাটা ভেঙে ফেলার পাশাপাশি ৮ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে মেহেন্দীগঞ্জের পশ্চিম ভাঙ্গা এলাকার মেসার্স আলম ব্রিকসের মালিক উপজেলা চেয়ারম্যান মাহফুজুল আলম লিটন। এক সপ্তাহ আগে ভেঙে ফেলা এসব ইটভাটা ক্ষমতার জোরে আবার চালু করা হয়েছে বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন। চেয়ারম্যান লিটন ও খোরশেদ দুজনই সাংসদ পংকজের অনুসারী হলেও সম্প্রতি উপজেলা চেয়ারম্যান লিটন সাংসদের বলয় থেকে বেরিয়ে এসেছে।
উপজেলা চেয়ারম্যান লিটন অবশ্য সাংবাদিকদের জানিয়েছেন, তার ইটভাটায় জরিমানা করায় তিনি ভাটার কাজ আবার শুরু করেছেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু সাংবাদিকদের বলেছেন, পরিবেশ অধিদপ্তর বেছে বেছে ইটভাটায় হানা দিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, বরিশাল জেলায় মোট ২৫০টি ইটভাটা রয়েছে। এর মধ্যে অবৈধ ১৭২টি। গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ১৭টি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে ফেলার পাশাপাশি ২৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
কেন এত ইটভাটা অবৈধ এ প্রসঙ্গে জানা গেছে, এসব ইটভাটাগুলোর একাংশের ড্রাম চিমনি, যা পরিবেশ দূষণকারী। আর কিছুর চিমনি জিকজ্যাক হলেও স্কুল-কলেজ অথবা ফসলি জমির মধ্যে হওয়ায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পায়নি।
সূত্রমতে, বরিশাল সদর উপজেলায় ২৮টি ইটভাটার মধ্যে ১৭টিই অবৈধ। সদর উপজেলার চরকাউয়া ঘুরে জানা গেছে, সেখানকার ফুজি, আরাফাত, ইকো ব্রিকস শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে গড়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা কলেজছাত্র শাওন খান বলেন, চরকাউয়া ইউনিয়নের জনতার হাটের ফুজি ব্রিকস গড়ে উঠেছে আজাদ প্রাথমিক বিদ্যালয়ের সামনে। এ ছাড়া আরাফাত ব্রিকস দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় ঘিরে গড়ে ওঠায় ঘটছে দূষণ।
এদিকে জেলায় সবচেয়ে বেশি ইটভাটা আছে বাকেরগঞ্জে, ৮০টি। এর মধ্যে ৫৭টি অবৈধ বলে জানা গেছে। পরিবেশ অধিদপ্তর চলমান অভিযানে এ উপজেলার ৬টি ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু জনপ্রতিনিধিদের চাপে এখানে বরাবরই অভিযান ব্যাহত হচ্ছে বলে পরিবেশ অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবদুল হালিম সাংবাদিকদের বলেন, ‘লোকবলের অভাবে সব জায়গায় অভিযান পরিচালনা করা যাচ্ছে না। উচ্ছেদের পরও নতুন করে অবৈধ ভাটা চালু করা হলে ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে